Table of Contents
اَلْحِوَارُ بَيْنَ الطَّالِبَيْنِ فِيْ أَوَّلِ لِقَاء بِرِحَابِ الْمَدْرَسَةِ
لُقْمَانُ : اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ، اِسْمِيْ لُقْمَانُ، وَمَا اِسْمُكَ يَا أَخَي؟
رَاشِدٌ : وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، اِسْمِي رَاشِدٌ
لُقْمَانُ : هَلْ أَنْتَ طَالِبٌ جَدِيدٌ؟
رَاشِدٌ : نَعَمْ، اِلْتَحَقْتُ بِالسَّنَةِ الأُوْلٰى مِنْ مَرْحَلَةِ الْفَاضِلِ، وَأَنْتَ؟
لُقْمَانُ : أَنَا فِي هَذِهٖ الْمَدْرَسَةِ مُنْذُ سَنَتَيْنِ، أَدْرُسُ فِي السَّنَةِ الثَّانِيَةِ مِنْ مَرْحَلَةِ الْفَاضِلِ
رَاشِدٌ : مَتٰى يَبْدَأُ الدَّرْسُ فِي هٰذِ الْمَدْرَسَةِ؟
لُقْمَانُ : يَبْدَأُ الدَّرْسُ فِي السَّاعَةِ الثَّامِنَةِ صَبَاحًا
رَاشِدٌ: كَمْ حِصَّةً تَنْعَقِدُ يَوْمِيًّا؟
لُقْمَانُ: تَنْعَقِدُ سَبْعُ حِصَصٍ يَوْمِيًّا، وَكُلُّ حِصَّةٍ بِخَمْسِيْنَ دَقِيْقَةً
رَاشِدٌ : هَلْ هُنَاكَ اِسْتِرَاحَةُ بَيْنَ الْحِصَصِ؟
لُقْمَانُ : نَعَمْ، هُنَاكَ اِسْتِرَاحَةُ بَيْنَ الْحِصَصِ نُؤَدِّيْ فِيهَا صَلَاةَ الظُّهْرِ وَنَتَغَدّٰى
رَاشِدٌ : هَلْ تَسْتَمِرُّ الدِّرَاسَةُ طُوْلَ السَّنَةِ؟
لُقْمَانُ : نَعَمْ، إِلَّا بِضْعَةَ أَيَّامٍ مِنَ الْعُطْلَاتِ الرَّسْمِيَّةِ
رَاشِدٌ : شُكْرًا، مَعَ السَّلَامَةِ
لُقْمَانُ : طَيِّبُ إِلَى اللِّقَاءِ
মাদরাসা প্রাঙ্গনে প্রথম সাক্ষাতে দু’ছাত্রের মাঝে সংলাপ
লোকমান: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমার নাম লোকমান। ভাই! আপনার নাম কী?
রাশেদ: ওয়াআলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার নাম রাশেদ।
লোকমান: আপনি কি নতুন ছাত্র?
রাশেদ: হ্যাঁ, আমি ফাযিল প্রথম বর্ষে ভর্তি হয়েছি, আর আপনি?
লোকমান: আমি এ মাদরাসায় দু’বছর যাবৎ আছি এবং ফাযিল দ্বিতীয় বর্ষে পড়ি।
রাশেদ : এ মাদরাসায় ক্লাস কখন আরম্ভ হয়?
লোকমান: ক্লাস সকাল আটটায় আরম্ভ হয়।
রাশেদ : দৈনিক কয়টি ক্লাস হয়?
লোকমান: দৈনিক সাতটি ক্লাস হয় আর প্রতিটি ক্লাস পঞ্চাশ মিনিট করে।
রাশেদ: ক্লাসগুলোর মাঝে বিরতির ব্যবস্থা আছে কি?
লোকমান: হ্যাঁ, ক্লাসগুলোর মাঝে বিরতির ব্যবস্থা আছে, যাতে আমরা যোহরের নামাজ আদায় করি এবং দুপুরের খাবার গ্রহণ করি।
রাশেদ : বছরব্যাপী ক্লাস চালু থাকে কি?
লোকমান: হ্যাঁ, তবে সরকারি ছুটির কয়েকটি দিন ব্যতীত।
রাশেদ : ধন্যবাদ, নিরাপদে থাকুন।
লোকমান: ঠিক আছে, আবার দেখা হবে।