Table of Contents
রাসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়
কথাঃ মাওলানা সেলিম রিয়াদ হক্কানী
ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহরাসুল আমি তোমায় না চিনিলে, তোমার কি আসে যায়,
মোরা তোমায় না চিনিলে, তোমার কি আসে যায়,
দোনো জাহান তোমারি, নুরী চরণে ঝুকায় (ঐ)
তুমি ছিলে জমিনে আর
চন্দ্র ছিল আসমানে,
মক্কার কাফেরগণে
নবুওয়ত প্রমাণে
করে তোমায় আবেদন
চন্দ্র করতে দ্বিখন্দন
দেখে তোমার তরজনি- ইয়া
রাসুলাল্লাহ (দ:)
চাঁদ হয়ে যায় কোরবানি
আশেকের পরিচয় মিলে
চির অম্লান হয়ে যায় (ঐ)
বন-জঙ্গলের বাঘ হরিণ
মনে আনতে সুখের বিন
তোমার নামে প্রতিদিন
দরুদ পড়ে সিমাহীণ
তোমায় চিনার মত যে চিনেছে- ইয়া
রাসুলাল্লাহ (দ:)
পাওয়ার মত সে পেয়েছে,
এমন পাওয়া পেয়েছে সে
যে পাওয়ার উপমা নাই (ঐ)
আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now