৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪ এর বিজ্ঞপ্তি পিডিএফ - 47th BCS Exam 2024 Circular PDF

৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪ এর বিজ্ঞপ্তি পিডিএফ, 47th BCS Exam 2024 Circular PDF
Admin
Join Telegram for More Books
Table of Contents
৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪ এর বিজ্ঞপ্তি পিডিএফ - 47th BCS Exam 2024 Circular PDF

৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪ এর বিজ্ঞপ্তি/সার্কুলার পিডিএফ - 47th BCS Exam 2024 Circular/Notice PDF

বাংলাদেশ সিভিল সার্ভিসের বিজ্ঞপ্তিতে বর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে:

47th BCS Exam Overview
BCS Circular Publish (বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ): 28 November 2024
Application Open (বিসিএস আবেদন শুরু): 10 December 2024
Application Deadline (বিসিএস আবেদন শেষ): 31 December 2024
Application Fee (বিসিএস আবেদন ফি): 700 Taka
Preliminary Exam Date (বিসিএস পরীক্ষার তারিখ): May 2025 (Probable)
Total Post (সর্বমোট পদ সংখ্যা): 3487
Apply Link (বিসিএস আবেদনের লিংক): bpsc.teletalk.com.bd

অনলাইনে ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর আবেদনপত্র (BPSC Form-1) পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়

  1. আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০.১২.২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় সকাল ১০.০০ মিনিট;
  2. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১.১২.২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় রাত ১১.৫৯ মিনিট;
  3. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ৩১.১২.২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় রাত ১১.৫৯ মিনিটের মধ্যে system হতে স্বয়ংক্রিয়ভাবে User ID প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ০৩.০১.২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত), সময়ের মধ্যে (বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) নির্ধারিত ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না;
  4. অনুচ্ছেদ ২.৩ এ বর্ণিত সময়সীমার মধ্যে (যা Applicant's Copy তেও উল্লেখ করা থাকবে) প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমাদানের পর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না। আবেদনের জন্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে পরামর্শ দেয়া হলো।

বয়সসীমা (Age limit)

  • ০১ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে সকল ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছর;
  • প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

নাগরিকত্ব (Nationality)

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে;
  • সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।

লিঙ্গ (Gender)

প্রকৃত যোগ্যতাধারী এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধান অনুযায়ী বাংলাদেশের যে কোন নাগরিক ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণের জন্য যোগ্য হবেন।

চাকরিরত প্রার্থী

প্রজাতন্ত্রের কর্মে (সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা) অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতাসম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...