Table of Contents
Fazil 2nd Year English Reading Comprehension
The Invention of Writing
Writing is one of the most marvelous things ever invented by man. Indeed, our present civilization depends largely upon writing. But for it, the nations of the world would at this very moment know little about one another and would still be in a state of ignorance and semi-savagery.
Who was the creator of this marvelous invention? Some caveman most likely, a man in appearance more like an ape; yet a man who was filled with the desire to make some lasting record of the strange things he saw about him. This man was also the world's first artist, for the first. writing was picture writing and took the form of pictures of the bears and stags and other animals which lived in the forest round the caveman's home. How do we know this, you may ask? The answer is that in certain parts of the world there are caves on the walls of which such pictures may be seen drawn and painted many thousands of years ago. These ancient cavemen had minds like small children. Just as they drew pictures of things, they saw in the world about them. So today, if you give a small child pencil and paper, he will draw pictures of houses and cows and men and women long before he learns to write.
Vocabulary Analysis (শব্দ বিশ্লেষণ) :
Main Words | Bangla Meanings | Synonyms | Antonyms |
Education (n.) | শিক্ষা, শিক্ষাদান | training, instructing, teaching | illiteracy |
Savage (adj) | বন্য, অসভ্য, বর্বর, আদিম | wild, barbarous, uncivilized, premitive, fierce | civilised, gentle |
Beauty (n.) | সৌন্দর্য, শোভা, লাবণ্য | loveliness, grace, fairness, elegance, comeliness, regret | ugliness |
Choose (v.) | পছন্দ করা, বেছে নেয়া | select, pick out, take by preference | reject |
Thing (n.) | দ্রব্য, সামগ্রী, জিনিস | affair, apparatus, article, substance | |
Indeed (adv.) | বস্তুত; প্রকৃতপক্ষে | actually, certainly, infect, really, truly, undoubtedly | apparently |
Present (v.) | উপস্থিত, হাজির হওয়া, প্রদান করা, উপহার দেয়া | demonstrate, display, exhibit, introduce, mount, put-on, show, stag, give, grant, offer | absent |
Moment (n.) | মুহূর্ত, নির্দিষ্ট সময় | instant, minute, second, split, tick, time | age, eternity |
Record (n.) | লেখা, লিপিবদ্ধ করা, সূচিত করা, তালিকাভুক্ত করা | account, annals, archives, diary, document | efface, erase |
Strange (adj) | বিদেশী, অপরিচিত, অদ্ভুত | abnormal, curious, exceptional, extraordinary, funny, peculiar. | usual; common, normal |
লিখন পদ্ধতির আবিষ্কার
মানুষ কর্তৃক এ পর্যন্ত যা কিছু আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হচ্ছে লিখন পদ্ধতি। প্রকৃতপক্ষে, বর্তমান সভ্যতার প্রধান ভিত্তিই হলো লিখন পদ্ধতি। লিখন পদ্ধতি আবিষ্কৃত না হলে পৃথিবীর বিভিন্ন জাতি আজও একে অপরের সম্পর্কে খুব বেশি কিছু জানতে পারতো না এবং এখনও অজ্ঞ আর অর্ধ-বর্বর থেকে যেত।
এই অপূর্ব আবিষ্কারের সৃষ্টি কার অবদান। সম্ভবত, উল্লুকের আকৃতিবিশিষ্ট হলেও কোনো গুহাবাসী মানব হয়তো বা চেয়েছিল যে, সে তার চারপাশে যেসব অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো অবলোকন করেছে, সেগুলোকে চিত্রে রূপদান করে তাদেরকে চোখের সামনে স্থায়ী করে চারপাশের দৃশ্যমান বস্তু ও জীবজন্তুকে মূর্ত করে ফুটিয়ে তুলতে। এসব চিত্রই প্রথম লিখন যেগুলোতে দেখতে পাওয়া যাবে ভল্লুক ও হরিণের ছবি। প্রশ্ন হতে পারে, এসব কথা আমরা কিভাবে জানতে পারলাম? এর জবাবে আমরা বলতে পারি যে, হাজার হাজার বছর আগে পৃথিবীর বিভিন্ন স্থানে যে অসংখ্য গুহা-গহ্বর রয়েছে, সেগুলোর গায়ে এসব চিত্র খোদাই করা হয়েছে। এসব আদি গুহাবাসীর মন ছিল শিশুসুলভ। শিশুরা যা দেখে তারই চিত্র অঙ্কন করতে পছন্দ করে। এমনিভাবে, আজও আমরা যদি কোনো শিশুকে কাগজ ও পেন্সিল দিয়ে কিছু আঁকতে বলি, দেখা যাবে তারা তাদের দেখা বস্তুর ছবিই প্রথমে আঁকবে- যেমন তারা আঁকবে তাদের বাড়ি-ঘর ও গরু-মহিষ এবং মানুষের ছবি। এসব তারা যখন অঙ্কন করবে, তখনও তারা কিন্তু লিখতে শিখে নি।
(A) Answer the following questions (নিচের প্রশ্নগুলোর উত্তর দাও) :
-
Why is writing considered one of the most marvellous inventions of man? (কেন লিখন পদ্ধতিকে মানুষের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হিসেবে বিবেচনা করা হয়?)
Ans: Writing is considered as one of the most marvellous and important inventions of man. The reason is that our civilization is largely dependent on it. It would not have been possible for the nations of the world to know anything about one another without the knowledge of writing. Again, without writing we would still be in a state of ignorance and semi-savagery. (মানুষ কর্তৃক এ পর্যন্ত যা কিছু আবিষ্কৃত হয়েছে লিখন পদ্ধতি আবিষ্কারকে তার মধ্যে অন্যতম বিস্ময়কর আবিষ্কার হিসাবে গণ্য করা হয়। তার কারণ হলো আমাদের সভ্যতা এর উপরই বেশির ভাগ অংশে নির্ভরশীল। লেখার ধারণা ছাড়া পৃথিবীর জাতিসমূহের পক্ষে একে অপরের সম্পর্কে কোনো কিছুই জানা সম্ভব হতো না আবার লেখা ছাড়া আমরা অজ্ঞতা এবং প্রায় বর্বর যুগেই থাকতাম।) -
Who was the inventor of the writing? (কে লিখন পদ্ধতির আবিষ্কারক ছিলেন?)
Ans: Most probably some cavemen who were in appearance like an ape invented writing. And this first writing was done in the form of pictures. (খুব সম্ভবত উল্লুকের আকৃতি বিশিষ্ট কোনো গুহাবাসী লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল। এবং এই ছবির আকৃতিতে প্রথম লেখার কাজ চালানো হয়েছিল।) -
What will a small child do if he/she is given a pencil and paper? (একটি শিশুকে যদি পেন্সিল ও কাগজ দেয়া হয় তবে সে কী করবে?)
Ans: If a small child is given a pencil and paper, he/she will draw picture of houses and cows and men and women long before he/she learns to write. (লেখা শিক্ষার পূর্বে যদি একটি শিশুকে একটি পেন্সিল এবং কাগজ দেয়া হয় তাহলে সে ঘর, গরু, পুরুষ কিংবা মহিলাদের ছবি আঁকবে।) -
Why does our present civilization depend largely on writing? (কেন আমাদের বর্তমান সভ্যতা ব্যাপকভাবে লিখন পদ্ধতির উপর নির্ভর করে?)
Ans: Without writing the nations of the world could at this very moment know little about one another and would still be in the state of ignorance and savagery. As a result, our present civilization largely depends on writing. (লেখা ছাড়া পৃথিবীর জাতিসমূহ এই মুহূর্তে একে অপরের সম্পর্কে খুব কমই জানতে পারত এবং এখনও অজ্ঞতা ও বর্বরের যুগেই থাকত। যার ফলে, আমাদের বর্তমান সভ্যতা অনেকাংশে লেখার উপর স্থির করে।) -
Who was the first artist? (কে ছিলেন প্রথম চিত্রকর?)
Ans: The man who first invented writing was also the first artist because his first writing was picture writing and took the form of pictures of animals. (যে লোক প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেছে সেই প্রথম চিত্রকর কারণ তার প্রথম লেখা ছিল ছবি এবং এগুলো বিভিন্ন প্রাণীর আকারে ছিল।) -
What would happen if writing could not be invented? (লিখন পদ্ধতি আবিষ্কৃত না হলে কী হতো?)
Ans: Without the process of writing, the nations of the world at this very moment know little about one another and would still be in a state of ignorance and semi-savagely. (লিখন পদ্ধতি ছাড়া আজকের বিশ্বের জাতিগোষ্ঠী একে অপরকে সামান্যই জানত এবং এখনো অজ্ঞ ও অর্ধ-বর্বর অবস্থায় থাকত।) -
What was the first form of writing? (লেখার প্রথম ধরনটি কিরূপ ছিল?)
Ans: The first form of writing was picture writing. Some people were interested to take the form of pictures of the bears and stag and other animals which lived in the forest round the caveman's home. (পদ্ধতির ধরন ছিল ছবি আঁকা। কিছু লোক ভল্লুক, বুনো শুকর ও অন্যান্য অন্তর ছবি আঁকতে পছন্স করত যা গুহা মানবের বসবাসের স্থানের আশেপাশে জঙ্গলে বাস করত।)
(B) Write down the meaning of the following words or phrases and give synonyms/antonyms of them (any five).
(নিচের শব্দগুলোর বা শব্দগুচ্ছগুলোর অর্থ লেখ এবং সেগুলোর সমার্থক/বিপরীত শব্দ প্রদান কর (যে কোনো ৫টি)।marvellous, civilization, invention, ignorance, appearance, strange certain, ancient, deep, ability, depend upon, to fill with, desire to.
Ans: Word meanings with synonyms and antonyms:Main Words | Bangla Meanings | Synonyms | Antonyms | |
Marvellous (adj.) | বিস্ময়কর কিছু, বিস্ময় | amazing, astonishing | awful, ordinary | |
Civilization (n.) | সভ্যতা | advancement, culture, enlightenment | barbarity, primitiveness | |
Invention (n.) | আবিস্কার, সৃষ্টি, উদ্ভাবন | brainchild, creation, discovery | truth | |
Ignorance (n.) | অজ্ঞতা, মূর্খতা | blindness, unawareness | knowledge, wisdom | |
Appearance (n.) | আকৃতি | appearing, figure | disappearance | |
Strange (adj.) | অদ্ভুত | abnormal, peculiar, odd, unfamiliar | common, ordinary, familiar | |
Certain (adj.) | নির্দিষ্ট | definite, fixed | uncertain | |
Ancient (adj.) | আদিম, প্রাচীন | primeval, old, aged | modern, recent | |
Deep (adj.) | গভীর | submerged | shallow | |
Ability (n.) | দক্ষতা | capacity, capability | inability | |
Depend upon (phr.) | কারো উপর নির্ভর করা | rely on | ||
To fill with (phr.) | পূর্ণ করা | cram | ||
TW Desire to (phr.) | আকাঙ্ক্ষা করা | long for, to wish |
Or, Change the following words as directed and make sentences with them. (any five)
(নির্দেশনা অনুযায়ী নিচের শব্দগুলো পরিবর্তন কর এবং এগুলো দিয়ে বাক্য রচনা কর।) (যে কোনো ৫টি)invent (n.); present (n.); civilization (v.); depend (n.); ignorance (adj); appearance (v.); picture (adj), education (v.), able (n.).
Ans: Changing parts of speech as directed:- Invent → Invention (n.) : Mobile phone is a wonderful invention of modern science.
- Present → Presence (n.) : His presence delighted us all.
- Civilization → Civilize (v.) : The Present government is trying to civilize the tribal people.
- Depend → Dependance (n.) : Dependance on others is very bad.
- Ignorance → Ignorant (adj.) : She is quite ignorant of it.
- Appearance → Appear (v.) : Suddenly a tiger appeared before them.
- Picture → Pictorial (adj.) : We have a pictorial record of the floods.
- Education → Educate (v.) : We should educate our children properly.
- Able → Ability (n.) : Mr Emran has the ability to go there.
Or, Change the words as directed into the bracket:
- Marvelous → Marvel (v.)
- Largely → Enlarge (v.)
- Nation → National (adj.)
- Write → Writing (n.)
- Appearance → Appear (v.)
- Creator → Create (v.)
- Ignorance → Ignorable (adj.)
(C) Write a summary of the above passage. (উপরের অনুচ্ছেদটির সারাংশ লেখ।)
Ans: Summarising:
Writing which played a major role in making us civilized is regarded as a marvellous invention. This art was invented by cavemen whose mind were then like those of children. They would draw pictures of things they saw about them. They started doing this in the cave of the walls and from such crude drawing writing was invented.
অনুবাদ : লিখন পদ্ধতি আবিষ্কার একটি বিস্ময়কর আবিষ্কার যা আমাদের সভ্য করেছে। শিশুর মতো মনের অধিকারী কোনো গুহাবাসী এই কলা আবিষ্কার করেছে। তারা চারপাশে যে ছবি দেখত তাই এঁকে ফেলত। এসব করত তারা গুহার দেয়ালে আর এভাবেই লেখার আবিষ্কার হয়েছে।
অনুবাদ : লিখন পদ্ধতি আবিষ্কার একটি বিস্ময়কর আবিষ্কার যা আমাদের সভ্য করেছে। শিশুর মতো মনের অধিকারী কোনো গুহাবাসী এই কলা আবিষ্কার করেছে। তারা চারপাশে যে ছবি দেখত তাই এঁকে ফেলত। এসব করত তারা গুহার দেয়ালে আর এভাবেই লেখার আবিষ্কার হয়েছে।
আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now