Table of Contents
السُّؤَالُ : اكْتُبْ رِسَالَة بِالْعَرَبِيَّةِ إِلى أَخِيكَ تَطْلُبُ مِنْهُ أَلْفَ تَاكَا لِشِرَاءِ الكتب
الإجابة:
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
عَبْدُ الرَّحْمن
مَدْرَسَة الجامعة الاحمدية السنية العالية
التاريخ : ۱/۲۷/٢٠٢٣
أخي الْمُكَرمُ
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
بَعْدَ أَدَاءِ التَّكْرِمَةِ الْمُنَاسِبَةِ وَالتَّحِيَّةِ الْمُبَارَكَةِ أَرْجُو أَنْكُمْ جَمِيْعًا بِالْخَيْرِ وَالْعَافِيَةِ بِتَوْفِيقِ اللَّهِ سُبْحَانَهُ وَتَعَالَى، وَأَنَا أَيْضًا بِالصِّحْةِ وَالْعَافِيَةِ بِفَضْلِهِ تَعَالَى.
فَالْخَبَرُ بِأَنْ دَرْسَنَا قَدْ بَدَأَ مُنْذُ أَسْبُوعِ، وَلَمْ أَشْتَرِ حَتَّى الْآنَ كُتُبَ الصف التاسع، فَمَسْتَنِي الْحَاجَةُ إِلى أَلْفِ تَاكَا لِشِرَاءِ الْكُتُبِ الدِّرَاسِيَّةِ. فَالرِّجَاءُ مِنْكُمْ أَنْ تُرْسِلُوْهَا بِالْبَرِيْدِ فَوْرًا.
تُبَلِّغُونَ السَّلَامَ إلى أبِي وَأُمى الْمُحْتَرَمَةِ وَإِلَى الْإِخْوَانِ وَالْأَخَوَاتِ، وَالشَّفَقَةَ الْوُدِّيَةَ إِلى صِغَارِهِمْ، خِتَامًا تَدْعُو اللَّهَ لِصِحْتِي وَأَنَا أَدْعُوهُ لِدَوَامِ صِحْتِكُمْ.
أَخُوكُمُ الشَّفِيقُ
عَبْدُ الرَّحْمَنِ
প্রশ্ন : বই কেনার জন্য এক হাজার টাকা চেয়ে তোমার ভাইয়ের নিকট আরবিতে একটি পত্র লেখ।
উত্তর :
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আবদুর রহমান
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
তারিখ : ২৭/১/২০২৩
শ্রদ্ধেয় ভাইজান,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
যথাবিহিত সম্মান ও মোবারক অভিবাদন বাদ, আশা করি আপনারা সকলে আল্লাহর তাওফীকে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি।
অতঃপর সংবাদ হচ্ছে, এক সপ্তাহ যাবৎ আমাদের ক্লাস শুরু হয়েছে অথচ আমি এখনো নবম শ্রেণির বই ক্রয় করতে পারিনি। পাঠ্যবই ক্রয়ের জন্য আমার এক হাজার টাকা প্রয়োজন। আপনার নিকট প্রত্যাশা যে, তা দ্রুত ডাকে পাঠিয়ে দিবেন।
শ্রদ্ধেয় আব্বা ও আম্মা এবং ভাই বোনদের আমার সালাম আর ছোটদেরকে স্নেহ পৌঁছাবেন। পরিশেষে আমার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আমিও আপনাদের সার্বক্ষণিক সুস্থতার জন্য দোয়া করছি।
আপনার স্নেহের ভাই
আবদুর রহমান