Table of Contents
Class 8 Wellbeing Panjeree Guide PDF for Final Annual Exam 2024 - বার্ষিক পরীক্ষা ২০২৪ শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ৮ম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা পাঞ্জেরী গাইড পিডিএফ
বইটির বৈশিষ্ট্য: 'শেষ মুহূর্তের প্রস্তুতি' বইটি তুমি কীভাবে অনুসরণ করবে সে সম্পর্কে সার্বক্ষণিক নির্দেশক হিসেবে রয়েছে টিউটর। এ বইয়ের প্রতিটি অনুশীলনের বিষয়বস্তু ধরে ধরে করণীয় সম্পর্কে সহজ নির্দেশনা দেওয়া হয়েছে টিউটর নামক আইকনটির মাধ্যমে।
নমুনা প্রশ্নপত্র ও উত্তর: প্রশ্নকাঠামো ও প্রশ্নপত্রের ধরন বোঝার জন্য এনসিটিবি প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে প্রতিটি বিষয়ের শুরুতে। এ নমুনা প্রশ্নপত্রের আলোকেই বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি করবেন তোমাদের শিক্ষকবৃন্দ।
অধ্যায়ভিত্তিক প্রস্তুতি: এনসিটিবি প্রদত্ত সিলেবাস অনুসরণে নতুন প্রশ্নের ধারা ও মানবণ্টনের আলোকে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নের ধরন অনুযায়ী পর্যাপ্তসংখ্যক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে, যা অনুশীলন করলে তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ হবে।
সুপার সাজেশন: প্রতিটি বিষয়ে প্রশ্নের ধরন অনুযায়ী যে প্রশ্নোত্তরগুলো আছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বরসমূহ বাছাই করে সুপার সাজেশনে দেওয়া হয়েছে। অনুশীলনের সময় এ প্রশ্নগুলো আলাদাভাবে চিহ্নিত করে রাখতে হবে। তাহলে পরীক্ষার আগে তোমাদের রিভিশন দেওয়া সহজ হবে।
পূর্ণাঙ্গ মডেল টেস্ট: অধ্যায়ভিত্তিক প্রস্তুতির শেষে বাছাইকৃত প্রশ্নের সমন্বয়ে বিষয়ভিত্তিক মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এনসিটিবি'র নমুনা প্রশ্নপত্রের আলোকে তৈরি ১০০ নম্বরের এ মডেল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে নিজ নিজ প্রস্তুতি যাচাই করতে পারবে।
মডেল প্রশ্নে মূল্যায়নের রুব্রিক্স: মডেল প্রশ্নপত্রের আদর্শ উত্তরের নমুনাসহ এনসিটিবি প্রদত্ত মূল্যায়নের রুব্রিক্স দেওয়া হয়েছে প্রতিটি বিষয়ে। এর মাধ্যমে তোমরা জানতে পারবে কোন প্রশ্নের উত্তরের কাঠামো কীরূপ হবে এবং কতটুকু লিখলে কত নম্বর পাওয়া যাবে।
শিখনকালীন মূল্যায়ন: এনসিটিবি প্রদত্ত শিখনকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা, মানবণ্টন ও নির্দেশনা অনুযায়ী- ক. শ্রেণির কাজ, খ. অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন এবং গ. অ্যাসাইনমেন্ট ও ব্যবহারিক কাজ দেওয়া হয়েছে এ অংশে। এখান থেকে ধারণা নিয়ে যেকোনো কার্যক্রম সহজেই সম্পন্ন করতে পারবে তোমরা।