Table of Contents
Class 9 2025 New Curriculum (SSC Exam 2027 New Syllabus PDF)
নবম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষ বা এসএসসি/সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন (২০২৭ সালের এসএসসি/সমমান পরীক্ষা থেকে কার্যকর)
২০২৫ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে। এই পাঠ্যসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা, বাস্তব জ্ঞান এবং সমসাময়িক বিষয়গুলোর প্রতি গভীর উপলব্ধি তৈরির সুযোগ দেওয়া হবে।
নতুন পাঠ্যসূচিতে কী পরিবর্তন এসেছে?
- আধুনিক ও বাস্তবভিত্তিক পাঠ্যবই: পাঠ্যবইগুলো আধুনিক যুগোপযোগী করা হয়েছে যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে শিখতে পারে।
- সৃজনশীল মূল্যায়ন ব্যবস্থা: মুখস্থবিদ্যার পরিবর্তে সৃজনশীল ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
- কারিগরি ও প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্ব: নতুন পাঠ্যক্রমে আইসিটি ও কারিগরি শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
- সাম্প্রতিক ও জাতীয় ইস্যু অন্তর্ভুক্তকরণ: জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের সাথে মিল রেখে কিছু নতুন অধ্যায় সংযোজন করা হয়েছে।
নতুন পাঠ্যসূচির সুবিধা
- শিক্ষার গুণগত মান বৃদ্ধি
- সৃজনশীলতা ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ানো
- আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা
- কারিগরি শিক্ষার গুরুত্ব বৃদ্ধি
- পরীক্ষার চাপ কমানো ও শিক্ষাকে সহজ করা
জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার নবম-দশম শ্রেণির বিষয় কাঠামো, নম্বর ও সময় বণ্টন এবং মূল্যায়ন পদ্ধতি (Class 9-10 Marks Distribution and Exam Methods for Academic Year of 2025):
ক্র. | বিষয় | বরাদ্ধকৃত নম্বর | পিরিয়ড |
---|---|---|---|
সকল শাখার/গ্রুপের/বিভাগের আবশ্যিক বিষয়সমূহ | |||
১ | বাংলা ১ম পত্র | ১০০ | ৩ |
২ | বাংলা ২য় পত্র | ১০০ | ২ |
৩ | ইংরেজি ১ম পত্র | ১০০ | 8 |
৪ | ইংরেজি ২য় পত্র | ১০০ | ২ |
৫ | গণিত | ১০০ | ৫ |
৬ | ইসলাম শিক্ষা/হিন্দুধর্ম শিক্ষা/খ্রীষ্টর্ধম শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা (যে কোন ১টি) | ১০০ | ২ |
৭ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ৫০ | ১ |
৮ | ক্যারিয়ার শিক্ষা | ৫০ | ১ |
৯ | শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা | ৫০ | |
বিজ্ঞান শাখার/গ্রুপের/বিভাগের আবশ্যিক বিষয়সমূহ | |||
১০ | পদার্থবিজ্ঞান | ১০০ | ৩ |
১১ | রসায়ন | ১০০ | ৩ |
১২ | জীববিজ্ঞান/উচ্চতর গণিত | ১০০ | ৩ |
১৩ | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | ১০০ | ৩ |
মানবিক/আর্ট শাখার/গ্রুপের/বিভাগের আবশ্যিক বিষয়সমূহ | |||
১০ | বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | ১০০ | ৩ |
১১ | ভূগোল ও পরিবেশ | ১০০ | ৩ |
১২ | অর্থনীতি/পৌরনীতি ও নাগরিকতা | ১০০ | ৩ |
১৩ | বিজ্ঞান | ১০০ | ৩ |
ব্যবসায় শিক্ষা শাখার/গ্রুপের/বিভাগের আবশ্যিক বিষয়সমূহ | |||
১০ | ব্যবসায় উদ্যোগ | ১০০ | ৩ |
১১ | হিসাববিজ্ঞান | ১০০ | ৩ |
১২ | ফিন্যান্স ও ব্যাংকিং | ১০০ | ৩ |
১৩ | বিজ্ঞান | ১০০ | ৩ |
সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় (চতুর্থ বিষয়) (যেকোনো একটি নেওয়া যাবে। শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে কোনো বিষয় নেওয়া হলে ঐ বিষয় ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবে না। | |||
১৪ | জীববিজ্ঞান/ উচ্চতর গণিত/ ভূগোল ও পরিবেশ/ কৃষিশিক্ষা/ গার্হস্থ্যবিজ্ঞান/ বেসিক ট্রেড/ শারীরিক শিক্ষা ও ক্রীড়া/ আরবি/সংস্কৃত/পালি/বাংলাদেশ ও বিশ্বপরিচয়/ অর্থনীতি/ পৌরনীতি ও নাগরিকতা/ চারু ও কারুকলা/ সংগীত | ১০০ | ৩ |
শাখাভিত্তিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা: | ৫০০ | ১৫ | |
আবশ্যিক ও শাখাভিত্তিক মিলিয়ে মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা: | ১২৫০ | ৩৫ | |