Table of Contents
Utha Do Parda Dikha Do Chehra
Write by Alahazrat Imam Ahmed Raza Khan
Utha Do Parda Dikha Do Chehra Ke Noore Baari Hijab Me Hai
Zamana Taarik Ho Raha Hai Ki Mehr Kab Se Nikaab Me Hai
উঠা দো পর্দা দেখা দো চেহরা
ইমাম আলা হযরত ইমাম আহমদ রেজা (رحمة الله)
উঠা দো পর্দা দেখা দো চেহরা কেহ নূরে বারী হেজাব মেঁ হ্যায়,
যমানা তারীক হাে রাহা হ্যায়,কেহ মেহরে কবসে নেকাব মেঁ হ্যায়॥
নেহী উসহ মীঠী নেগাহ ওয়ালা,খােদা কী রহমত হ্যায় জলওয়া ফরমা,
গযব সে উনকে খােদা বাচায়ে জালালে বারী এতাব মেঁ হ্যায়॥
জলী জলী বু সে উসকী পয়দা,হ্যায় সােযিশে ইশকে চশমে ওয়ালা,
কাবাবে আহু মে ভী না পায়া মযা জু দিলকী কাবাব মেঁ হ্যায়॥
উনহী কী বু মাইয়ায়ে সমন হ্যায়,উনহী কা জলওয়া চমন চমন হ্যায়,
উনহী সে গুলশান মেহেক রহে হ্যায়ঁ উনহী কী রঙ্গত গুলাব মেঁ হ্যায়॥
তেরী জলো মে হ্যায় মাহে তায়বা, হেলাল হার মর্গ ও যিন্দেগী কা,
হায়াত জাঁ কা রেকাব মেঁ হ্যায় মামাত আ’দা কা ডাব মেঁ হ্যায়॥
সিয়া লিবাসানে দারে দুনিয়া ও সবযে পােশানে আরশে আ’লা,
হার এক হ্যায় উনকে করম কা পিয়াসা ইয়ে ফয়যে উনকী জনাব মেঁ হ্যায় ॥
উঅহ গুল হ্যায় লবহায়ে নাযুক উনকে, হাযারাে ঝড়তে হ্যায় ফুল জিন সে,
গুলাব গুলশান মে দেখে বুলবুল ইয়ে দে-খ গুলশান গুলাব মেঁ হ্যায়॥
জলী হ্যায় সােযে জিগর সে জাঁ তক, হ্যায় তালেবে জলওয়ায়ে মােবারক,
দেখা দো উঅহ লব কেহ্ আবে হায়ওয়াঁ কা লুৎফ জিনকে খেতাব মেঁ হ্যায়॥
খাড়ে হ্যায়ঁ মুনকার নকীর সর পর না কোয়ী হামী না কোয়ী আ-ওয়ার,
বাতাদো আ’কর মেরে পয়াম্বর কেহ্ সখ্ত মুশকিল জওয়াব মেঁ হ্যায় ॥
খােদায়ে কাহহার হ্যায় গযব পর,খুলে হ্যাঁয় বদ কারীয়োঁ কে দফতর,
বাচালাে আ'কর শফীয়ে মাহশর তুমহারা বান্দা আযাব মেঁ হ্যায়॥
করীম এ্যয়সা মিলা কেহ্ জিসকে খুলে হ্যাঁয় হাথ আওর ভরে খাযানে,
বাতাও এ্যায় মুফলেসাে কেহ্ ফির কিউঁ তুমহারা দিল ইদতিরাব মেঁ হ্যায়॥
গুনাহ কী তারীকিয়াঁ ইয়ে ছুপা'য়ে আমন্ড কে কালী ঘটায়ে আ-য়েঁ,
খােদা কে খােরশীদ মেহর ফরমা কেহ যররা বস ইদতিরাব মে হ্যাঁয়॥
করীম আপনে করম সদকা,লঈম বে কদর কো না শরমা,
তু আউর রেযা সে হেসাব লে'না রেযা ভী কোঈ হেসাব মে হ্যাঁয় ॥
-----------------------------------------
বাংলা কাব্যানুবাদ
উঠাও পর্দা, দেখাও সে চেহারা, খােদার জ্যোতি সে রয়েছে পর্দায়,জগত আধারে ডুবে ডুবে হায়,কতকাল আর চাঁদ চেহারী লুকায়॥
নহে সে নিছক দয়ারই দৃষ্টি, খােদারই রহমত এ মূর্ত সৃষ্টি,
গজব হতে তাঁর বাচাঁও এ সৃষ্টি,কেননা তায় খােদ খােদা ক্ষেপে যায়॥
পড়ে যাওয়া বাস্প হতে পয়দা, সে চোখ ওয়ালার প্রেমের ব্যথা,
কাবাব হরিণের অত না মজা, দিলের কাবাবে যে স্বাদ পাওয়া যায় ॥
ফুলের পুঁজি কি তাঁরই সে সৌরভ, রূপচ্ছটা তাঁর বসন্তে গৌরব,
তাঁরই করুণা বাগানে বৈভব,তাঁরই রূপে ফুল রাঙ্গা বাগিচায়॥
মাদিনারই চাঁদ তােমারই কব্জায়, ধরা আছে জান, থাকে কিবা যায়,
তােমারই অশ্বের রেকাবে প্রাণ হায়, মরণ শত্রুর সেও এ কব্জায় ॥
কালাে পােষাকে এ দুনিয়াওয়ালা কী আরশে সবুজ লেবাসওয়ালা,
সবার আছে তাঁর দয়ার পিয়াস, চরণে যায় যে করুনা সেই পায়॥
সে পুষ্পসম কোমল দু'ঠোটে হাজারাে পুষ্প ঝরে ও ফোটে,
কাননে ফুল তাই অলিরা জোটে,কত মালঞ্চ এ পুষ্প শােভায় ॥
কী মর্ম জ্বালায় এ দগ্ধ অন্তর, হেরিতে চায় সে শােভা নিরন্তর,
দেখাও দেখাও সে পবিত্র অধর, রয় আবে হায়াত যারি সে ভাষায়॥
শিয়রে মুনকার নকীর দাঁড়িয়ে, না আসে বন্ধু কেউ আগ বাড়িয়ে,
এসাে সওয়ালের জওয়াব শিখায়ে কী সঙ্কটে দাস আজি অসহায়॥
গজবে আছেন খােদা সে কাহহার, হিসাবে পাপী কঠিন সে দরবার,
বাঁচাও এসে হে শফীয়ে মাহশার, তােমারই বান্দা কী দূর্দশায়॥
মিলেছে দাতা কী মুক্ত হস্ত, সে রাজকোষও তাঁর কী প্রশস্ত,
বলাে হে দুঃস্থ, হে রিক্তহস্ত তবু কেন মন তব আশঙ্কায়॥
পাপের আঁধারে ছেয়েছে এ মন, গ্লানির কালিমা জমলাে যে ক্ষণ,
খােদারই সূর্য করুণা এখন অনুপরিমাণ সার এ দশায়॥
দাতা তােমারই দানের দোহাই এ ক্ষুদ্র অধীনে ফেলােনা লজ্জায়,
অপর কাউকে হিসাবে নেওয়া যায়, রেযা বুঝি সে হিসেবে গােনা যায়॥