জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা ২০২৩ (মোবাইল ও কম্পিউটার ওয়ার্ড - পিডিএফ এডিট ফাইল) - Masters Admission Letter of Commitment 2023 (Mobile & Computer Word DOCS-PDF Edit File)

মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা ২০২৩, মোবাইল ও কম্পিউটার ওয়ার্ড - পিডিএফ এডিট ফাইল, Masters Admission Letter of Commitment 2023, Mobile & Computer DOCS
Join Telegram for More Books
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা ২০২৩ (মোবাইল ও কম্পিউটার ওয়ার্ড - পিডিএফ এডিট ফাইল) - Masters Admission Letter of Commitment 2023 (Mobile & Computer Word DOCS-PDF Edit File)

Masters Admission Letter of Commitment

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা ২০২৩ (মোবাইল ও কম্পিউটার ওয়ার্ড - পিডিএফ এডিট ফাইল) - National University (NU) Masters Admission Letter of Commitment 2023 (Mobile & Computer Word DOCS-PDF Edit File)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনি যদি মাস্টার্সে ভর্তি হতে চান তাহলে অবশ্যই ভর্তি হওয়ার ক্ষেত্রে অঙ্গীকারনামা বাধ্যতামূল। অঙ্গীকারনামা তৈরি করা যায় যেটা অত্যন্ত সহজে একটি পদ্ধতি যারা মাস্টার্সে ভর্তি হতে চাচ্ছে বা মাস্টার্স এর বিভিন্ন প্রাইভেটে ভর্তি হতে যাচ্ছে তাদের জন্য এই অঙ্গীকারনামার প্রয়োজন রয়েছে।


বর্তমানে সাধারণত এই অঙ্গীকারনামার অনেক ফাইল বা ফরম পাওয়া যাচ্ছে যেগুলো পূরণ করার মাধ্যমে আপনি সহজেই অঙ্গীকারনামা সম্পন্ন করতে পারবেন। অঙ্গীকারনামার একটি পিডিএফ ফাইল আমরা আমাদের এই আর্টিকেলের পরবর্তী অংশে সংযুক্ত করছি তবে এই অংশে আপনাদের জানানোর চেষ্টা করব অঙ্গীকারনামা কিভাবে লিখতে হয়। আপনারা যারা মাস্টার্সে ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্গীকারনামা লেখার নিয়মটি খেয়াল করুন।

অঙ্গীকারনামা

আমি নিম্ন স্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১– ২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে .............. বিষয়ে ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক। এ লক্ষ্যে বিশ্বস্ততার সঙ্গে অঙ্গীকার করছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমের বর্তমানে আমি ভর্তি বা অধ্যায়নরত নয়। নিচে বর্ণিত আমার সকল তথ্য সঠিক ও সম্পন্ন।

  1. শিক্ষার্থীর নাম
  2. পিতার নাম
  3. মাতার নাম
  4. জন্ম তারিখ (এসএসসি সনদ অনুযায়ী)
  5. জাতীয় পরিচয় পত্র নাম্বার
  6. স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম
  7. পাশের সন
  8. রোল নাম্বার
  9. রেজিস্ট্রেশন নাম্বার
  10. বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের নাম
  11. প্রাপ্ত সিজিপিএ

দ্বৈত ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকব।


আবেদনকারীর পূর্ণ নাম ও স্বাক্ষর 


তারিখ:


ওপরে খুব সুন্দরভাবে আমরা অঙ্গীকারনামার একটি ফরমেট তুলে ধরেছি আপনাদের জন্য। আশা করছি এই ফরমেট অনুযায়ী আপনারা নিজের অঙ্গীকারনামা পূরণ করতে পারবেন এবং সে অনুযায়ী আবেদন করতে পারবেন ভর্তির জন্য। একেবারে সহজ একটি পদ্ধতি এবং যেই শিক্ষার্থী অঙ্গীকারনামা পূরণ করতে চাচ্ছে তার সকল নিজস্ব তথ্য সঠিক স্থান এ বসে এই অঙ্গীকারনামা সম্পন্ন করতে হবে।


অঙ্গীকারনামা হাতে পূরণের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন এবং একবার ভালোভাবে পূরণের পূর্বে অঙ্গীকারনামার পড়ে নিবে। সব তথ্যগুলো আপনাদের কাছে আছে কিনা সেটা দেখে নিবে যদি না থাকে তথ্যগুলো সংগ্রহ করে অঙ্গীকারনামা পূরণ করতে বসুন। অঙ্গীকারনামা পূরণ হওয়ার পরে একবার চোখ বুলিয়ে নিন যেখানে কোন ভুল না থাকার সম্ভাবনাই বেশি।


Letter of Commitment (অঙ্গীকারনামা) NU Masters Admission Mobile Word/DOCS (Bangla Font) 166 KB
Letter of Commitment (অঙ্গীকারনামা) NU Masters Admission Mobile PDF (Bangla Font) 49 KB
Letter of Commitment (অঙ্গীকারনামা) NU Masters Admission PC/Desktop Word/DOCS (SutonnyMJ) 103 KB
Letter of Commitment (অঙ্গীকারনামা) NU Masters Admission PC/Desktop PDF (SutonnyMJ) 46 KB
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now