Table of Contents
السؤال : اكْتُبْ عَرَيْضَةً إِلى مُدِيرِ الْمَدْرَسَةِ تَطلب فيها شَهَادَةَ التَّزْكِيَةِ او حُسَنَ السَّيْرَةِ وَالسُّلوكِ -
الحالة :
إلَى مُدِيرِ الْمَدْرَسَةِ
مَدْرَسَةُ الْجَامِعَةُ الْأَحْمَدِيَّةُ السنية العالية، شِيْتا غُونَ -
الْمَوْضُوعَ : طَلَبُ شَهَادَةِ التَّزْكِية او حُسَنَ السَّيْرَةِ وَالسُّلوكِ -
الشَّيْخُ الْمُحْتَرَمُ!
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
بَعْدَ التَّحِيَّةِ الْمُبَارَكَةِ أَفَيَدُكُمْ عِلْمًا بِانّى كُنْتُ طَالِبًا فِى الصَّفَ الْعَالِم مِنْ مَدْرَسَتِكُمُ الْعَرِيقَة فِى السَّنَةِ المَاضِيةِ. وَقَدْ نَجَحْتُ فِي الاخْتِبَارِ الْمَرْكَزِيَّ لِلْعَالِمِ الْمُنْعَقِدُ عَامَ ٢:١٩م بِتَقدِيرِ ا +الآنَ أُرِيدُ الْالْتِحَاقَ بِجَامِعَة دَاكًا. لهذا أنَا فِي حَاجَةٍ مَاشَةٍ إلى شَهَادَةِ التَّذْكِيةِ / حُسنِ السيْرَةِ وَالسُّلُوكِ مِنْ جَانِبِكُمْ-
فَالْمَطْلُوبُ مِنْ سَمَا حَتِكُمْ قُبُولَ طَلَبِى هُذَا مَعَ إِعْطَاءِ شَهَادَةِ التَّركية حُسنِ السّيرَةِ وَالسّلوكِ كَيْ يُمْكِنَ لِى الالتحاق بِالْجَامِعَةِ بِالسُّهُولَة.ولكم جزيل الشكرِ وَفَائِقُ الْاِحْتِرَامِ-
المقدم
طَالِبُكُمُ المُطيع
عَبْدُ الْقَيُّوْمِ
التَّارِيخ:
প্রশ্ন : প্রশংসাপত্র বা চারিত্রিক সনদ চেয়ে অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লেখ।
বরাবরঅধ্যক্ষ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম ।
বিষয় : প্রশংসাপত্র / চারিত্রিক সনদের আবেদন।
মহোদয়,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
বরকতময় অভিবাদনের পর আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি গত বছর আপনার স্বনামধন্য মাদরাসার আলিম শ্রেণির ছাত্র ছিলাম। ২০১৯ সালে অনুষ্ঠিত আলিম কেন্দ্রীয় পরীক্ষায় আমি A+ পেয়ে উত্তীর্ণ হই। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। তাই আপনার পক্ষ থেকে আমার একটি প্রশংসাপত্র/চারিত্রিক সনদ একান্ত প্রয়োজন।
অতএব আপনার নিকট আশা যে, আমাকে প্রশংসাপত্র/চারিত্রিক সনদ প্রদান করত আমার এ আবেদন গ্রহণ করবেন, যেন আমি সহজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও উচ্চ সম্মান রইল।
নিবেদক
আপনার অনুগত ছাত্র
আবদুল কাইয়ুম
তারিখ :
আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now