Class 2 English For Today New Textbook and TG Guide 2024 PDF - ২য় শ্রেণির ইংরেজি নতুন পাঠ্যবই ও গাইড বই ২০২৪ পিডিএফ

Class 2 English For Today New Textbook and TG Guide 2024 PDF, ২য় শ্রেণির ইংরেজি নতুন পাঠ্যবই ও গাইড বই ২০২৪ পিডিএফ
Join Telegram for More Books
Table of Contents
Class 2 English For Today New Textbook and TG Guide 2024 PDF - ২য় শ্রেণির ইংরেজি নতুন পাঠ্যবই ও গাইড বই ২০২৪ পিডিএফ

Class Two English For Today New Textbook and TG Guide 2024 PDF - দ্বিতীয় শ্রেণির ইংরেজি নতুন পাঠ্যবই ও গাইড বই ২০২৪ পিডিএফ

ইংরেজি পাঠ্যবই - গাইড বই - শিক্ষক সহায়িকা পিডিএফ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৪ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক ইংরেজি

নির্দেশনা

আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তর থেকেই বিদ্যালয়ে ইংরেজি শেখানো বাধ্যতামূলক করা হয়েছে যেন ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ইংরেজি ভাষা ব্যবহার করে এই ভাষার চারটি দক্ষতা অর্জন করতে পারে, অর্থাৎ শিক্ষার্থীরা ইংরেজি শুনে বুঝতে পারে এবং ইংরেজি বলতে, পড়তে ও লিখতে পারে। এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্বায়ানের এই যুগে বিভিন্ন পরিস্থিতিতে সহজ ও স্বাভাবিকভাবে ইংরেজি ভাষা ব্যবহার করে অপরের সঙ্গে ভাব বিনিময় করতে সক্ষম হবে।

আমাদের মনে রাখতে হবে, শিক্ষার্থীরা সে ভাষাই আয়ত্ত করতে সক্ষম হবে যে ভাষ্য তারা সব সময় তাদের চারপাশে শোনে। তাই ইংরেজি ভাষা শিখতে হলে একজন শিক্ষার্থীর জন্য প্রচুর ইংরেজি শোনা আবশ্যক। একজন শিক্ষকই পারেন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের এই সুযোগ করে দিতে।

শিক্ষক প্রতিদিনের প্রয়োজনীয় কিছু ইংরেজি কথাবার্তা যেমন greetings, farewells, command, instructions ইত্যাদি শ্রেণিকক্ষে নিয়মিত ব্যবহার করবেন এবং তার মাধ্যমে শিক্ষার্থীদের সেই সব ইংরেজি শোনা ও বলার সুযোগ করে দেবেন।

পাঠ্যপুস্তকের ছড়া, কবিতা, গল্প, কথোপকথন ইত্যাদি বেশির ভাগ বিষয়বস্তুই শিক্ষক প্রথমে জোরে জোরে স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে এবং কন্ঠস্বরের সঠিক ওঠানামা (intonation) ব্যবহার করে পড়ে শোনাবেন। শিক্ষার্থীরা তা অনুসরণ করে বলার মাধ্যমে উল্লিখিত বিষয়গুলো আয়ত্ত করতে পারবে।

English For Today পাঠ্যপুস্তকের পাঠভিত্তিক শিখন-শেখানো কার্যাবলি শ্রেণিকক্ষে কার্যকর করার সময় শিক্ষার্থীরা যেন পরস্পর বিভিন্নভাবে interact করতে পারে, শিক্ষক তা অবশ্যই নিশ্চিত করবেন। এই উদ্দেশ্যে শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে pairwork, groupwork, chain drill, role play ইত্যাদি করাবেন।

অনেক সময় শিক্ষকের মনে প্রশ্ন জাগে যে ক্লাসে কতখানি বাংলা ব্যবহার করা যাবে। শিক্ষকদের মনে রাখা প্রয়োজন, যিনি শ্রেণিকক্ষে যতবেশি ইংরেজি বলবেন, শিক্ষার্থীরা ততবেশি ইংরেজি শুনবে ও তা আয়ত্ত করতে সক্ষম হবে। তবে অনেক সময় দেখা যায় যে, শিক্ষকের ইংরেজিতে বলা নির্দেশনা শিক্ষার্থীরা বুঝতে পারছে না। তখন শিক্ষক একবার বাংলায় পরিস্কারভাবে বুঝিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে একই নির্দেশনা অবশ্যই ইংরেজিতে পুনরাবৃত্তি করবেন। এর ফলে বাংলায় যা বলা হলো তা ইংরেজিতে যে ওইভাবে বলা যায়, শিক্ষার্থীরা নিজের অজান্তেই বুঝতে শিখবে।

২য় শ্রেণির ইংরেজি বিষয়ের যে ইউনিটে ক্লিক করবেন সেটার পিডিএফ সামাধান ওপেন হবে, অতপর ⋮ মেনু থেকে ডাউনলোড করতে পারবেন।

২য় শ্রেণির ইংরেজি বই ইউনিট ভিত্তিক সমাধান

ইংরেজি স্কুলের পাঠ্যবই English For Today School Textbook
ইংরেজি মাদ্রাসা পাঠ্যবই English For Today Madrasha Textbook
ইংরেজি ইংরেজি ভার্সন English For Today English Version
ইংরেজি শিক্ষক সহায়িকা English For Today Teacher Guide (TG)

Class 2 New Curriculums Textbook, TG Guide, Suggestions etc. PDF for Join WhatsApp Class 2 Studies Group - ২য় শ্রেণির নতুন পাঠ্যবই, শিক্ষক সহায়িকা, গাইড বই, সাজেশন ইত্যাদি পিডিএফ পেতে হোয়াটস্‌এ্যাপে ২য় শ্রেণির স্টাডিজ গ্রুপে জয়েন করুন

আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Post a Comment

Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.