ফাজিল (পাস) পরীক্ষা ২০২৩ (অনুষ্ঠিত-২০২৫) সংশোধিত রুটিন/সময়সূচি পিডিএফ - Fazil (Pass) Exam 2023 (Held-2025) Revised Routine PDF

ফাজিল (পাস) পরীক্ষা ২০২৩ (অনুষ্ঠিত-২০২৫) সংশোধিত রুটিন/সময়সূচী পিডিএফ, Fazil (Pass) Exam 2023 (Held-2025) Revised Routine PDF
Join Telegram for More Books
Table of Contents
ফাজিল (পাস) পরীক্ষা ২০২৩ (অনুষ্ঠিত-২০২৫) এর রুটিন/সময়সূচি পিডিএফ - Fazil (Pass) Exam 2023 (Held-2025) Routine PDF

ফাজিল (পাস) পরীক্ষা ২০২৩ (অনুষ্ঠিত-২০২৫) সংশোধিত রুটিন/সময়সূচী পিডিএফ

ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মান-উন্নয়ন)

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মান-উন্নয়ন) পরীক্ষা-২০২৩ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।


ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ সকল পিডিএফ ডাউনলোড করতে প্লেস্টোর থেকে ফাজিলের বই এ্যাপ্স ডাউনলোড করুন (Fazil Books PDF Download)

Google Play

ফাজিল (স্নাতক) পাস ১ম বর্ষ (বিএ/বিএসসি/বিএসএস/বিবিএস) পরীক্ষা ২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫) এর সংশোধিত রুটিন/সময়সূচি

তারিখকোডবিষয়/শিরোনাম
১৪.০১.২৫, মঙ্গলবার ১০১ তাফসিরুল কুরআন (বিএ)
১০৫ তাফসিরুল কুরআন (বিএসসি/বিএসএস/বিবিএস)
১৮.০১.২৫, শনিবার ১০২ হাদিস ও উসূলুল হাদিস (বিএ)
১০৬ হাদিস ও উসূলুল হাদিস (বিএসসি/বিএসএস/বিবিএস)
২৩.০১.২৫, বৃহস্পতিবার ১০৩ আল আকাইদ আল-ইসলামিয়্যাহ (বিএ)
১০৭ আল আকাইদ আল-ইসলামিয়্যাহ (বিএসসি/বিএসএস/বিবিএস)
৩০.০১.২৫, বৃহস্পতিবার ১০৪ বাংলা (আবশ্যিক)

ফাজিল (স্নাতক) পাস ২য় বর্ষ (বিএ/বিএসসি/বিএসএস/বিবিএস) পরীক্ষা ২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫) এর সংশোধিত রুটিন/সময়সূচি

তারিখকোডবিষয়/শিরোনাম
১৬.০১.২৫, বৃহস্পতিবার ২০১ কমিউনিকেটিভ আরবি (বিএ)
৪৩৪ অর্থনীতি ২য় পত্র (বিএসএস)
২১.০১.২৫, মঙ্গলবার ২০২ আল-ফিকহ (বিএ)
২৫.০১.২৫, শনিবার ২০৩ উসূলুল ফিকহ (বিএ)
০১.০২.২৫, শনিবার ২০৪ ইংরেজি আবশ্যিক (বিএ)

ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষ (বিএ/বিএসসি/বিএসএস/বিবিএস) পরীক্ষা ২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫) এর সংশোধিত রুটিন/সময়সূচি


বিশেষ নির্দেশাবলী:

  1. প্রশ্নপত্রে উল্লিখিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
  2. ব্যবহারিক বিষয়ের পরীক্ষা সকাল ১০.০০ টা হতে আরম্ভ হবে।
  3. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৭ (সাত) দিন পূর্বে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে।
  4. প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
  5. ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয় ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে।
  6. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
  7. ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।
  8. প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।
  9. কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে না এবং কোন পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোনো ধরণের ইলেক্ট্রনিক্স ডিভাইস আনতে পারবে না।
  10. পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এঢ় পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন অন্তত ০২ (দুই) বার (সকাল ও বিকাল) উক্ত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, ডাকযোগে পরীক্ষা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রেরণ করা হবে না।
আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Post a Comment

Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.