Table of Contents
Class Two Akaid o Fiqah New Textbook and TG Guide 2024 PDF - দ্বিতীয় শ্রেণির আকাইদ ও ফিকহ নতুন পাঠ্যবই ও গাইড বই ২০২৪ পিডিএফ
আকাইদ ও ফিকহ পাঠ্যবই - গাইড বই - শিক্ষক সহায়িকা পিডিএফ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০১৩ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক আকাইদ ও ফিকহ
শিক্ষক নির্দেশিকা
আকাইদ ও ফিকহ বিষয়টি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বিষয়টি আকিদা ও আমল সম্পর্কিত। শৈশবে অন্তরে যে বিশ্বাস গ্রোথিত হয় এবং আমলের যে অভ্যাস গড়ে ওঠে তা ভবিষ্যত জীবনে মানুষের চলা-ফেরা, আচার-আচরণ ও কাজ-কর্মে মূর্ত হয়ে ওঠে। তাই শিক্ষার্থীদের আকাইদ ও ফিকহ পাঠদানে সবিশেষ গুরুত্ব দেওয়া বাঞ্ছনীয়। একজন অভিজ্ঞ শিক্ষক হিসেবে আপনার জানা আছে কোন পদ্ধতিতে কচি- কাঁচাদের আকিদা ও আমলের বিষয়গুলো বুঝিয়ে দিবেন এবং তাদের বাস্তব জীবনে এগুলো কার্যকরি করার অভ্যাস গড়ে তোলার প্রয়াস চালাবেন। তবুও এখানে আমরা কিছু পরামর্শ উপস্থাপন করছি।
- আকাইদ ও ফিকহ বিষয়টির প্রথম ও দ্বিতীয় অধ্যায় 'আকাইদ', তৃতীয় ও চতুর্থ অধ্যায় 'ফিকহ' এবং পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় 'আখলাক ও দোআ' এ তিনটি অংশে বিভক্ত। তিনটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকাইদ অংশে সন্নিবেশিত ইমানের মৌলিক বিষয় তথা কালিমাগুলো সহিহ উচ্চারণে শিক্ষার্থীদের মুখস্থ করাবেন। তাওহিদের বিষয়টি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার সৃষ্টি ও কুদরতের বিভিন্ন নিদর্শন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারেন। এতে তারা বিষয়টি সহজে বুঝতে পারবে।
- ফিকহ অংশের বিষয়গুলো মুখস্থ করানোর সাথে সাথে হাতে-কলমে দেখিয়ে দিবেন। যাতে অজু, গোসল, তায়াম্মুম ও সালাতের পদ্ধতি প্রত্যেক শিক্ষার্থী যথাযথভাবে শিখতে পারে এবং বাস্তব জীবনে আমল করতে পারে।
- চারিত্রিক গুণ সৃষ্টির জন্য পঞ্চম অধ্যায়ে যেসব বিষয় সন্নিবেশিত হয়েছে সেগুলো বিভিন্ন উদাহরণ ও বাস্তব ঘটনার মাধ্যমে বুঝানোর চেষ্টা করবেন এবং নিজ জীবনে তা প্রয়োগ করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করবেন।
- ষষ্ঠ অধ্যায়ের প্রয়োজনীয় দোআসমূহ সহিহ উচ্চারণে মুখস্থ করাবেন এবং দৈনন্দিন জীবনে সেগুলো কার্যকর হচ্ছে কিনা তার খোঁজ-খবরও নিবেন।
- নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য নির্দেশ (যেমন টিক চিহ্ন দাও) লেখা থাকলেও পাঠ্যপুস্তকে শিক্ষার্থীদের লিখতে নিষেধ করাই ভালো। সকল প্রশ্নের উত্তর তাদেরকে পৃথক খাতায় লিখতে বলবেন।
- যে বিষয়টি পড়ানো হবে পূর্বেই তা পড়ে নিলে ভালো হয়। এতে পাঠ উপস্থাপন সহজ হবে।
আকাইদ ও ফিকহ সূচিপত্র
আকাইদ বিভাগ
- ১ম অধ্যায় - ইমান
- পাঠ-১ : ইমানের পরিচয়
- পাঠ-২ : আল্লাহ তাআলার পরিচয়
- পাঠ-৩ : কালিমা তায়্যিবা
- পাঠ-৪ : কালিমা শাহাদাত
- পাঠ-৫ : ইমানে মুজমাল
- ২য় অধ্যায় - নবি-রাসুল, আসমানি কিতাব ও ফেরেশতা
- পাঠ-১ : প্রথম নবির পরিচয়
- পাঠ-২ : সর্বশেষ নবি ও রাসুল
- পাঠ-৩ : প্রধান চারটি আসমানি কিতাব
- পাঠ-৪ : প্রধান চারজন ফেরেশতা
ফিকহ বিভাগ
- ৩য় অধ্যায় - তাহারাত ও অজু
- পাঠ- : তাহারাতের অর্থ ও উপকারিতা
- পাঠ-২ : অজু
- পাঠ-৩ : পরিচ্ছন্নতা ও পবিত্রতা
- ৪র্থ অধ্যায় - আজান
- পাঠ-১ : আজানের পরিচয়
- পাঠ-২ : আজানের বাক্য
- পাঠ-৩ : আজানের দোআ ও জবাব
- ৫ম অধ্যায় - সালাত
- পাঠ-১ : সালাতের সময়
- পাঠ-২ : সালাতের রাকাত সংখ্যা
- পাঠ-৩ : সালাত আদায়ের নিয়ম
আখলাক ও দোআ বিভাগ
- ৬ষ্ঠ অধ্যায় - আখলাক
- পাঠ-১ : আখলাকে হাসানাহ
- পাঠ-২ : সালাম
- পাঠ-৩ : মুসাফাহা
- পাঠ-৪ : সত্য কথা বলা
- পাঠ-৫ : ওয়াদা পালন
- ৭ম অধ্যায় - দোআ
- পাঠ-১ : ইনশা-আল্লাহ এর ব্যবহার
- পাঠ-২ : নাউজুবিল্লাহ এর ব্যবহার
- পাঠ-৩ : ইন্না লিল্লাহ এর ব্যবহার
- পাঠ-৪ : ইস্তিগফার
- পাঠ-৫ : খাওয়ার সময যে দোআ পড়তে হয়
- পাঠ-৬ : হাঁচির দোআ
- পাঠ-৭ : ঘুমানোর সময় ও ঘুম থেকে জেগে যে দোআ পড়তে হয়
Class 2 New Curriculums Textbook, TG Guide, Suggestions etc. PDF for Join WhatsApp Class 2 Studies Group - ২য় শ্রেণির নতুন পাঠ্যবই, শিক্ষক সহায়িকা, গাইড বই, সাজেশন ইত্যাদি পিডিএফ পেতে হোয়াটস্এ্যাপে ২য় শ্রেণির স্টাডিজ গ্রুপে জয়েন করুন