أكتب طلبا بِالْعَرَبِيَّةِ إلى مُشْرِف الْمَدْرَسَةِ تَطلب من الرُّحْصَةَ لِثَلَاثَةِ أَيَّامٍ | তিন দিনের ছুটির আবেদন জানিয়ে অধ্যক্ষ বরাবর আরবিতে একটি দরখাস্ত লেখ | Dakhil Arabic 2nd Paper - Arabic Application

أكتب طلبا بِالْعَرَبِيَّةِ إلى مُشْرِف الْمَدْرَسَةِ تَطلب من الرُّحْصَةَ لِثَلَاثَةِ أَيَّامٍ , তিন দিনের ছুটির আবেদন জানিয়ে অধ্যক্ষ বরাবর আরবিতে এক
Admin
Join Telegram for More Books
Table of Contents
أكتب طلبا بِالْعَرَبِيَّةِ إلى مُشْرِف الْمَدْرَسَةِ تَطلب من الرُّحْصَةَ لِثَلَاثَةِ أَيَّامٍ | তিন দিনের ছুটির আবেদন জানিয়ে অধ্যক্ষ বরাবর আরবিতে একটি দরখাস্ত লেখ | Dakhil Arabic 2nd Paper - Arabic Application

 السؤال : أكتب طلبا بِالْعَرَبِيَّةِ إلى مُشْرِف الْمَدْرَسَةِ تَطلب من الرُّحْصَةَ لِثَلَاثَةِ أَيَّامٍ -


الْإِجَابَة : 

التاريخ : ٢/٢/٢٠٠٣

إلى
مُشْرِفِ الْمَدْرَسَة
مَدْرَسَةُ الجامعة الاحمدية السنية العالية 
بواسطةٍ مُدَرِّس الصف

الْمَوْضُوعُ : طَلَبُ الرُّحْصَةِ لِثَلَاثَةِ أَيَّامٍ .

سَيْدِي الْمُحْتَرَمُ !
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
بَعْدَ التَّحِيَّةِ الْمُبَارَكَةِ وَالسّلام المَسنُون أَفِيْدُكُمْ عِلْمًا بِأَنِّي طَالِبٌ فِي الصف التاسع مِنْ مَدْرَسَتِكُمْ الْيَوْمَ أُخْبِرْتُ مِنَ الْبَيْتِ بِأَنْ أُمي مَرِيضةٌ وَأَنَا ابْنُهَا الْوَحِيْدُ، فَعَلَي عِيَادَتُهَا وَمُسَاعَدَتُهَا لِهذا أَحْتَاج إلى رُخْصَةِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ ٢/٢/٢٠٠٣ إلى ٤/٢/٢٠٠٣ -

فَالرَّجَاءُ مِنْ حَضْرَتِكُمْ أَنْ تَتَكَرمُوْا عَلَي بِإِجَازَةِ الأيام المَذْكُورَةِ، وَلَكُمْ جزيل الشكرِ وَفَائِقُ الْاِحْتِرَامِ

الْمُقَدِّمُ
طَالِبُكُمُ الْمُطِيْعُ
محمد عبد الله
الصف التاسع
رقم التسلسل : ١١


প্রশ্ন : তিন দিনের ছুটির আবেদন জানিয়ে অধ্যক্ষ বরাবর আরবিতে একটি দরখাস্ত লেখ।


উত্তর :

তারিখ: ২/২/২০২৩

বরাবর
অধ্যক্ষ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
মাধ্যম : শ্রেণিশিক্ষক

বিষয় : তিন দিনের ছুটির আবেদন।

মহাত্মন,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
মোবারক অভিবাদন ও মাসনুন সালাম বাদ আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি আপনার মাদরাসার নবম শ্রেণির একজন ছাত্র। আজ বাড়ি থেকে আমার নিকট সংবাদ এসেছে যে, আমার মা অসুস্থ। আর আমি তাঁর একমাত্র পুত্র। তাই তাঁর সেবাযত্ন ও সহযোগিতা করা আমার কর্তব্য। এজন্য আমার ২/২/২০২৩ থেকে ৪/২/২০২৩ পর্যন্ত তিন দিনের ছুটি প্রয়োজন ।

অতএব মহোদয় সমীপে আবেদন, উল্লিখিত দিনগুলোর ছুটি মঞ্জুর করতে আপনার একান্ত মর্জি হয়। যথোপযুক্ত সম্মানসহ আপনাকে অসংখ্য ধন্যবাদ।

নিবেদক
আপনার অনুগত ছাত্র
মুহাম্মদ আবদুল্লাহ
নবম শ্রেণি
রোল নং : ১১

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...