Table of Contents

তোমারি ভালোবাসা মুমিনেরী পথের দিশা | লেখক: মুহাম্মদ আবু নাঈম
Lyrics: Mohammad Abu Naim
হে মোদের কামলীওয়ালা
----------
তোমারি ভালোবাসা মুমিনেরী পথের দিশা
হে মোদের কামলীওয়ালা
তোমার নামে দরুদ পড়ি সাল্লেয়ালা
ও মদিনা ওয়ালা।
হাজারো তারার মাঝে প্রদীপ জালাই চন্দ্র
আলোতে সজ্জিত করে দেয় এই ভুখন্ড,
তোমারি সুর বাজে
জোনাকি নেচে নেচে
জিকির জপে সাল্লেআলা।
প্রভু হতে ধরাদমে নবী ওলি পয়গাম্বর
নবী মুহাম্মদের গোলাম কবুল করো পরোয়ার,
হাশরের কঠিন দিনে
কে আছে ত্বরানে ওয়ালা।
এই জগতে যত আছে ওলিয়ে কামেল খোদার
নবীর প্রেমে দরুদ পড়েন লক্ষকোটি হাজার বার,
পবিত্র কোরান পাকে
প্রতি অক্ষরে নুর নবীর শানমালা।
----------
তোমারি ভালোবাসা মুমিনেরী পথের দিশা
হে মোদের কামলীওয়ালা
তোমার নামে দরুদ পড়ি সাল্লেয়ালা
ও মদিনা ওয়ালা।
হাজারো তারার মাঝে প্রদীপ জালাই চন্দ্র
আলোতে সজ্জিত করে দেয় এই ভুখন্ড,
তোমারি সুর বাজে
জোনাকি নেচে নেচে
জিকির জপে সাল্লেআলা।
প্রভু হতে ধরাদমে নবী ওলি পয়গাম্বর
নবী মুহাম্মদের গোলাম কবুল করো পরোয়ার,
হাশরের কঠিন দিনে
কে আছে ত্বরানে ওয়ালা।
এই জগতে যত আছে ওলিয়ে কামেল খোদার
নবীর প্রেমে দরুদ পড়েন লক্ষকোটি হাজার বার,
পবিত্র কোরান পাকে
প্রতি অক্ষরে নুর নবীর শানমালা।