Table of Contents
السُّؤال : اكْتُبْ عَرِيضَةً إِلى مُدِيرِ الْمَدْرَسَةِ تَطْلُبُ فِيهَا الرَّحْصَةَ لِخَمْسَةِ أَيَّامٍ بِغَيَابِكَ عَنِ المَدْرَسَةِ بِالْحُمّى -
الإجابة:
إلى مديرِ الْمَدْرَسَة المَدْرَسَةُ
مَدْرَسَةُ الْجَامِعَةُ الْأَحْمَدِيَّةُ السنية العالية، شِيْتا غُونَ -
الْوَاسِطَةُ : مُدَرِّسُ الصَّفِ
الْمَوْضُوعَ : طَلَبُ الرَّخْصَةِ لِخَمْسَةِ أَيَّامٍ غِبْتُ فِيهَا -
الشَّيْخُ الْمُحْتَرَمُ !
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُ
بعْدَ أَدَاءِ السَّلَامِ الْمَسْنُونِ وَوَاجِبَاتِ الاحْتِرَامٍ أَفَيْدُكُمْ عِلْمًا بِأَنِّي طَالِبُ مُوَاظِبَ فِي السَّنَةِ الثَّانِيَةِ لِلْعَالِم مِنْ مَدْرَسَتِكُمُ الشَّهِيرَةِ -
كُنتُ ذَهَبْتُ إِلَى الْبَيْتِ يَوْمَ الْجُمْعَةِ الْمَاضِيَةِ لِزِيَارَةِ أُمِي الْمُحْتَرَمَة وَكَانَتْ إِرَادَتِي اَنْ اَرْجِعَ الْمَدْرَسَةَ يَوْمَ السَّبْتِ وَلكِنْ أَصَبْتُ بِالْحُمَّى الشَّدِيدَةِ، وَلِذَا كُنْتُ غَائِبًا عَنِ الْمَدْرَسَةِ مِن ........ م إلى ........ م خَمْسَةَ أَيَّامٍ وَبَعْدَ الصَّحَّةِ حَضَرْتُ الْمَدْرَسَةَ الْيَوْمَ –
فَالرَّجَاءَ مِنْ سَمَاحَتِكُمُ الْعَالِيَةِ أَنْ تَتَكَدُّمُوا عَلَيَّ بِقُبُولِ الرُّحْصَةِ لأَيَّامِ الْغِيَابِ، وَلَكُمْ جَزِيلُ الشُّكْرِ وَفَائِق الاحترام -
الْمُقَدِّمُ
مُحمَّد عَبْدُ الْعَزِيزِ
رقم التسلسل : ٣
الصَّقُ : الْعَالِمُ
التاريخ:
প্রশ্ন : জ্বরের কারণে মাদরাসায় অনুপস্থিত পাঁচ দিনের ছুটি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লেখ ।
বরাবর
অধ্যক্ষ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম
মাধ্যম : শ্রেণিশিক্ষক
বিষয় : অনুপস্থিত পাঁচ দিনের ছুটির আবেদন ।
মহোদয়,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
মাসনুন সালাম ও যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি আপনার প্রসিদ্ধ মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের একজন নিয়মিত ছাত্র। আমি গত শুক্রবার আমার শ্রদ্ধেয় আম্মার সাথে সাক্ষাৎ করতে বাড়ি গিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল শনিবার মাদরাসায় ফেরার, কিন্তু আমি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হওয়ার কারণে ............. থেকে ............. পর্যন্ত পাঁচ দিন মাদরাসায় অনুপস্থিত ছিলাম। আরোগ্য লাভের পর আজ আমি মাদরাসায় উপস্থিত হয়েছি। অতএব আপনার সমীপে আশা যে, উল্লিখিত অনুপস্থিত দিনগুলোর ছুটি মঞ্জুর করত আমার প্রতি সদয় হবেন। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মান রইল।
নিবেদক
মুহাম্মদ আবদুল আযীয
রোল নং : ৩
শ্রেণি: আলিম
তারিখ :
অধ্যক্ষ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম
মাধ্যম : শ্রেণিশিক্ষক
বিষয় : অনুপস্থিত পাঁচ দিনের ছুটির আবেদন ।
মহোদয়,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
মাসনুন সালাম ও যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি আপনার প্রসিদ্ধ মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের একজন নিয়মিত ছাত্র। আমি গত শুক্রবার আমার শ্রদ্ধেয় আম্মার সাথে সাক্ষাৎ করতে বাড়ি গিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল শনিবার মাদরাসায় ফেরার, কিন্তু আমি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হওয়ার কারণে ............. থেকে ............. পর্যন্ত পাঁচ দিন মাদরাসায় অনুপস্থিত ছিলাম। আরোগ্য লাভের পর আজ আমি মাদরাসায় উপস্থিত হয়েছি। অতএব আপনার সমীপে আশা যে, উল্লিখিত অনুপস্থিত দিনগুলোর ছুটি মঞ্জুর করত আমার প্রতি সদয় হবেন। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মান রইল।
নিবেদক
মুহাম্মদ আবদুল আযীয
রোল নং : ৩
শ্রেণি: আলিম
তারিখ :
আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now