রমজান: নিয়ত, ইফতারের দোয়া, তারাবির নামাজের নিয়ত, দোয়া, মোনাজাত - Ramadan: Niyyat, Iftar Dua, Taraweeh Salat Niyyat, Dua, Munajat

রমজান: নিয়ত, ইফতারের দোয়া, তারাবির নামাজের নিয়ত, দোয়া, মোনাজাত, Ramadan: Niyyat, Iftar Dua, Taraweeh Salat Niyyat, Dua, Munajat
Join Telegram for More Books
রমজান: নিয়ত, ইফতারের দোয়া, তারাবির নামাজের নিয়ত, দোয়া, মোনাজাত - Ramadan: Niyyat, Iftar Dua, Taraweeh Salat Niyyat, Dua, Munajat

রমজান: নিয়ত, ইফতারের দোয়া, তারাবির নামাজের নিয়ত, দোয়া, মোনাজাত

রমজান

শা'বানের পর আসে মাহে রমযান। পবিত্র রমযান এক মাসের রমজান রাখা প্রত্যেক বালেগ-আক্কেল মুসলমানের উপর ফরয। কেউ শরীয়ত সম্মত কারণে রমজান রাখতে অপারগ হলে প্রত্যেক রমজানর জন্য 'ফিদিয়া' দিতে হয়। রমজান পালনের জন্য নিয়্যত করতে হয়। সারাদিন রমজান পালনের পর সূর্যাস্তের সাথে সাথে ইস্তার করতে হয়। সুতরাং রমজান ও ইস্তারের নিয়্যত নিম্নে প্রদত্ত হলঃ

রমজানের নিয়্যত

نَوَيْتُ أَنْ أَصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمَضَانَ الْمُبَارَكِ فَرْضًا لَّكَ يَا اللَّهُ فَتَقَبَّلُ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ–

উচ্চারণ : নাওয়াইতু আন্ আসু-মা গাদাম্ মিন শাহরি রামাদ্বা-নাল মুবারাক; ফারদ্বাল্ লাকা ইয়া-আল্লা-হু, ফাতাক্বাব্বাল মিন্নী-ইন্নাকা আন্তাস্ সামী'উল্'আলী-ম।

অর্থঃ আমি আগামীকাল পবিত্র রমযান মাসের ফরয রমজান রাখার নিয়্যত করলাম। হে আল্লাহ! তুমি এটা আমার নিকট থেকে কুবুল কর; নিশ্চয় তুমি শ্রোতা, জ্ঞাতা। আর যদি পরদিন দ্বি-প্রহরের পূর্বে নিয়্যত করা হয়, তবে 'আসূমা' শব্দের পরে 'গদাম' শব্দটি না বলে 'আল্ ইয়াওমা' বলবেন। এ শব্দের অর্থ 'আজ'।

ইফতারের নিয়্যত

اَللّٰهُمَّ لَكَ صُمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَعَلٰى رِزْقِكَ أَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرّٰحِمِيْنَ –

উচ্চারণ : আল্লা-হুম্মা লাকা সুমতু ওয়া 'আলায়কা তাওয়াক্কাল্টু ওয়া 'আলা-রিত্বিকা আক্রান্তু বিরাহমাতিকা ইয়া-আর হামার রা-হিমী-ন। অর্থ : হে আল্লাহ! তোমারই (সন্তুষ্টির) জন্য আমি রমজান রেখেছি তোমার উপরই ভরসা করেছি এবং তোমারই রিস্কের উপর ইফতার করছি, তোমার দয়া সহকারে, হে সর্বাধিক দয়ালু।

তারাবীহ

পবিত্র রমযানের প্রত্যেক রাতে এশা ও বিতরের নামাযের মধ্যভাগে দুই দুই রাক'আত করে বিশ রাক'আত তারাবীহর নামায পড়ার বিধান রয়েছে।

তারাবীহর নামাযের নিয়্যত

نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلَّهِ تَعَالَى رَكْعَتَىْ صَلٰوةِ التَّرَاوِيْحِ – سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالٰى مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرُ –

উচ্চারণ : নাওয়াইতু আন উসোয়াল্লিয়া লিল্লা-হি তা'আ-লা রাকা'আতাই সোয়ালা-তিত্ তারা-ভী-হ। সুন্নাতু রসূলিল্লা-হি তা'আ-লা মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারী-ফাতি আল্লা-হু আকবার।

অর্থঃ আমি আল্লাহর উদ্দেশ্যে কেবলামুখী হয়ে দু' রাক'আত তারাবীহর সুন্নাত নামায সম্পন্ন করছি। আল্লাহু আকবার।

প্রতি দুই রাক'আত নামাযের পর দরূদ শরীফ

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَنَبِيِّنَا وَشَفِيعِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَاٰلِهِ وَأَصْحَابِهٖ وَبَارِكْ وَسَلِّمُ –

উচ্চারণ : আল্লা-হুম্মা সল্লি আ'লা- সাইয়্যিদিনা- ওয়া নাবিয়্যিনা- ওয়া শাফী-ইনা- ওয়া মাওলা-না- মুহাম্মাদিন্ সাল্লাল্লা-হু আলায়হি ওয়া আ-লিহী ওয়া আসহা-বিহী ওয়া বারিক্ ওয়া সাল্লিম।

هَذَا مِنْ فَضْلِ رَبِّيْ يَا كَرِيْمَ الْمَعْرُوْفِ وَيَا قَدِيْمَ الْإِحْسَانِ ثَبِّتُ قَلْبِيْ عَلٰى دِيْنِكَ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرّٰاحِمِيْنَ –

উচ্চারণ: হা-যা- মিন্ ফালি রব্বী- ইয়া- কারী-মাল্ মা'রূ-ফ, ওয়া ইয়া- ক্বাদী-মাল ইহসা-ন, ওয়া সাব্বিত্ কল্লী- 'আলা- দী-নিকা, বিরহমাতিকা ইয়া- আরহামার রা-হিমীন।

প্রতি চার রাক'আত তারাবীহ নামাযের পর দো'আ

سُبْحٰنَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوْتِ سُبْحٰنَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ – سُبْحٰنَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدًا - سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنَا وَرَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوْحِ –

উচ্চারণ : সুবহা-না যিল মুল্কি ওয়াল মালাকৃতি, সুবহা-না যিল্ 'ইয্যাতি ওয়াল 'আযযাতি ওয়াল্ হায়বাতি ওয়াল্ কুদ্রাতি ওয়াল্ কিবরিয়া-ই ওয়াল্ জাবারূ-তি, সুবহা-নাল মালিকিল হাইয়্যিল লাযী- লা-ইয়ানা-মু ওয়ালা- ইয়ামূ-তু আবাদান্ আবাদা-। সুব্বু-হুন কুদ্দু-সুন রাব্বুনা-ওয়া রাব্বুল মালা-ইকাতি ওয়ার্ রূ-হ।

তারাবীহ নামাযের প্রতি চার রাক'আত পর মুনাজাত

اَللّٰهُمَّ إِنَّا نَسْئَلُكَ الْجَنَّةَ وَنَعُوْذُ بِكَ مِنَ النَّارِ، يَا خَالِقَ الْجَنَّةِ وَالنَّارِ، بِرَحْمَتِكَ يَا عَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَا جَبَّارُ يَا خَالِقُ يَا بَارُّ – اَللّٰهُمَّ أَجِرْنَا وَخَلِّصْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ ، يَا مُجِيْرُ، يَا مُجِيْرُ، بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ –

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্না- নাআলুকাল্ জান্নাতা ওয়া না'ঊ-যুবিকা মিনান্ না-র, ইয়া খা-লিকাল জান্নাতি ওয়ান না-র; বিরাহমাতিকা ইয়া- আযী-যু ইয়া গাফ্ফা-রু ইয়া কারী-মু ইয়া সাত্তা-রু ইয়া রাহী-মু ইয়া জাব্বা-রু ইয়া খা-লিকু ইয়া বা-র। আল্লা-হুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা- মিনান না-র্। ইয়া- মুজী-রু ইয়া মুজী-রু ইয়া মুজী-র, বিরাহমাতিকা ইয়া-আর হামার রা-হিমী-ন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now