تَكَلَّمُ بِالعَرَبِيَّةِ مَعَ أَسْرَتِكَ عَنْ خُطْبَةِ الرَّسُولِ لِأَوَّلِ جُمْعَةٍ فِي مَسْجِدِ قُبَاءَ | মসজিদে কুবায় অনুষ্ঠিত প্রথম জুমুআয় রাসূল (স)-এর খুতবা নিয়ে তোমার পরিবারের সাথে আরবিতে সংলাপ

মসজিদে কুবায় অনুষ্ঠিত প্রথম জুমুআয় রাসূল (স)-এর খুতবা নিয়ে তোমার পরিবারের সাথে আরবিতে সংলাপ
Join Telegram for More Books
Table of Contents
Dialogue in Arabic with your family about the first Friday sermon of the Prophet (PBUH) held in Masjid Quba

মসজিদে কুবায় অনুষ্ঠিত প্রথম জুমুআয় রাসূল (স)-এর খুতবা নিয়ে তোমার পরিবারের সাথে আরবিতে সংলাপ

تَكَلَّمُ بِالعَرَبِيَّةِ مَعَ أَسْرَتِكَ عَنْ خُطْبَةِ الرَّسُولِ لِأَوَّلِ جُمْعَةٍ فِي مَسْجِدِ قُبَاءَ

الْإِجَابَةُ :

لبِيبُ : السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةَ اللهِ.
عَفَّانُ : وَعَلَيْكُ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةَ اللَّهِ كَيْفَ أَنْتَ؟

لَبِيْبُ : الْحَمْدِ اللهِ طَيِّبٌ مَا تَعْرِفُ عَنْ مَسْجِدِ الْقُبَاءِ؟
مُحَمَّدٌ : هُوَ مَسْجِدٌ صَلَّى فِيهَا النَّبِيُّ ﷺ أَوَّلَ الْجُمُعَةِ.

لَبِيْبٌ : أَيْنَ تَقَعُ هِيَ؟
رَقِيبُ : هِيَ تَقَعُ فِي ضَاحِيَةِ الْمَدِينَةُ الْخُنُبُوبِيَّةِ الْغَرْبِيَّةِ عِنْدَ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ فِي قُبَاءَ.

لَبِيْبٌ : مَاذَا تَعْرِفُ عَنِ الْخُطْبَةِ الَّتِي خُطَبَهَا النَّبِيُّ ﷺ فِي مَسْجِدِ الْقُبَاءِ؟
فهِيمُ : هِيَ خُطْبَةٌ هَامَّةٌ بَلِيغَةٌ وَفِيهِ تَعَلِيمَاتِ كَثِيرَةِ لِلْمُسْلِمِينَ وَهَيَ أَوَّلَ خُطْبَةٍ فِي صَلَاةِ الْجُمُعَةِ.

فَاطِمَةُ : مَا هِيَ التَّعْلِيْمَاتُ لِأَوَّلِ الْخُطْبَةِ فِي مَسْجِدِ الْقُبَاءِ؟
مُبَارَكَ : أَهَمُ تَعْلِيْمَاتٍ لِأَوَّلِ الْخُطْبَةِ هُوَ تَقْوَى اللَّهِ فَإِنَّ لِلتَّقْوَى رَأْسُ الطَّاعَاتِ، شُكْرًا لَكُمْ.

মসজিদে কুবায় অনুষ্ঠিত প্রথম জুমুআয় রাসূল (স)-এর খুতবা নিয়ে তোমার পরিবারের সাথে আরবিতে সংলাপ করুন

লাবিব : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আফফান: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কেমন আছো?

লাবিব: আল-হামদুলিল্লাহ, ভালো। তুমি মসজিদে কুবা সম্পর্কে কী জান?
মুহাম্মদ: সেটা ওই মসজিদ, যেখানে রাসূল (স) সর্বপ্রথম জুমুআর নামায আদায় করেন।

লাবিব : সেটা কোথায় অবস্থিত?
রাকিব : সেটা মদিনার পশ্চিম-দক্ষিণ উপকণ্ঠে বনু আমর ইবনে আওফের নিকটবর্তী কুবা নামক স্থানে অবিস্থত।

লাবিব : মসজিদে কুবায় রাসূল (স) কর্তৃক প্রদত্ত খুতবা সম্পর্কে তুমি কী জান?
ফাহিম : সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহিত্যপূর্ণ একটি খুতবা। এতে মুসলমানদের জন্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এটা হলো জুমুআর নামাযের সর্বপ্রথম খুতবা।

ফাতেমা : মসজিদে কুবায় প্রদত্ত প্রথম খুতবার শিক্ষণীয় বিষয় কী কী?
মুবারক: প্রথম খুতবার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আল্লাহভীতি অবলম্বন করা। কেননা আল্লাহভীতি হলো সব ইবাদতের মূল। তোমাদের সবাইকে ধন্যবাদ।

আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Post a Comment

Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.