ফাযিল স্নাতক ১ম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf

ফাযিল স্নাতক প্রথম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf
Join Telegram for More Books
Table of Contents
ফাযিল স্নাতক ১ম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf

ফাযিল স্নাতক ১ম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাংলাদেশের সকল ফাযিল/আলিয়া মাদ্রাসার ফাযিল বিটিআইএস/বিএ গ্রুপের ফাযিল স্নাতক প্রথম বর্ষ সিলেবাস

ফাযিল স্নাতক প্রথম বর্ষে প্রতিটিতে ১০০ করে মোট ৪০০ নম্বরের ৪টি বিষয় থাকবে। সেগুলো হলো-

ক্রমিকবিষয়নম্বর
উলূমুল কুরআন ওয়াল হাদীস প্রথম পত্র (তাফসীর) ১০০
উলূমুল কুরআন ওয়াল হাদীস দ্বিতীয় পত্র (আল হাদীস ও উসূলুল হাদীস) ১০০
উলূমুল কুরআন ওয়াল হাদীস তৃতীয় পত্র (আল আকাইদ আল ইসলামিয়্যাহ) ১০০
বাংলা (আবশ্যিক) চতুর্থ পত্র ১০০

১) উলূমুল কুরআন ওয়াল হাদীস প্রথম পত্র (তাফসীরুল কুরআন) কোড-১০১ এর পাঠ্যবিষয়

  • ক. তাফসীর জালালাই: সূরা আন-নূর, সূরা ইয়াসীন, সূরা আল-ফাতহ, সূরা আল-হুজুরাত, সূরা আর-রাহমান এবং ৩০তম পারার সম্পূর্ণ তাফসীর।
  • খ. রাওয়ায়েল বায়ান ফী তাফসীরে আয়াতিল আহকাম: আন নাসলু ফিল কুরআন, তাহরীমুল খামরে ওয়াল মারসির, ইতেঝালুন নিসা ফিল মাহীয, আররিরা, জারীমাতুল কাতলে ওরা জাযাউহা, হাদ্দুস সারাকাতে ওয়া কাতউত তারীক।
  • গ. উলূমুল কুরআন: সংজ্ঞা, নুযূলুল কুরআন, অহী, তাফসীর-তাবীল, ইজাযুল কুরআন, জামউল কুরআন, ইলমুত তাফসীরের সংক্ষিপ্ত ইতিহাস এবং মুফাসসিরের শর্তাবলি।
  • ঘ. আল কুরআনের আলোকে ইসলামী আদর্শ ও মূল্যবোধ: পরিবার ও পারিবারিক জীবন, নারীর অধিকার, খেলাফত, সন্ত্রাস-মাদকাসক্তি, তাকওয়া, ইসলামী ভ্রাতৃত্ব, মানবাধিকার প্রতিবেশীর হক।
ফাযিল স্নাতক ১ম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf
নির্বাচিত গ্রন্থাবলি
  1. তাফসীর জালালাইন- আস সুয়ূতী
  2. রাওয়ায়েউল বায়ান ফী তাফসীরে আয়াতিল আহকাম- মুহাম্মদ আলী আসসাবুনী
  3. আততিবইয়ান কী উলূমিল কুরআন - মুহাম্মদ আলী আসসাবুনী
  4. মিনহাজুল মুসলিম- আবু বকর আল জাযায়েরী

২) উলূমুল কুরআন ওয়াল হাদীস দ্বিতীয় পত্র (হাদীস ও উসূলুল হাদীস) কোড-১০২ এর পাঠ্যবিষয়

  • ক. মিশকাতুল মাসাবীহ: কিতাবুয যাকাত, কিতাবুস সাওম, কিতাবুল মানাসিক, কিতাবুল বুধ এবং কিতাবুন নিকাহ।
  • খ. হিফযুল হাদীস: দাওয়াত, জেহান, সবর, ইহসান, আখলাক, মানবাধিকার, সুদ, ঘুষ, আমানত ও হিজাব। (প্রতিটি বিষয় থেকে ৫টি করে হাদীস মুখস্থ করতে হবে)
  • গ.উসূলুল হাদীস: উসুলুল হাদীস পরিচিতি, আলোচ্য বিষয়, উদ্দেশ্য, উৎপত্তি ও ক্রমবিকাশের সংক্ষিপ্ত ধারা। হাদীসের পরিচয়, আল কুরআনে বিভিন্ন অর্থে হাদীস শব্দের ব্যবহার, কুরআন ও হাদীসের মধ্যে পার্থক্য, সুন্নাত, খবর ও আমার পরিচিতি।
  • হাদীসের বিভিন্ন পরিভাষা ও প্রকারভেদ: মুতাওয়াতির, মাশহুর, মুস্তাফিয, আযীয, গরীব, সহীহ, হাসান, যয়ীফ, মারফ‚, মাওযু', মাওক‚ফ, মাকত‚, মুনকাতি, মুরসাল, মুদাল্লাস, মুয়াল্লাক, মাতরূক, মুনকার, মারূফ, মুয়াল্লাল, মুদরাজ, মাকবুল, মুনতারিব, মাহফ‚য, শায।
  • হাদীস সংকলনের ইতিহাস: হিজরী প্রথম শতকে হাদীস সংকলন, হিজরী দ্বিতীয় শতকে হাদীস সংকলন, হিজরী তৃতীয় শতকে হাদীস সংকলন, সিহাহ সিত্তার ইমামগণের সংক্ষিপ্ত জীবনী ও তাদের কিতাবের বৈশিষ্ট্যাবলি। সনদ ও মতন পরিচিতি, সনদের গুরুত্ব, সাহাবী ও তাবেয়ী পরিচিতি, রাবী বা বর্ণনাকারীদের বিভিন্ন স্তর বিন্যাস, অধিক সংখ্যক হাদীস বর্ণনাকারী সাহাবীদের নামের তালিকা।
  • হাদীসের মর্যাদা ও অবস্থান: ইসলামী শরীয়তে হাদীসের মর্যাদা ও অবস্থান, সুন্নাহ-এর প্রমাণ সম্পর্কে আল কুরআনের ভাষা, কুরআন ও হাদীসের পার¯পরিক সম্পপর্ক।
ফাযিল স্নাতক ১ম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf
নির্বাচিত গ্রন্থাবলি
১. মিশকাতুল মাসাবীহ - ওয়ালিউদ্দীন তিবরিযী
২. তাইসীরু মুসতালাহিল হাদীস - ড. মাহমুদ আত তহহান

৩) উলূমুল কুরআন ওয়াল হাদীস তৃতীয় পত্র (আল আকাইদ আল ইসলামিয়্যাহ) কোড-১০৩ এর পাঠ্যবিষয়

  • ক. আকিদা: 'আকিদা' পরিভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ, ঈমান, ইসলাম ও আকিদার সংজ্ঞা, আকিদা বিষয়ক অন্যান্য পরিভাষা, আকিদার উৎস ও গুরুত্ব, আকিদা বিষয়ক গ্রন্থাবলি।
  • খ. আরকানুল ঈমান: আল্লাহর প্রতি ঈমান, তাওহীদের সংজ্ঞা ও প্রকারভেদ। রিসালাতের প্রতি ঈমান, মুহাম্মদ (দ.)-এর পরিচয়, মর্যাদা, মিরাজ ও অন্যান্য মুজিয়া, তাঁর নবুয়তের সর্বজনীনতা, খাতমুন নুবুওয়াত, আনুগত্য, অনুকরণ, ভালোবাসা, আহলু বাইত, সাহাবা। অন্যান্য নবী-রাসুলের প্রতি ঈমান, ইসমাতুল আম্বিয়া, মুজিযা, কারামত, ইসতিদরাজ। কিতাবসমূহের প্রতি ঈমান আল কুরআন ও অন্যান্য আসমানী কিতাব। মালাইকা বা ফেরেশতাগণের প্রতি ঈমান। আখেরাতের প্রতি ঈমান, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, সিরাত, হাউয, শাফায়াত, আশরাতুস সায়া (কেয়ামতের পূর্বাভাসসমূহ) ইত্যাদির প্রতি ঈমান। তাকদীরের প্রতি ঈমান।
  • গ. নাওয়াকিফুল ঈমান (ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ): শিরক, কুফর, নেফাক, সমাজে প্রচলিত বিভিন্ন প্রকারের শিরক, কুফর ও নেফাক। কুফর বনাম তাকফীর। বিদয়াত পরিচয় ও ক্রমবিকাশ।
  • ঘ. ইফতিরাক (আকিদাগত বিভাজন): কারণ ও প্রেক্ষাপট, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পরিচয়, আহলুস সুন্নাতের আকিদা ব্যাখ্যায় ইমামগণের অবদান, বিভ্রান্ত দল-উপদলসমূহ, তাদের মতাদর্শ ও ইতিহাস।
ফাযিল স্নাতক ১ম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf
নির্বাচিত গ্রন্থাবলি:
১) আল ফিকহুল আকবার - ইমাম আবু হানীফা (র),
২) শারহুল আকীদাহ আত তাহাবিয়্যাহ - ইবনু আবিল ইযয হানাফী,
৩) শারহুল আকাইদ আন নাসাফিয়্যাহ - আল্লামা তাফতাযানী (র)

৪) বাংলা (আবশ্যিক) কোড-১০৪ এর পাঠ্যবিষয়

ক. সাহিত্য: ১) নির্বাচিত প্রবন্ধ:
  • ক) বাঙ্গালা ভাষা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ) সভ্যতার সংকট - রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ) যৌবনে দাও রাজটিকা - প্রমথ চৌধুরী
  • ঘ) বিদায় হজ - মোহাম্মদ আকরম খাঁ
  • ঙ) সংস্কৃতি কথা - মোতাহের হোসেন চৌধুরী
  • চ) রাজবন্দীর জবানবন্দী - কাজী নজরুল ইসলাম
২) নির্বাচিত গল্প:
  • ক) একরাত্রি - রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ) পুঁই মাচা - বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায়
  • গ) হুযুর কেবলা - আবুল মনসুর আহমদ
  • ঘ) পাদটীকা - সৈয়দ মুজতবা আলী
  • ঙ) একটি তুলসি গাছের কাহিনী - ড. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • চ) পথ জানা নাই - শামসুদ্দীন আবুল কালাম
৩) নির্বাচিত কবিতা:
  • ক) যে সবে বঙ্গেত জন্মি - আবদুল হাকিম
  • খ) খাঁচার ভিতর অচিন পাখী - লালন শাহ
  • গ) বঙ্গভাষা - মাইকেল মধুসুদন দত্ত
  • ঘ) ঐকতান - কাজী নজরুল ইসলাম
  • ঙ) মোর্হরম - কাজী নজরুল ইসলাম
  • চ) বনলতা সেন - জীবনানন্দ দাশ
  • ছ) এ গাঁও ও গাঁও - জসীমউদ্দীন
  • জ) সাত সাগরের মাঝি - ফররুখ আহমদ
  • ঝ) স্বাধীনতা তুমি - শামসুর রাহমান
খ. বাংলা ভাষার প্রয়োগ বিধি:
১. ভাষা শিক্ষা
  • (ক) বাংলা বানান রীতি। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। বানানের অশুদ্ধি সংশোধন।
  • (খ) ভাষা রীতি সাধু চলিত ও কথ্য।
  • (গ) বাংলা ব্যাকরণ (নির্বাচিত প্রসঙ্গ): শব্দ ও পদ, শব্দগঠন প্রক্রিয়া (বিভক্তি ও বচন, সন্ধি ও সমাস, উপসর্গ ও প্রত্যয়)
  • (ঘ) অনুবাদ : ইংরেজি থেকে বাংলা
২. প্রবন্ধ রচনা। ফাযিল স্নাতক ১ম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf


আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Post a Comment

Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.