اكْتُبْ رِسَالَةً إِلى أُخْتِكَ الْكَبِيرَةِ تُخْبِرْهَا عَنْ نَجَاحِكَ فِي الْاِمْتِحَانِ الْمَرْكَزِي- কেন্দ্রীয় পরীক্ষায় সফলতার সংবাদ জানিয়ে তোমার বড় বোনের নিকট একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

اكْتُبْ رِسَالَةً إِلى أُخْتِكَ الْكَبِيرَةِ تُخْبِرْهَا عَنْ نَجَاحِكَ فِي الْاِمْتِحَانِ الْمَرْكَزِي- কেন্দ্রীয় পরীক্ষায় সফলতার সংবাদ জানিয়ে তোম
Join Telegram for More Books
Table of Contents
اكْتُبْ رِسَالَةً إِلى أُخْتِكَ الْكَبِيرَةِ تُخْبِرْهَا عَنْ نَجَاحِكَ فِي الْاِمْتِحَانِ الْمَرْكَزِي- কেন্দ্রীয় পরীক্ষায় সফলতার সংবাদ জানিয়ে তোমার বড় বোনের নিকট একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

السُّوَالُ  : اكْتُبْ رِسَالَةً إِلى أُخْتِكَ الْكَبِيرَةِ تُخْبِرْهَا عَنْ نَجَاحِكَ فِي الْاِمْتِحَانِ الْمَرْكَزِي- 
أو أَكْتُبْ رِسَالَةَ إِلى أُمِّكَ تُخْبِرْهَا عَنْ نَجَاحِكَ فِي الْاِمْتِحَانِ- 

الْإِجَابَة : 

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
مُحَمَّدُ قَمَرُ الزَّمَانِ
مَسْكَنُ الطُّلابِ، مَدْرَسَةُ الْجَامِعَةُ الْأَحْمَدِيَّةُ السنية العالية، ، شِيْتَا غُونغ
التاريخ :

اخْتِى/ أُمِّي الْمُحْتَرَمَةُ! 
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه

بَعْدَ السَّلَامِ الْمَسْنُونِ وَالتَّحِيَّةِ المُبَارَكَةِ أَرْجُو أَنَّكُنَّ تَعِشْنَ بِالْخَيْرِ وَالْعَافِيَةِ بِعَيْنِ اللهِ، وَأَنَا أَيْضًا بِالصّحَةِ وَالْعَافِيَةِ بِفَضْلِهِ تَعَالَى -
أُخْتِى وَالِدَتِي قَدْ مَضَى شَهْرَانِ مَا وَجَدْتُ مِنْكُنَّ رِسَالَةً وَلَا أَعْلَمُ كَيْفَ تَمْضِينَ أَوْقَاتِكُنَّ، فَلِذَا إِنِّي حَزِيْنُ جِدًّا -
إِنَّكُنَّ تعلمن اِنّى اِشْتَرَكْتُ فِى الاِمْتِحَانِ الْعَالِمِ الْمَرْكَزِي الَّذِي انْعَقَدَ . قَبْلَ ثَلَاثَةِ أَشْهُرٍ الْيَوْمَ شَاعَتْ نَتَائِجُ اِمْتِحَانِنَا وَإِنِّي نَجَمْتُ بِتَقْدِيرِا+ مَعَ الْامْتِيَانِ أَشْكُرُ اللهَ سُبْحَانَهُ وَتَعَالَى وَلَا شَلَّ أَنَّ ذلِكَ ثَمَرَةَ دُعائِكُنَّ وَدُعَاءِ اَسَاتِذَتِي وَمُسَاعَدَتِهِمْ -
سَاحْضُرُ فِي خِدْمَتِكُنَّ بَعْدَ أَسْبُوعِ إِنْ شَاءَ اللَّهُ تُبَلِغْنَ السَّلَامَ إِلَى الْكِبَارِ وَالشَّفَقَة إِلَى الصَّغَارِ-

أخُوكُنَّ  /وَلَدَكُنَّ الْعَزِيزُ 
مُحَمَّد قَمَرُ الزَّمَانِ


প্রশ্ন: কেন্দ্রীয় পরীক্ষায় সফলতার সংবাদ জানিয়ে তোমার বড় বোনের নিকট একটি পত্র লেখ । অথবা, পরীক্ষায় সফলতার সংবাদ জানিয়ে তোমার মায়ের নিকট একটি পত্র লেখ।

উত্তর:

বিসমিল্লাহির রাহমানির রাহীম
মুহাম্মদ কামারুজ্জামান
ছাত্রাবাস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম ।
তারিখ: ..................

শ্রদ্ধেয় আপা/আম্মাজান,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

মাসনুন সালাম ও মোবারক অভিবাদন বাদ, আশা করি আপনারা আল্লাহর কৃপায় ভালো ও সুস্থভাবে জীবনযাপন করছেন। আমিও আল্লাহর অনুগ্রহে সুস্থ ও ভালো আছি ।
আপা/আম্মা, দু'মাস চলে গেল আপনার কোনো চিঠি পাইনি এবং আপনারা কীভাবে সময় অতিবাহিত করছেন জানি না, তাই আমি খুব চিন্তিত।
আপনি জানেন যে, আমি তিন মাস পূর্বে অনুষ্ঠিত আলিম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আজ আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমি কৃতিত্বের সাথে A+ পেয়ে পাস করেছি। আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিঃসন্দেহে এটি আপনাদের এবং আমার শিক্ষকবৃন্দের দোয়া ও সহযোগিতার ফল।
ইনশাআল্লাহ, আমি এক সপ্তাহ পর আপনার খেদমতে হাজির হব। বড়দের প্রতি সালাম ও ছোটদের প্রতি স্নেহ পৌঁছাবেন।

আপনার প্রিয় ডাই/সন্তান
মুহাম্মদ কামারুজ্জামাन



WhatsApp Channel Join Now
Telegram Group Join Now