Table of Contents
কামিল ফিকহ বিভাগ সিলেবাস
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা
সিলেবাস ও মানবণ্টন - কামিল (স্নাতকোত্তর) ফিকহ বিভাগ (২ বৎসর)
কামিল (স্নাতকোত্তর) ফিকহ দু'বছর মেয়াদি হবে এবং তা দুটি অংশে বিভক্ত থাকবে। সর্বমোট ১০০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কামিল (স্নাতকোত্তর) ফিকহ প্রথম পর্ব এবং কামিল (স্নাতকোত্তর) ফিকহ দ্বিতীয় পর্ব। কামিল (স্নাতকোত্তর) ফিকহ প্রথম পর্বে (চারটি পূর্ণ পত্র ৪০০ নম্বর, টিউটোরিয়াল ৫০, মৌখিক ৫০, মোট ৫০০) এবং কামিল (স্নাতকোত্তর) ফিকহ দ্বিতীয় পর্বে (চারটি পূর্ণ পত্র ৪০০ নম্বর, টিউটোরিয়াল ৫০, মৌখিক ৫০, মোট ৫০০ নম্বর) সর্বমোট ১০০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিটি পর্বে টিউটোরিয়ালের জন্য নির্ধারিত ৫০ নম্বর নিম্নোক্তভাবে বণ্টিত হবে:
- ক. প্রতিটি পত্রের জন্য একটি করে এসাইনমেন্ট বাধ্যতামূলক, যার নম্বর হবে- ১২.৫
- খ. চারটি পত্রের জন্য চারটি এসাইনমেন্টে সর্বমোট নম্বর হবে- ১২.৫ × ৪ = ৫০
- গ. এসাইনমেন্ট ছাত্রছাত্রীবৃন্দের স্বহস্তে লিখিত হতে হবে এবং তা ১৫ থেকে ৩০ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।
- ঘ. প্রতিটি পত্রের সংশ্লিষ্ট শিক্ষক এসাইনমেন্টের বিষয় নির্ধারণ করবেন (গ্রন্থ ও গ্রন্থকার সম্পর্কিত) এবং অভ্যন্তরীণ পরীক্ষক হিসেবে তা মূল্যায়ন করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োগকৃত বহিস্থ পরীক্ষক দ্বিতীয় পরীক্ষক হিসেবে এসাইনমেন্ট মূল্যায়ন করবেন এবং উভয় নম্বর গড় করে সমন্বিত নম্বর প্রদান করা হবে।
সংক্ষিপ্ত পাঠ্যসূচি
কামিল (স্নাতকোত্তর) ফিকহ ১ম বর্ষ: সর্বমোট নম্বর- ৫০০
- ১ প্রথম পত্র: আল ফিকহ - ১০০
- ২ দ্বিতীয় পত্র: উসূলুল ফিকহ - ১০০
- ৩ তৃতীয় পত্র: তারীখু ইলমিল ফিকহ - ১০০
- ৪ চতুর্থ পত্র: আল কাওয়াইতুল ফিকহিয়্যাহ - ১০০
- ৫ ক. টিউটোরিয়াল - ৫০
- খ. মৌখিক - ৫০
কামিল (স্নাতকোত্তর) ফিকহ ২য় বর্ষ: সর্বমোট নম্বর- ৫০০
- ১ প্রথম পত্র: আল ফিকহ - ১০০
- ২ দ্বিতীয় পত্র: উসূলুল ফিকহ ওয়া মাকাসিদুশ শরীয়াহ - ১০০
- ৩ তৃতীয় পত্র: তাবাকাতুল ফোকাহা, কাযা ওয়াস সিয়াসাতুশ শারইয়্যাহ - ১০০
- ৪ চতুর্থ পত্র: ফিকহুল ইকতিসাদ - ১০০
- ৫ ক. টিউটোরিয়াল - ৫০
- খ. মৌখিক - ৫০