গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়োগ পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০৬ | Library and Information Science Jobs Interview Question Answer Part-06

গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়োগ পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০৬, Library and Information Science Jobs Interview Question Answer Part-06
Join Telegram for More Books
Table of Contents
গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়োগ পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০৬ | Library and Information Science Jobs Interview Question Answer Part-06

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা এবং সহকারী লাইব্রেরীয়ান, লাইব্রেরীয়াতে সকল নিয়োগ পরীক্ষার পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০৬

Viva Question and Answer Part-06 of all Recruitment Examinations for Diploma, Graduate and Post Graduate Examinations in Library and Information Science under National University including other Universities and Assistant Librarian, Librarians

প্রশ্ন: শ্রেণীকরণ বা Classification এর সংজ্ঞা দাও।

উত্তর: Classification is a mental process of separation, grouping and naming of like thing or ideas from unlikeness.


প্রশ্ন: শ্রেণীকরণের সংজ্ঞা দাও?

উত্তর: W.H. Philips এর মতে শ্রেণীকরণ হচ্ছে পৃথকীকরণ ও একত্রিকরণ পদ্ধতি, যা সমজাতিয় জিনিসকে একত্র করে এবং অসমজাতীয় জিনিসকে পৃথক করে।


প্রশ্ন: পুস্তক শ্রেণীকরণ বলতে কি বুঝ?

উত্তর: জ্ঞানের লিপিবদ্ধ রূপ যা বই আকারে বা অন্য কোনা অবয়বে প্রকাশিত হয় এদের শ্রেণী বিভাগ করাই হলো পুস্তক শ্রেণীকরণ।


প্রশ্ন: বিশ্বে প্রচলিত শ্রেণীকরণের ক্রীমগুলো কি কি?

উত্তর: বিশ্বে প্রচলিত শ্রেণীকরণের ক্রীমগুলো হলো ১৩টি। যথা:-
1. Dewey Decimal Classificatioin (DDC)- 1876
2. Universal Decimal Calssification (UDC)- 1905
3. Colon Classificaiton (LC) - 1933
4. Nippon Classification (NC) - 1
5. Library of congress classificaitoin (CC) 1902
6. Population Classification (PC)
7. Medical Classifification (MC)
8. Expansive Classification (EC) 1891-1893
9. Subject Classificaiton (SC) 1906
10. Bibliographic Classification (BC) 1410
11. Library Bibliographic Classification (LBC) 1960
12. Facetal Classification (FC) - 1960
13. International Classification (IC) 1961


প্রশ্ন: DDC এর প্রধান বৈশিষ্ট্যসমূহ কি কি?

উত্তর: ১। সাধারণ শ্রেণী ২ প্রকার বিভাগ ৩। আঙ্গিক শ্রেণী ৪। স্মৃতি সহায়ক ডিভাইস ও ৫। নোটেশন।


প্রশ্ন: LC ক্রীম কি?

উত্তর: Library of Congress কর্তৃক প্রণিত শ্রেণীকরণ ক্রীমের নাম LC ক্রীম। পৃথিবীর সর্ববৃহৎ গ্রন্থাগার লাইব্রেরী অব কংগ্রেস। ৪৭০ টির অধিক ভাষায় রচিত এর বর্তমান সংগ্রহ ৭০ মিলিয়নের বেশী। টমাস জেকার সন LC এর আবিষ্কার করেন। ১৯০২ সন থেকে LC ক্রীম চালু হয়।


প্রশ্ন: CC স্ক্রীম কি?

উত্তর: CC এর পুরো নাম হচ্ছে Colon Classification. ভারতের বিখ্যাত গ্রন্থাগার বিজ্ঞানী ড. এস আর রঙ্গনাথন এই পদ্ধতি উদ্ভাবন করেন। যে পদ্ধতিতে বিভাজন প্রক্রিয়ায় (1) কোলন চিহ্ন ব্যবহার করা হয় বলে একে Collon Classification হয়। ১৯৩৩ সালে প্রথম প্রকাশিত হয়।


প্রশ্ন: নোটেশনের উত্তম গুণাবলি কি কি?

উত্তর: ১। বিশুদ্ধতা (Purity) ২। সরলতা (Simplicity) ৩। সংক্ষিপ্ত (Brevity) ৪। সম্প্রসারনশীলতা ৫। স্মৃতি সহায়ক চিহ্ন (Mnemonico), ৬ অতিধীয়তা (Hospitality) । নমনীয়তা (Flexibility)


প্রশ্ন: শ্রেণীকরণের বৈশিষ্ট্য গুলো কি কি?

উত্তর: 1. Generalia class 2 Form Class 3. Form division, 4. Notation 5. Index


প্রশ্ন: Generalia Class এর অপর নাম কি?

উত্তর: Waste paper / Basket Class বলে।


প্রশ্ন: Form Class কোথায় ব্যবহার হয়?

উত্তর: Form Class সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার হয়।


প্রশ্ন: Form Division কিভাবে ব্যবহার হয়?

উত্তর: Main Class এর সাথে Form Division ব্যবহার হয়।


প্রশ্ন: Form Division এর অন্য নাম কি?

উত্তর: Standard Sub Division থাকে Table ১ বলে।


প্রশ্ন: Generalia class কাকে বলে?

উত্তর: যে সমস্ত ব্যাপক বিষয় ভিত্তিক প্রকাশনা নির্দিষ্ট কোন শ্রেণীতে স্থান দেয়া যায় না। সে সমস্ত পুস্তক সামগ্রীকে স্থান দেয়ার জন্য একটি সাধারণ শ্রেণী সংযোজন করা প্রয়োজন। এ শ্রেণীকে Wastepaperbasketclass হিসেবে আখ্যায়িত করা হয়।


প্রশ্ন: Form class কাহাকে বলে?

উত্তর: Form class এ আঙ্গিক শ্রেনীসমূহ Polite letters, belles letter or literature নামে খ্যাত। DDC তে ব্যবহৃত আঙ্গিক শ্রেনী যা শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে প্রযোজ্য।


প্রশ্ন: Form division কাকে বলে?

উত্তর: Forrn division: কোন বিষয়ের দৃষ্টিকোন, আকার, ইঙ্গিত, ব্যবহারের উদ্দেশ্য বুঝবার জন্য Form division বা প্রকার বিভাগ ব্যবহার করা হয়। Form division সব সময় Main class এর সাথে ব্যবহার হয়। এর পরিবর্তিত নাম Standard subdivision


প্রশ্ন: Index কাকে বলে?

উত্তর: Index হলো Schedule এ ব্যবহৃত পদ বা বিষয়ের বর্ণানুক্রমিক তালিকা যাতে প্রতিটি পদের পাশে তার Notation যুক্ত থাকে। Index ২ প্রকার যথা :- (1) Specific Index (2) Relative Index.


প্রশ্ন: Notation কাকে বলে?

উত্তর: W.C.B. Sayers এর মতে, “Notation হলো এক ধরনের সংক্ষিপ্ত চিহ্ন বা প্রতীকসমূহ যা বর্ণীকরণ পদ্ধতির অনুকূলে বই সাজিয়ে রাখতে সহায়তা প্রদান করে।


প্রশ্ন: Notation কত প্রকার ও কি কি?

উত্তর: Notation 2 - 1. Pure Notation, 2. Mixed Notation


প্রশ্ন: Index কত প্রকার ও কি কি?

উত্তর: Index ২ প্রকার যথা- ১. Specific Index 2 Relative Index


প্রশ্ন: DDC এর Main Class: First Summery কি কি?

উত্তর: DDC এর Main Class: First Summery:
000 = Computer Science, information & General works
100 = Philosophy & Related disciplines
200 = Religion
300 = Social science
400 = Language
500 = Pure Science
600 = Technology (Applied science)
700 = The Arts
800 = Literature
900 = General Geography &amo; History and their Auxiliaries


প্রশ্ন: DDC এর Generalla Class কি কি?

উত্তর: 000 = Computer Science, information & General works
010 = Bibliography
020 = Library and Information science
030 = General Encyclopedia works
040 = Language
050 = General serial publications
060 = General organization and musicology
070 = Journalism, publishing, newspaper
080 = General collections
090 = Manuscripts and book Rarities


প্রশ্ন: Form Class Sub-Division of Individual literatures কি কি?

উত্তর: -1 poetry, -2 Drama -3 Fiction -4 Essays -5 Speeches -6 Letters -7 Satire and Humor -8 Miscellaneous writings


প্রশ্ন: Form Division বা Standard sub [Division on কি কি?

উত্তর: -1 Philosophy and theory. -2 Miscellany -3 Dictionaries -4 Special topics of general applicability -5 Serial publication -6 Organization & Management-7 Study and teaching -8 History and description of the subject among groups of persons -9 Historical and geographical treatment.


প্রশ্ন: DDC এর ৬টি table এর নাম কি কি?

উত্তর: 1. Standard sub division 2. Areas 3. Subdivision of individual literature 4. Subdivision of Individual language 5. Racial Ethnic national groups 6. language


প্রশ্ন: DDC কি?

উত্তর: Dewey Decimal Classification


প্রশ্ন-২৭: DDC পুস্তক আকারে কখন প্রকাশ পায়?

উত্তর: ১৮৭৬ সালে পুস্তক আকারে DDC প্রকাশ পায়।


প্রশ্ন: শ্রেণীকরণ কত প্রকার ও কি কি?

উত্তর: শ্রেণীকরণ দুই প্রকার। যথা:- জ্ঞান শ্রেণীকরণ (Knowledge classification) ২। পুস্তক শ্রেণীকরণ (Book classification);


প্রশ্ন: স্মৃতিসহায়ক চিহ্ন বা Mnemonice Divine কাকে বলে?

উত্তর : যে সকল প্রতিক চিহ্ন সিডিউলে সর্বদাই একই অর্থ বহন করে, একই অর্থে বিভিন্ন স্থানে ব্যবহৃত হয় এরা সহজে মনে রাখা যায় তাদেরকে স্মৃতিসহায়ক চিহ্ন বলা হয়।


প্রশ্ন: পঞ্চ বিষেয়ক কয়টি ও কি কি?

উত্তর: পঞ্চ বিষেয়ক ৫টি। যথা:- ১। জাতি (Genus) ২ প্রজাতি (Species) প্রভেদ (Difference) ৪। প্রকৃতি (Property) ৫। অনন্তর গুন ( Accident)


প্রশ্ন: শ্রেণীকরণের উপাদান কয়টি ও কি কি?

উত্তর: ৪টি যথাঃ ১। বৈশিষ্ট্য চর। পৃথকীকরণ ও একটি কারণ ও ৪ নামকরণ


প্রশ্ন: শ্রেণি করণের প্রসিদ্ধ ক্রীম কি কি?

উত্তর: 1. Dewey Decimal Classification (DDC)
2. Universal Decimal Classification (UDC)
3. Colon Classification (CC)
4. Neppon Classification (NC)
5. Library of congrace Classification (LCC)
6. Population classification(PC)


প্রশ্ন: DDC কত খণ্ডে বিভক্ত ও কি কি?

উত্তর: ১. বর্তমান ২০তম Edition থেকে DDC তে বিভক্ত - Volume 1- Introduciton & table, Volume2, Schedules; 000-599 & volume 3, Schedules, 600-999, Volume 4 Relative Index


প্রশ্ন: DDC এর প্রণেতা কে?

উ: Melvil Dewey.


প্রশ্ন: ১৯তম Edition পর্যন্ত DDC কত তে বিভক্ত ও কি কি?

উত্তর: ৩ খণ্ডে বিভক্ত যথা। ১ম : Intrdocution and Table ২য় । Schedules ৩য় : Relative Index


প্রশ্ন: Library of congress শ্রেণীকরণ ক্রীমের জনক কে এবং কখন চালু হয়?

উত্তর: টমাস জোকার এবং ১৯০২ সালে তা চালু হয়


প্রশ্ন: DDC এর পূর্ববর্তী শ্রেণীকরণ ক্রীম সমূহ কি কি?

উত্তর: ১. অ্যাসিরীয় গ্রন্থাগার ( Assyrian Library) ২. আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার খ্রিঃপূঃ ৩৫৬-৩২৩ ৩. মা (Monastic Libraries) ৫. শোয়ার্ড জেসনার (Knoard Gesner) (১৫১৬-১৫৬৫) amfc (Grabield naude) ৬. জ্যাকুইস চাল ফ্রন্টে (Jasques Charles Bruned)


প্রশ্ন: DOC এর তৎপরবর্তী শ্রেণীকরণ ক্রীমসমূহ কি কি?

উত্তর: 1. Dewey Decimal Classification (DDC) Scheme-1876
2. Expansive Classification (EC) scheme-1899
3. Universal Decimal Classificaiton (UDC) Scheme 1905
4. Library of congress classification (LC) scheme-1902
5. Subject Classification (SC) Scheme-1906
6. Bibliographical classification (BC) scheme 1910
7. Colon Classification (CC) scheme-1933


প্রশ্ন: UDC নোটেশনের গুণাবলী কি কি?

উত্তর: UDC এর নোটেশনের গুণাবলী নিম্নেরূপ। ১. বিন্যাসের ক্রমধারা, ২. মিশ্র বৈশিষ্ট্য, ৩, সরলতা, ৪. ক্ষিপ্ততা, ৫.সম্প্রসারণশীলতা ৬ আতিথেয়তা, ৭. নমনীয়তা, ৮. স্মৃতিসহায়ক গুনাবলী ৯. সংশ্লেষণ


প্রশ্ন: LCC এর নোটেশনে কি কিছু

উত্তর: LCC এর নোটেশন হলো নিম্নরূপ- ১. বিন্যাসের ক্রমধারা, ২. মিশ্র বৈশিষ্ট্য, ৩. সরলতা, ৪. সংক্ষিপ্ততা, ৫. সম্প্রসারণশীলতা ও আতিথেয়তা, ৭. নমনীয়তা, ৮. স্মৃতিসহায়ক গুণাবলী, সংশ্লেষণ


প্রশ্ন: DOC এর টেবিল কয়টি ও কি কি?

উত্তর: ২২তম সংস্করণ পর্যন্ত DDC এর Table ছিল এটি। আর ২তম সংস্করণ থেকে Table Person বাদ দিয়ে ৬টি Table ব্যবহার করা হয়। 1. Standard Sub-division, 2. Area, 3. Sub-division of individual literature, 4, Sub division of individual language, 5. Racial Ethnic National group. 6. language


প্রশ্ন: রঙ্গনাদনের কোলন শ্রেণীকরণের মৌলিক নীতিমালা কয়টি ও কি কি?

উত্তর: ৪টি যথা 1. Personality 2 Matter 3. Energy, 4. Space and time


প্রশ্ন :DOC এর ২৩তম সংস্করণের বৈশিষ্ট্যগুলো কি কি?

উত্তর: DOC এর ২৩ তম সংস্করণের বৈশিষ্ট্য হলো: 1. Expansion, 2. Faceting, 3. Note, 4. Relative Index, 5. Introductory Matter, 6. International Utility, 7 Techniques of Practical use


প্রশ্ন: UDC এর সাধারণ সহায়িকা কয়টি ও কি কি?

উত্তর: UDC এর সাধারণ সহায়িকা ৯টি যথা- 1. + Addition (সংযোগ), 2. / Extension (বিস্তৃত), 3 Relation (সম্পর্কের বিষয়) 4. Square breacket বন্ধনী 5 Language (ভাষা), 60 Formation (tate Breakets Naught), 7. (1/9) Place (), 8. (=) Race or Nationality) বা জাতীয়তা, 9. time (সময় Inverted Comma)


প্রশ্ন: UDC এর বিশেষ সহায়িকা কয়টি ও কি কি?

উত্তর: UDC এর বিশেষ সহায়িকা ৩টি। য 1. Hyphen (-), 2. Point Nought (,0) and 3. Apostrophe (").


প্রশ্ন: ২টি দেশের মধ্যে চুক্তি বা সম্পর্ক বুঝাকে কি বলে?

উত্তর: ১। দুটি দেশের সম্পর্ক বুঝাতে দুই দেশের শ্রেণী নম্বরে মাঝে বসাতে হয়। ২। নিজ দেশ আগে বসবে। এ দাতা দেশ আগে বসবে ৪। Schedules দেশের নামার আগে আসনে সে দেশের নামার আগে বসবে।


প্রশ্ন: বাংলাদেশের এরিয়া নম্বর কত?

উত্তর: ৫৪৯২


প্রশ্ন: আল কোরআনের শ্রেণি নম্বর কত?

উত্তর: ২৯৭.১২২


প্রশ্ন: সেক্সপিয়ার এর শ্রেণি নম্বর কত?

উত্তর: ৪২০.৩৩


প্রশ্ন: বাংলাদেশের ইতিহাস নম্বর কত?

উত্তর: ৯৫৪৯২


প্রশ্ন: বাংলাদেশের ভূগোল নম্বর কত?

উত্তর: ৯১৫৪৯২


প্রশ্ন: বাংলা সাহিত্য নম্বর কত?

উত্তর: ৮৯১.৪৪


প্রশ্ন: DDC এর শ্রেণি নম্বর কত?

উত্তর: ০২৫.৪৩১


প্রশ্ন: বাংলা ভষার নম্বর কত?

উত্তর: ৪১১.৪৪


প্রশ্ন: খুলনা বিভাগের ইতিহাস নম্বর কত?

উত্তর: ৯৫৪.৯২৫


প্রশ্ন: সিলেট বিভাগের ইতিহাস নম্বর কত?

উত্তর: ৯৫৪.৯২৭


প্রশ্ন-৫৬: চট্টগ্রাম বিভাগের ইতিহাস নম্বর কত?

উত্তর: ১৫৪.৯২৩


প্রশ্ন: রাজশাহী বিভাগের ইতিহাস নম্বর কত?

উত্তর: ১৫৪.৯২৪


প্রশ্ন: ঢাকা বিভাগের ইতিহাস নম্বর কত?

উত্তর: ১৫৪.৯২২


প্রশ্ন: বরিশাল বিভাগের ইতিহাস নম্বর কত?

উত্তর: ৯৫৪.৯২৬


প্রশ্ন: গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের শ্রেণী সংখ্যা কত?

উত্তর: শ্রী সংখ্য হলো ০২০


প্রশ্ন: দর্শন এর শ্রেণী সংখ্যা কত।

উত্তর: শ্রেণী সংখ্যা হলো ১০০


প্রশ্ন: কম্পিউটার বিজ্ঞান এর শ্রেণী সংখ্যা কত?

উত্তর : শ্রেণী সংখ্যা হলো ০০৪


প্রশ্ন: ইসলাম ধর্ম এর শ্রেণী সংখ্যা কত?

উত্তর: শ্রেণী সংখ্যা হলো ২৯৭


প্রশ্ন: সমাজ বিজ্ঞান এর শ্রেণী সংখ্যা কত?

উত্তর: শ্রেণী সংখ্যা হলো ৩০০


প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞানের শ্রেণী সংখ্যা কত?

উত্তর: শ্রেণী সংখ্যা ৩২০


প্রশ্ন: অর্থনীতি এর শ্রেণী সংখ্যা কত?

উত্তর: শ্রেণী সংখ্যা হলো ৩৩০


প্রশ্ন: আইন বা Law এর শ্রেণী সংখ্যা কত?

উত্তর: ৩৪০


প্রশ্ন: গণিত এর শ্রেণী সংখ্যা কত?

উত্তর: ৫১০


প্রশ্ন: পদার্থ বিজ্ঞান এর শ্রেণী সংখ্যা কত?

উত্তর: ৫৩০


প্রশ্ন: রসায়ন বিজ্ঞান এর শ্রেণী সংখ্যা কত?

উত্তর: ৫৪০


প্রশ্ন: চিকিৎসা বিজ্ঞান এর শ্রেণী সংখ্যা কত?

উত্তর: ৬১০


আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Post a Comment

Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.