Table of Contents
জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা এবং সহকারী লাইব্রেরীয়ান, লাইব্রেরীয়াতে সকল নিয়োগ পরীক্ষার পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০৫
Viva Question and Answer Part-05 of all Recruitment Examinations for Diploma, Graduate and Post Graduate Examinations in Library and Information Science under National University including other Universities and Assistant Librarian, Librarians
উত্তর: ১৯৮৩ সনে গণ গ্রন্থাগার অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। এর অধীনে প্রতিটি বিভাগীয় শহরে ও জেলা শহরে একটি করে গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়।
উত্তর: Luther Gulick
উত্তর: একটি গ্রন্থাগারের কাজ হলো:
১. পুস্তক নির্বাচন,
২. পুস্তক সংগ্রহ
৩. এক্সেশনিং
৪. সূচীকরণ
৫. শ্রেণীকরণ
৬. লেভেলিং
৭. সেলভিং
৮. চার্জিং
৯. ডিসচার্জিং
১০. গ্রন্থাগার সামগ্রী ছাটাই
১১. গ্রন্থাগার সামগ্রী সংরক্ষণ
১২. গ্রন্থাগার সহযোগীতা এবং
১৩. রিসোর্স শেয়ারিং
উত্তর: যথা-
১. পুস্তকের নির্দিষ্ট জায়গায় শিপিং করতে হয়
২. বুক পকেট লাগাতে হয়
৩. বুক কার্ড লাগাতে হয়
৪. ডিউ ডেট স্লিপ লাগাতে হয় এবং
৫. পুস্তকের স্পাইনে কল নম্বর লাগাতে হয়।
উত্তর: যথা- 1. Dusting & Clearing, 2. Binding, 3 Lamination, 4. Shiffoning 5. Reproduciton, 6. Fumigation, 7. Degitaization, 8. Air conditioning
উত্তর: ২ প্রকার। যথা-১) বুক মেটারিয়াল, ২) নন বুক মেটারিয়াল
উত্তর : যথা- নথিপত্র, বইপত্র, সংবাদপত্র, সাময়িকী, পাণ্ডুলিপি, বর্ষপঞ্জি, নির্দেশপঞ্জি, গেজেটিয়ার এবং ভূচিত্রাবলী।
উত্তর: যেমন: ফিলা, মাইক্রোফিল্ম, মাইক্রোফিস, ফনোগ্রাফ, রেকর্ড, ক্যাসেট, স্লাইড, ডিস্ক, সিডি পেনড্রাইভ ইত্যাদি।
উত্তর: ৪টি। যথা- ১। প্রশাসন শাখা (Administration section) ২। কারিগরি শাখা (Technical Section) ৩। পাঠক সেবা শাখা (reader Service Section), B বিশেষ সেবা শাখা (Special Service Section)
উত্তর: ১) ই-বুক, ২) আই-বুক, ৩) ই-জার্নাল, ৪) পত্রিকা, ৫) অনলাইন অভিধান, ৬) অনলাইন বিশ্বকোষ, ৭) ডিজিটাল ছবি ৮) ই-রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ইত্যাদি।
উত্তর: 1. Day book system, 2. Ledger system, 3 Dummy, 4. Indicator System, 5. Temporary system, 6. Card System
উত্তর: 1. The Browne Charging System, 2. The Newark Charging System, 3. The Detroit Charging System, 4. The Dick Man book Charging system, 5. Photo Charging System, 6. Audio Charging System, 7. Double Call Slip Charging System, 8. Accession number Charging System
উত্তর: আমেরিকার বোস্টনে অবস্থিত Library Browne এর গ্রন্থাগারিক Nina E Brone ১৮৯৫ সালে এ পদ্ধতি উদ্ভাবন করেন। তার নামানুসারে একে The Brown Charging System বলা হয়। এ পদ্ধতি গ্রন্থাগারে চালু করতে Date Due Slip, Book Pocket, Book Card, Borrowers Card, Register Card, Date Slip ইত্যাদি প্রয়োজন হবে।
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত Newark Public Library তে ১৯০০ খ্রীষ্টাব্দে এ পদ্ধতি উদ্ভব হয়। এ পদ্ধতি গ্রন্থাগারে চালু করতে হলে Registration File, Borrowers Card, Book Card, Book Pocket, Date Slip, Register book, Paper ইত্যাদির প্রয়োজন হয়।
উত্তর: গ্রন্থাগার বিজ্ঞানের প্রধান প্রধান কাজ সমূহ নিম্নরূপ:
১. গ্রন্থাগার সম্পদ সংগ্রহের পরিকল্পনা করা
২. গ্রন্থাগার সম্পদেরর রক্ষণাবেক্ষণ করা
৩. তথ্য সংগ্রহ ও তার তত্ত্বাবধান
৪. ব্যবহারকারীর আগ্রহ তৈরী করা
৫ . প্রতিবন্ধকতার দূরীকরণ করা
৬. মানবসম্পদ সঠিকভাবে পরিচালনা করা ইত্যাদি।
উত্তর: ৬ ভাগে ভাগ করা হয়। যথা-
1. Library
2. Documentation center
3. Clearing center/house
4. Prefer/Center
5. Information Center
6. Data Center
উত্তর: চার প্রকার যথা-
১. প্রশাসনিক সেবা বা Administrative Service
২. কারিগরি বা টেকনিক্যাল সেবা
৩. পাঠকসেবা (Reader Service)
৪. বিশেষ সেবা (Special Service)
উত্তর: ১. প্রতিষেধক বা Preventive Unit
২. পন ব্যবস্থা (Fumigation Unit)
৩. মেরামত (Repairing and Maintenance Unit)
৪. লেমিনেশন (Lamination Unit)
৫. বই বাধাই (Book Binding Unit)
উত্তর: ২ প্রকার। যথা- 1. Circulation Section 2. Reference Service
উত্তর:
1. Membership Section
2. Catalogue
3. Reader Guide
4. Circulation Counter
5. Reader Room
6. Library Extension service
7. Load Service
উত্তর:
1. Book Display
2. Reference Section
3. Information Center
4. Xerox and micro copying
5. Periodical Section
6. Note book material section
7. Photocopy section
উত্তর: কোন প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বিগত বৎসর, বর্তমান বৎসর ও আগামী বৎসরের সম্পুর্ন হিসাবের একিট বাৎসরিক খতিয়ান প্রণয়নকেই বাজেট বলা হয়।
উত্তর: একটি গ্রন্থাগারের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীকে গ্রন্থাগার কর্মী বলা হয়।
উত্তর: গ্রন্থাগার কর্মী ৪ প্রকার যথা-
১. পেশাদার কর্মী
২. আধাপেশাদার কর্মী
৩. করনিক
৪. অদক্ষ শ্রমিক
উত্তর: গ্রন্থাগার আইন হল এমন একটি নীতিমালা যার মাধ্যমে গ্রন্থাগারের প্রতিষ্ঠা, উন্নয়ন ও সংরক্ষণকে সুনিশ্চিত করে থাকে।
উত্তর:
১. সংগ্রহকরা
২. প্রকরণ করা
৩. বিন্যাস করা
৪. তথ্যসেবা নিশ্চিত করা
৫. প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণ
৬. অপ্রয়োজনীয় সামগ্রী ছাটাই
৭. ধার সেবা প্রদান করা
৮. নির্দেশনা সেবা প্রদান করা
৯. পাঠক সেবা নিশ্চিত করা
১০. বছর শেষে Stock verification করা
১১. টেকনিক্যাল সেবা প্রদান করা
১২. পুস্তক প্রদর্শনী করা
১৩. কর্মশালা সেমিনার, সিম্পোজিয়াম করা
১৪. পেশাগত প্রশিক্ষণ প্রদান
১৫. CAS ও SDI সেবা প্রদান করা
১৬. অনুবাদ করা
১৭. বাজেট পেশ করা
১৮. আন্তগ্রন্থাগার লেনদেন সেবা প্রদান করা
উত্তর: ALA (American Library Association) ১৮৭৬ সালে প্রকাশ করে।