Table of Contents
السُّؤَالُ : اكْتُبْ عَرِيضَةُ بالعَرَبِيَّةِ إلى مدير الْمَدْرَسَةِ تَطْلُبُ مِنْهُ الْإِجَارَة لمرضك -
الْإِجَابَة :
إلى
مُدِيرِ الْمَدْرَسَة
مَدْرَسَة الجامعة الأحمدية السنية العالية
بِوَاسِطَةٍ مُدَرِّس الصف
الْمَوْضُوعُ : طَلَبُ الْإِجَازَةِ لِلْمَرَضِ.
أُسْتَاذِي الْمُكْرُمُ
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
بَعْدَ أَدَاءِ التَّحِيَّةِ الطَّيِّبَةِ أُفِيْدُكُمْ عِلْمًا بأنّى طَالِبٌ مُوَاظِبٌ فِي الصَّفْ النَّاسِعِ مِنْ مَدْرَسَتِكُمْ مُنْذُ ثَلَاثَةِ أَيَّامٍ أنَا مُصَابٌ بِالسُّعَالِ وَالرُّكَامِ. أَشَارَ عَلَيَّ الطَّبِيبُ بِالاسْتِرَاحَةِ. فَأَنَا أُريدُ أَنْ أَذْهَبَ إِلَى الْبَيْتِ لِهَذَا أَحْتَاجُ إلى إجَازَةِ ثَلَاثَةِ أيامٍ مِنْ ٢٠٢٣/٤/٥ إلى ٤/٧/٢٠٢٣ -
فَالرَّجَاءُ مِنْ حَضْرَتِكُمُ الْعَالِيَةِ أَنْ تَتَكَرُمُوْا عَلَيَّ بِالْإِجَازَةِ لِهَذِهِ الْأَيَّامِ وَلَكُمْ جَزِيلُ الشَّكْرِ وَفَائِقُ الْاخْتِرَامِ.
الْمُقَدِّمُ
طَالِبُكُمُ الْمُطِيعُ
مُحَمد سَعُود
الصف النَّاسِعُ
رَقْمُ التَّسَلْسُل : ٤
التاريخ : ٤/٤/٢٠٢٣
প্রশ্ন: তোমার অসুস্থতার কারণে ছুটি চেয়ে অধ্যক্ষ বরাবর আরবিতে একটি দরখাস্ত লেখ।
উত্তরঃ
বরাবর
অধ্যক্ষ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
মাধ্যম: শ্রেণিশিক্ষক
বিষয় : অসুস্থতার কারণে ছুটির আবেদন।
মহাত্মন,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ যথাযথ শ্রদ্ধা প্রদর্শনপূর্বক আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি আপনার মাদরাসার নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। তিন দিন যাবৎ আমি সর্দিকাশিতে ভুগছি। ডাক্তার আমাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাই আমি বাড়ি যেতে চাই। সুতরাং আমার ৫/৪/২০২৩ থেকে ৭/৪/২০২৩ পর্যন্ত তিন দিনের ছুটি প্রয়োজন।
অতএব আপনার নিকট আবেদন, আমাকে এ তিন দিনের ছুটি প্রদানে জনাবের মর্জি হয়। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মান রইল।
নিবেদক
আপনার অনুগত ছাত্র
মুহাম্মদ সাউদ
নবম শ্রেণি
রোল নং : 8
তারিখ : ৪/৪/২০২৩