Table of Contents
السُّؤَالُ: اكْتُبْ عَرِيْضَةُ بِالْعَرَبِيَّةِ إِلى مُدِيرِ الْمَدْرَسَةِ تَطْلُبُ مِنْهُ شَهَادَةَ التزكية .
أَوْ اكْتُبْ عَرِيْضَةً بِالْعَرَبِيَّةِ إِلى مُدِيرِ الْمَدْرَسَةِ تَطْلُبُ مِنْهُ فِيْهَا شَهَادَةَ حُسنِ السَّيْرَةِ وَالسُّلوكِ .
الْإِجَابَة :
إلى
مُدِيرِ الْمَدْرَسَة
مَدْرَسَة الجامعة الأحمدية السنية العالية
الْمَوْضُوعُ : طَلَبُ شَهَادَةِ التَّزْكِيَةِ / حُسنِ السِّيْرَةِ وَالسُّلُوك.
سَيِّدِي الْمُحْتَرَمُ!
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
بَعْدَ أَداء واجب الاحْتِرَامِ أَفِيْدُكُمْ عِلْمًا بأنّي كُنْتُ طَالِبًا في الصف التَّاسِعَ مِنْ مَدْرَسَتِكُمْ فِى السَّنَةِ الْمَاضِيَةِ وَفُزْتُ فِي الْامْتِحَانَ السَّنَوِي بِالْامْتِيَازِ . الآنَ أُرِيدُ أَنْ الْتَحِقَ بِالْمَدْرَسَةِ العَالِيَةِ الْحُجُوْمِيَّةِ بِدَاكًا . لِهَذَا أَطْلُبُ شَهَادَةَ التَّزْكِيَةِ حُسنِ السِّيرَةِ وَالسَّلوكِ مِنْ جَانِبِكُمْ .
فَالْمَطْلُوبُ مِنْ سَمَاحَتِكُمْ قَبُولُ طَلَبِي هَذَا مَعَ إِعْطَاء شَهَادَةِ التَّزْكِيَةِ / حُسنِ السَّيْرَةِ وَالسَّلوكِ، وَلَكُمُ الشكرُ الْجَزِيلُ وَفَائِقُ الْاحْتِرَامِ .
الْمُقَدِّمُ
طَالِبُكُمُ الْمُطِيْعُ
عَبْدُ الْعَزِيزِ
الصف التَّاسِعُ (السِّنَةُ الْمَاضِيَةُ)
رَقْمُ التَّسَلْسُل : ٢
التاريخ : ٢٠٢٣/١/٥
প্রশ্ন : প্রশংসাপত্র চেয়ে অধ্যক্ষ বরাবর আরবিতে একটি দরখাস্ত লেখ।
অথবা, চারিত্রিক সনদ চেয়ে অধ্যক্ষ বরাবর আরবিতে একটি দরখাস্ত লেখ।
উত্তর :
বরাবর
অধ্যক্ষ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
বিষয় : প্রশংসাপত্র/চারিত্রিক সনদের আবেদন।
মহাত্মন,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি গত বছর আপনার মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিলাম এবং কৃতিত্বের সাথে বার্ষিক পরীক্ষায় পাস করেছি। বর্তমানে আমি সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকায় ভর্তি হতে চাই। তাই আমি আপনার নিকট প্রশংসাপত্র/চারিত্রিক সনদের আবেদন করছি।
অতএব আপনার নিকট আবেদন, প্রশংসাপত্র / চারিত্রিক সনদ প্রদানে আমার আবেদন গ্রহণ করবেন। আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মান রইল।
নিবেদক
আপনার অনুগত ছাত্র
আবদুল আযীয
নবম শ্রেণি (গত বছর)
রোল নং : ২
তারিখ : ৫/১/২০২৩