আমার এই হৃদয়ে হয়েছে কঠিন রোগ - সৈয়দ হাসান মুরাদ কাদেরী

আমার এই হৃদয়ে হয়েছে কঠিন রোগ - সৈয়দ হাসান মুরাদ কাদেরী
Join Telegram for More Books
Table of Contents
 
আমার এই হৃদয়ে
সৈয়দ হাসান মুরাদ কাদেরী
------------------------------------
আমার এই হৃদয়ে হয়েছে কঠিন রোগ
খোদার এ জগতে সে রোগের ঔষুধ নাই
যে নবীর বিরহে অসুস্থ এ হৃদয়
হবে তো নিরাময় সে নবীর চিকিৎসায়। ঐ

আবু বক্কর ওমর, ওসমান ও হায়দার
নবীর সব সাহাবী সে অসুখে কাতর
প্রেমে সে পড়ে না সেজনে বুঝে না
কতো যে যাতনা নবী প্রেমে যা ধানায়। ঐ

হাবশী বেলাল আর ওয়াইসুল ক্বরোনি
কোন সে প্রেমিক জন সে প্রেমে পড়েনি
মাইতো বিমারে নবী হোঁ ঘোষনা
দিলো শেরে বাংলা সে অসুখের জালায়। ঐ

দুনিয়ার চিকিৎসক ডাক্তার কবিরাজ
হাজারো ঔষুধে হাবে না কোন কাজ
নিমিষেই সকল রোগ হয়ে যাবে ভাল/হবে যে নিরাময়
যখনি মদানীর নবীজির দেখা পাই। ঐ
আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Post a Comment

Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.