গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়োগ পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০৩ | Library and Information Science Jobs Interview Question Answer Part-03

গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়োগ পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০৩, Library and Information Science Jobs Interview Question Answer Part-03
Admin
Join Telegram for More Books
Table of Contents
গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়োগ পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০৩ | Library and Information Science Jobs Interview Question Answer Part-03

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা এবং সহকারী লাইব্রেরীয়ান, লাইব্রেরীয়াতে সকল নিয়োগ পরীক্ষার পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০৩

Viva Question and Answer Part-03 of all Recruitment Examinations for Diploma, Graduate and Post Graduate Examinations in Library and Information Science under National University including other Universities and Assistant Librarian, Librarians

প্রশ্ন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে Post Graduate Diploma in Library Science কবে চালু হয়?

উত্তর: ২০০০ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে Post graduate Diploma in library Science চালু হয়।


প্রশ্ন : সর্বপ্রথম ক্যাটালগ তৈরি ও ব্যবহার বিশ্বের কোন গ্রন্থাগারে চালু হয়?

উত্তর: আলেকজেন্দ্রিয়া গ্রন্থাগারে বিশ্বের প্রথম ক্যাটালগ তৈরি ও ব্যবহার শুরু হয়।


প্রশ্ন: আলেকজেন্দ্রিয়া গ্রন্থাগার কত বৎসর স্থায়ী ছিলো?

উত্তর: ১৫০ বৎসর স্থায়ী ছিল।


প্রশ্ন: আধুনিককালে বিশ্বের বিখ্যাত কয়েকটি গ্রন্থাগারের নাম উল্লেখ কর?

উত্তর: ১. লাইব্রেরি অব কংগ্রেস ২. দ্যা বিট্রিশ লাইব্রেরি ৩. দ্যা বিবলিওথেক ন্যাশনাল ৪. লেলিন ষ্টেট লাইব্রেরি ৫. ন্যাশানল ডায়েট লাইব্রেরি


প্রশ্ন :দেশ স্বাধীনের পরে চিকিৎসা বিজ্ঞান ভিত্তিক গ্রন্থাগার কখন, কি নামে ও কোথায় প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: ১৯৭৪ সালে, National Health Library and Documentation Center- (NHLDOC) ঢাকার মহাখালীতে প্রতিষ্ঠা লাভ করে।


প্রশ্ন: বাংলাদেশে কৃষিভিত্তিক গ্রন্থাগার কখন, কি নামে ও কোথায় প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: ১৯৮০ সালে National Agriculture library And Documentation Centre (NALDOC) ঢাকার তেজগাও এর BARC এ অবস্থিত।


প্রশ্ন: বাংলাদেশে বিজ্ঞান ভিত্তিক গ্রন্থাগার কখন ও কি নামে প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: ১৯৬৩ সালে Bangladesh National Scientific and Technical Documentation (BANSDOC) নামে প্রতিষ্ঠিত হয়।


প্রশ্ন: গ্রন্থের উৎপত্তিকালিন রচিত বইয়ের নাম কি?

উত্তর: ১. কাদামাটির তৈরি চাকতির ওপর লিখিত গ্রন্থ ২. মিশরীয় প্যাপিরাস রোল ৩. প্রাচীন চৈনিক গ্রন্থ (চীন দেশীয়)


প্রশ্ন: মধ্যযুগীয় পুস্তক কি কি?

উত্তর: ক) মট বা গীর্জায় লিখিত গ্রন্থ খ) ধর্মীয় পুস্তক


প্রশ্ন: মুদ্রণ জগতের মধ্যযুগ কখন?

উত্তর: ১৫০০ শতাব্দিকে মধ্যযুগ বলা হয়।


প্রশ্ন: আধুনিক যুগ কখন শুরু হয়?

উত্তর: ১৭ শতাব্দি থেকে আধুনিক যুগের যাত্রা শুরু হয়।


প্রশ্ন: গ্রন্থের শৈশৱকাল কখন ছিল?

উত্তর: ১৫০১ সালের পূর্বে প্রকাশিত গ্রন্থসমূহই "Incunabula" নামে বহুল পরিচিত।


প্রশ্ন: All India Library conference এর প্রতিষ্ঠাকাল করে এবং প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক কে ছিলেন?

উত্তর: All India Library conference প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে এবং প্রথম সভাপতি নির্বাচিত হন বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন শ্রী সুশীল কুমার ঘোষ।


প্রশ্ন: বাংলাদেশে গ্রন্থাগার বিজ্ঞানের যাত্রা কাদের চিন্তাভাবনা দিয়ে শুরু হয়?

উত্তর: সর্বজনাব গ্রন্থাগার বিজ্ঞানী ১) এ আর মৃধা ২) এ ই এম শামছুল হক, ৩) রকিব হোসাইন ৪) সিদ্দিক আহমেদ চৌধুরী ৫) জামিল খান ৬) খন্দকার আব্দুর রব ৭) তোফাজ্জল হোসাইন।


প্রশ্ন: East Pakistan Library Association গঠনের পর প্রথম কমিটিতে কারা ছিলেন?

উত্তর: সভাপতি জনাব এম এস খান।
সহ সভাপতি- ১. জনাব আহমেদ হোসাইন
সহ সভাপতি ২. জনাব এ ই এম শামছুল
সাধারণ সম্পাদক- জনাব রকিব হোসাইন
কোষাধ্যক্ষ জনাব এ আর মৃধা
সহকারী সম্পাদক- জনাব এ এস মোতাহার আলী খান
সহকারী সম্পাদক এ জেড নূর আহমেদ
কাউন্সিলরসগণ :
১. অধ্যাপক ড. নাফিস আহমেদ
২. জনাব এস মি চন্দ
৩. মিসেস নার্গিস জাফর
৪. জনাব আব্দুল্লাহ আল আবেদীন
৫. জনাব মোঃ ইসহাক
৬. জনাব এস এম চৌধুরী
৭. জনাব বি রহমান ফারুক


প্রশ্ন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী সাইন্স এর পঠিত বিষয় সমূহ কি কি?

উত্তর: প্রথমপত্র গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের মৌলিক বিষয়াবলী ।
দ্বিতীয়পত্র তথ্য সম্পদের উন্নয়ন।
তৃতীয়পত্র তথ্যের উৎস সমূহ ও সেবা সমূহ।
চতুর্থপত্র জ্ঞান সংগঠন (শ্রেণিকরণ তত্ত্বীয়)।
পঞ্চমপত্র জ্ঞান সংগঠন (সূচিকরণ তত্ত্বীয়)।
ষষ্ঠপত্র সমাজে গ্রন্থাগার ও তথ্য।
সপ্তমপত্র গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে আইসিটির প্রয়োগ।
অষ্টমপত্র ডকোমেন্টশন এবং তথ্য পুনঃরুদ্ধার।
নবমপত্র গ্রন্থাগার ও আর্কাইভাল প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা।
দশমপত্র জ্ঞান সংগঠন (শ্রেণিকরণ ব্যবহারিক)।
একাদশপত্র জ্ঞান সংগঠন (সূচিকরণ ব্যবহারিক)।
দ্বাদশপত্র = গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে আইসিটির প্রয়োগ (ব্যবহারিক)।
ত্রয়োদশপত্র। মৌখিক (ভাইবা)


প্রশ্ন: গ্রন্থাগার বিজ্ঞানের উৎপত্তি কত সালে? উত্তর: ১৮৭০ দশকে গ্রন্থাগার বিজ্ঞান স্বতন্ত্র বিষয় হিসেবে আত্মপ্রকাশ করে।


প্রশ্ন: ALA (American Library Association) কখন গঠিত হয়? উত্তর: ১৮৭৬ সালে ALA গঠিত হয়।


প্রশ্ন: School of Library Economy কে প্রতিষ্ঠা করেন? উত্তর: Melvil Deyw এর প্রতিষ্ঠা করেন।


প্রশ্ন: School of library economy কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৮৩ সালে School of Library economy প্রতিষ্ঠা করা হয়।


প্রশ্ন: School of Library Economy কোথায় প্রতিষ্ঠা করা হয়?

উত্তর: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে (School of Library Economy) প্রতিষ্ঠা করা হয়।


প্রশ্ন: School of Library Economy থেকে School of Library Science. নামে কত সালে প্রবর্তন করা হয়?

উত্তর: School of Library Economy ৫ই জানুয়ারি ১৮৮৭ সালে। School of Library Science প্রবর্তন করা হয়।


প্রশ্ন: কত সালে গ্রন্থাগার বিজ্ঞান একটি স্বতন্ত্র বিষয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: ১৮৭০ সালে।


প্রশ্ন: রঙ্গনাথনের ক্যাসেট করে প্রকাশ পায়?

উত্তর: ১৯৩২ সালে।


প্রশ্ন: ডকুমেন্টশন সেবার আবিষ্কারক কে?

উত্তর: Paul Otlet.


প্রশ্ন: Library শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর: লাতিন Librarium শব্দ থেকে এসেছে।


প্রশ্ন: আধুনিক মুদ্রণ যন্ত্রের জনক কে?

উত্তর: জোহান গুটেবার্গ।


প্রশ্ন: মুদ্রন যন্ত্রের জনক জোহান গুটেরার্গ কোন দেশের নাগরিক?

উত্তর: জার্মান নাগরিক।


প্রশ্ন: গুটেনবার্গ কতসালে মুদ্রন যন্ত্র আবিষ্কার করেন?

উত্তর: ১৪৪০ এর দশকে মুদ্রন যন্ত্রের সফল আবিষ্কার ঘটে।


প্রশ্ন: Continuation of School কাকে বলা হয়?

উত্তর: গণগ্রন্থাগারকে বলা হয়।


প্রশ্ন: এশিয়াটিক সোসাইটি কতসালে প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: ১৭৮৪ সালে।


প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কতসালে ভিত্তি প্রস্তর করা হয়?

উত্তর: ১৯৫৩ সালে।


প্রশ্ন: কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী কত সালে প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: ১৯৭৭ সালে।


প্রশ্ন: জাতীয় গ্রন্থাগার দিবস কোনটি?

উত্তর: ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস।


প্রশ্ন: ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের দিবস কখন থেকে শুরু হয়?

উত্তর: ২০১৮ সাল থেকে।


প্রশ্ন: ৫ ফেব্রুয়ারি কোন প্রেক্ষপটকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস ঘোষনা করা হয়?

উত্তর: ৫ ফেব্রুয়ারি পাবলিক লাইব্রেরী ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় বিধায় উক্ত দিনকে জাতীয় গ্রন্থাগার দিবস পালনের ঘোষনা দেয়া হয়।


প্রশ্ন: ৫ ফেব্রুয়ারি কোন ক্যাটাগরির জাতীয় দিবস হিসাবে মুল্যায়নের ঘোষণা দেয়া হয়?

উত্তর: খ ক্যাটাগরির দিবস হিসাবে ঘোষনা দেওয়া হয়।


প্রশ্ন: All India Library conference কতসালে এবং কোন মাসে অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৯২৪ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়।


প্রশ্ন: বেঙ্গল লাইব্রেরি এসোসিয়েশন কতসালে প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: ১৯২৪ সালে All india Library Conference গঠিত হয়।


প্রশ্ন: কবে থেকে Library Science এর উপরে শিক্ষা কার্যক্রম চালু হয়?

উত্তর: ৫ই জানুয়ারী ১৯৮৭ সাল থেকে Library Economy নামে শিক্ষা কার্যক্রম চালু হয়।


প্রশ্ন: আন্তর্জাতিক মানের প্রধান প্রধান গ্রন্থাগার বিজ্ঞানীদের নাম কি কি?

উত্তর: 1. H.E. Bliss
2. W.C.B Sayers
3. E.C. Richardson
4. C.A. Cutter
5. S.R. Ranganathan
6. John Cotton Dana
7. C.R. Boden


প্রশ্ন: লাইব্রেরি অব কংগ্রেস এর মোট আয়তন কত?

উত্তর: লাইব্রেরি অব কংগ্রেস এর মোট আয়তন ৩৫ একর।


প্রশ্ন: লাইব্রেরি অব কংগ্রেস এর বর্তমান ভবন কয়টি?

উত্তর: লাইব্রেরি অব কংগ্রেস এর বর্তমান ভবন ১৩টি।


প্রশ্ন: লাইব্রেরী অব কংগ্রেসের বর্তমান সংগ্রহশালা কত?

উত্তর: বর্তমানে লাইব্রেরী অব কংগ্রেসে ৭০ মিলিয়ন আইটেম বিদ্যমান।


প্রশ্ন: ২০১৮ সালে জাতীয় গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য বক্তব্য কি ছিল?

উত্তর: গ্রন্থাগারে বই পড়ি জ্ঞানের আলোয় স্বদেশ গড়ি।


প্রশ্ন: ২০১৯ সালে জাতীয় গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য বক্তব্য কি ছিল ?

উত্তর: গ্রন্থাগারে বই পড়ি আলোকিত মানুষ গড়ি।


আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...