ফাজিল (স্নাতক) অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১ এর ফলাফল প্রকাশ - Fazil (Bachelor) Honours 1st, 2nd, 3rd and 4th Year Exam-2021 Results Released

ফাজিল (স্নাতক) অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১ এর ফলাফল প্রকাশ, Fazil (Bachelor) Honours 1st, 2nd, 3rd and 4th Year Exam-2021 Results Re
Admin
Join Telegram for More Books
Table of Contents
ফাজিল (স্নাতক) অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১ এর ফলাফল প্রকাশ - Fazil (Bachelor) Honours 1st, 2nd, 3rd and 4th Year Exam-2021 Results Released

Fazil Honours 1st, 2nd, 3rd and 4th Year Exam-2021 Results

ফাজিল (স্নাতক) অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১ এর ফলাফল প্রকাশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১ এর ফলাফল ২৭-১১-২০২৩ তারিখে প্রকাশ করা হলো। যে সকল পরীক্ষার্থীর ফলাফল স্থগিত (Withheld) রয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ফলাফল প্রকাশের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে ফলাফল প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। ফলাফল দেখতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে result.iau.edu.bd গিয়ে (ক্লাস: ফাজিল অনার্স > পরীক্ষার বছর: 2021 > বর্ষ: ১ম/২য়/৩য়/৪র্থ বর্ষ > রেজিঃ নম্বর: ******* ) দিয়ে রেজাল্ট-এ ক্লিক দিলে ফলাফল পাওয়া যাবে। ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা এক সাথে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ কম্বাইন ফলাফল দেখতে result.iau.edu.bd/academic_result প্রবেশ করুন

বি: দ্র: স্থগিত (Withheld) ফলাফলের জন্য কোনো আবেদন করার প্রয়োজন নাই।

ফাজিল (স্নাতক) অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১ এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণ সংক্রান্ত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস ১ম ও ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২১ এর ফলাফলে কোন পরীক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষণ করাতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ফলাফল প্রকাশের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নির্ধারিত নিয়মে ফি জমাদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য প্রতি পত্র তথা প্রতি বিষয় কোডের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা হারে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করে “অগ্রণী ব্যাংক লি:” এর যে কোন শাখায় অনলাইনের মাধ্যমে টাকা জমা দিতে হবে।

ফি জমাদানের নিয়মালী:

  1. প্রথম ধাপ : www.iau.edu.bd তে প্রবেশ করতে হবে।
  2. দ্বিতীয় ধাপ : Payment Option এ ক্লিক করতে হবে।
  3. তৃতীয় ধাপ : পুনঃ নিরীক্ষণ এ প্রবেশ করতে হবে।
  4. চতুর্থ ধাপ : Exam Name এবং Registration Number সহ প্রয়োজনীয় সকল তথ্য পূরণপূর্বক Submit Option এ ক্লিক করতে হবে।
  5. পঞ্চম ধাপ : Payslip Download করে নিকটস্থ “অগ্রণী ব্যাংক লি:” এর যে কোন শাখায় অনলাইনের মাধ্যমে টাকা জমা দিতে হবে।
  6. ষষ্ঠ ধাপ : ব্যাংকে জমাকৃত অনলাইন ডিপোজিট স্লিপ জমাদানের পরবর্তী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে।

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...