اكْتُبْ رِسَالَةً إِلى أَبِيكَ تُخْبرُهُ عَنْ نَجَاحِكَ فِي امْتِحَانِ الْعَالِم - আলিম পরীক্ষায় সাফল্য লাভের সংবাদ জানিয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

اكْتُبْ رِسَالَةً إِلى أَبِيكَ تُخْبرُهُ عَنْ نَجَاحِكَ فِي امْتِحَانِ الْعَالِم - আলিম পরীক্ষায় সাফল্য লাভের সংবাদ জানিয়ে তোমার পিতার নিকট একটি পত্
Join Telegram for More Books
Table of Contents
اكْتُبْ رِسَالَةً إِلى أَبِيكَ تُخْبرُهُ عَنْ نَجَاحِكَ فِي امْتِحَانِ الْعَالِم - আলিম পরীক্ষায় সাফল্য লাভের সংবাদ জানিয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

 السؤال: اكْتُبْ رِسَالَةً إِلى أَبِيكَ تُخْبرُهُ عَنْ نَجَاحِكَ فِي امْتِحَانِ الْعَالِم- 
او اكتُبْ رِسَالَةَ إِلى أَبِيكَ تُخَبِرُهُ عَنْ نَجَاحِكَ فِي الْاخْتِبَارِ النَّهَانِي لِلْعَالِم- 

الإجابة :
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ 
محمـد  شمس الإِسْلَام 
مسكن الطُّلابِ مَدْرَسَةُ الْجَامِعَةُ الْأَحْمَدِيَّةُ السنية العالية،شِيْتَا غُونغ.
رَقَمُ الْغُرْفَة : ٢١٢
التَّارِيخ :

أَبِي الْمُحْتَرمُ!
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُ 

بَعْدَ السَّلَامِ الْمَسْنُونِ وَالتَّحِيَّةِ الْمُبَارَكَةِ اتْمَنَّى أَنَّكُمْ بِخَيْرٍ وَعَافِيَةٍ. بِعَوْنِ اللهِ تَعَالَى وَأَنَا أَيْضًا الْحَمْدُ لِلَّهِ فِي حَالَةٍ طَيِّبَةٍ وَالِدِي الْمُكَرَمُ انْتُمْ تَعْلَمُونَ اِنّى اِشْتَرَكْتُ فِي امْتِحَانِ الْعَالِمِ الْمُنْعَقَدُ بتاريخ .. اَلْيَوْمَ شَاعت ْ نَتَائِجُ اِمْتِحَانِنَا وَإِنِّي نَجَحْتُ بِتَقْدِيرِ ا+ مَعَ الامتياز. وَلِلّهِ الشُّكْرُ لِهَذَا الْفَلَاحِ أَظُنُّ إِنَّ هَذِهِ الثَّمَرَةَ الْفَائِقَةُ  قَدْ يَلْتُ بِبَرَكَةِ دُعَائِكُمُ الْمُسْتَجَابَةِ وَدُعَاءِ اَسَاتِذَتِي الْمُكَرَمِينَ. وَإِنَّى إِنْ شَاءَ الله أَحْضُرُ فِي خِدْمَتِكُمْ بَعْدَ نِصْفِ شَهْرٍ
تبلغُونَ السَّلَامَ إِلَى الْكِبَارِ وَالشَّفْفَةَ عَلَى الصَّغَارِ-

ولَدُكُمُ الْمُطِيعُ 
مُحَمَّدٌ شَمْسُ الْإِسْلَامِ


প্রশ্ন : আলিম পরীক্ষায় সাফল্য লাভের সংবাদ জানিয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখ। 
অথবা, আলিম সমাপনী পরীক্ষায় সাফল্য লাভের সংবাদ জানিয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখ।

উত্তর:

বিসমিল্লাহির রাহমানির রাহীম
মুহাম্মদ শামসুল ইসলাম
ছাত্রাবাস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম ।

শ্রদ্ধেয় আব্বাজান,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

মাসনুন সালাম ও মোবারক অভিবাদন বাদ, আশা করি আপনারা মহান আল্লাহর মেহেরবানিতে ভালো ও সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বাজান, আপনি অবগত আছেন যে, আমি.............. তারিখে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আজ আমাদের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আমি কৃতিত্বের সাথে A+ পেয়ে পাস করেছি। এ সফলতার জন্য আমি আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমি মনে করি, এ শ্রেষ্ঠ ফলাফল আমি অর্জন করতে সক্ষম হয়েছি আপনাদের ও সম্মানিত শিক্ষকমণ্ডলীর দোয়ার বরকতে। ইনশাআল্লাহ অর্ধমাস পর আমি আপনাদের খেদমতে উপস্থিত হব। বড়দের প্রতি সালাম ও ছোটদের প্রতি স্নেহ পৌঁছাবেন।

আপনাদের অনুগত সন্তান 
মুহাম্মদ শামসুল ইসলাম


আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Post a Comment

Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.