Table of Contents
আলিম আরবি প্রথম পত্র (আল লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যাহ) গাইড বই পিডিএফ | Alim Arabic First Paper (Al Lughatul Arabiyatul Ittisaliyah Part Guide () Book Pdf
আলিম আরবি প্রথম পত্র বইটি যেভাবে সাজানো হয়েছে:
- প্রবন্ধ
- কবিতা
- সংলাপ
- মাদরুস (পঠিত উদ্ধৃতি)
- গাইরু মাদরুস (অপঠিত উদ্ধৃতি)
- স্পেশাল মডেল টেস্ট ও উত্তরমালা
পাঠ-১ (সহায়ক অংশ):
Communicative প্রশ্নপদ্ধতি মুখস্থনির্ভর বিদ্যা নয়, পাঠ্যবইনির্ভর মৌলিক বিদ্যা। তাই অনুশীলন অংশ শুরুর পূর্বে প্রবন্ধটির শিখনফল, নামকরণ, সারাংশ, শব্দের আধুনিক অর্থ ও ব্যবহার, বাব ও হরকতের ভিন্নতায় অর্থের পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। এগুলো জানার মাধ্যমে প্রবন্ধটি বুঝতে সহায়ক হবে।
- শব্দের আধুনিক অর্থ ও ব্যবহার
- বাবের ভিন্নতায় অর্থের পরিবর্তন
- হরকতের ভিন্নতায় অর্থের পরিবর্তন
পাঠ-২ (অনুশীলন অংশ):
আরবি ভাষায় দক্ষতা অর্জনে চারটি বিষয় তথা مَهَارَةُ الْقِرَاءَةِ (পঠন দক্ষতা), مَهَارَةُ الْاسْتِمَاعِ (শ্রবণ দক্ষতা), مَهَارَةُ الْكَلَامِ (লিখন দক্ষতা) এবং مَهَارَةُ الْكِتَابَةِ (কথন দক্ষতা) আবশ্যক। এ অংশে ভাষাদক্ষতা বৃদ্ধি সহায়ক Exclusive 4 Step ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে; এগুলো অনুশীলনে শিক্ষার্থী আরবি ভাষায় দক্ষ হয়ে ওঠবে।
مَهَارَةُ الْقِرَاءَةِ (পঠন দক্ষতা): আরবি ইবারত বিশুদ্ধভাবে পড়া-ই পঠন দক্ষতা। এ দক্ষতা অর্জনের জন্য প্রবন্ধের হরকতসহ ইবারতের অনুবাদ, ই'রাবের বিবরণ, তাহকীক, শব্দের বচন, সমার্থক ও বিপরীত শব্দ, فعل এর صرف صغير এবং বাক্যগঠন পদ্ধতি উল্লেখ করা হয়েছে। যা' অনুশীলনে শিক্ষার্থী ভাষাগত দক্ষতার পাশাপাশি পরীক্ষা উপযোগী যাবতীয় প্রশ্নের উত্তর প্রস্তুত করতে সক্ষম হবে।
- ইবারতের অনুবাদ
- শাব্দিক অনুবাদ
- ই'রাবের বিবরণ
- শব্দ বিশ্লেষণ
- পাঠসংশ্লিষ্ট শব্দের বচন, সমার্থক ও বিপরীত শব্দ
- পাঠসংশ্লিষ্ট فِعّل এর صَرْفَ صَغِيْر
- বাক্যগঠন পদ্ধতি
مَهَارَةُ الْاسْتِمَاعِ (শ্রবণ দক্ষতা): আরবি ইবারত শুনে যথার্থ মর্ম অনুধাবন-ই শ্রবণ দক্ষতা। মর্ম অনুধাবনের জন্য পঠন দক্ষতার বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করবে। এ দক্ষতা যাচাইয়ের জন্য প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর প্রদানে শিক্ষার্থীরা চেষ্টা করবে।
مَهَارَةُ الْكَلَامِ (লিখন দক্ষতা): আরবি ব্যাকরণ মেনে বিশুদ্ধভাবে লিখতে পারা-ই লিখন দক্ষতা। এ অংশে লিখন দক্ষতা অর্জনের জন্য পাঠসংশ্লিষ্ট কিছু প্রশ্ন উল্লেখ করা হয়েছে; যা অনুশীলনে শিক্ষার্থী অর্জিত লিখন দক্ষতা প্রয়োগ করতে পারবে।
مَهَارَةُ الْكِتَابَةِ (কথন দক্ষতা): আরবি প্রকাশভঙ্গি ও বাকরীতি মেনে কথা বলতে পারা-ই কথন দক্ষতা। এ অংশে পাঠ্যবইয়ের অনুচ্ছেদ কেন্দ্রিক তথ্যাদি নিয়ে সংলাপ সংযোজন করা হলো; যা অনুশীলনে শিক্ষার্থী আরবিতে কথন দক্ষতা প্রমাণ করতে পারবে।
পাঠ-৩ (পরীক্ষাপ্রস্তুতি অংশ):
মেধা যাচাইয়ের কার্যকর মাধ্যম হলো প্রাতিষ্ঠানিক ও বোর্ড পরীক্ষা। তাই এ অংশে পরীক্ষাপ্রস্তুতির জন্য কমন পরীক্ষাপ্রস্তুতি উপযোগী প্রশ্ন এবং প্রবন্ধের আলোকে النَّصَّ الْمَدْرُوْس (পঠিত: মূলপাঠ) সংযোজন করা হলো; যা আয়ত্ত করলে শিক্ষার্থীর পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন ও বিষয়ভিত্তিক A+ নিশ্চিত হবে।