মা নামটি হলো বড়ই মধুময় (বাংলা লিরিক্স ) | Ma Namti Holo Boroi Modhumoy (Bangla Lyrics)

মা নামটি হলো বড়ই মধুময় (বাংলা লিরিক্স ), Ma Namti Holo Boroi Modhumoy (Bangla Lyrics)
Admin
Join Telegram for More Books
Table of Contents

মা নামটি হল বড়ই মধুময় - শায়ের ইকবাল হোসাইন কাদেরী

Lyric, Tune: Iqbal Hossain Qadri

সুস্থ লোকে নয় পাগলেও কয়
মা নামটি হল বড়ই মধুময়

ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা।
তবু সেই মায়ের কাছে সবার সেরা..২
এই জগতে মায়ের মত কার আছে হৃদয়।।

এই নামের ভিতরে আছে স্বর্গেরই সুখ
সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ..২
মা হল সব যাতনারি নিরাময়।।

সেই মায়ের সেবাই মগ্ন থাকি যদি চিরকাল
তবু শোধ হবে না মায়ের ঋণ বলি ইকবাল..২
ধন্য হল সেই যে মায়ের মন করেছে জয়।।
আপনরা পছন্দের আরো দেখুন

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...