الْإِسْلَامُ دِينُ كَامِل لِلْحَيَاةِ | ইসলাম পূর্ণাঙ্গ জীবনবিধান | Dakhil Arabic 2nd Paper - Arabic Essay and Composition

الْإِسْلَامُ دِينُ كَامِل لِلْحَيَاةِ , ইসলাম পূর্ণাঙ্গ জীবনবিধান, Dakhil Arabic 2nd Paper - Arabic Essay and Composition
Admin
Join Telegram for More Books
Table of Contents
الْإِسْلَامُ دِينُ كَامِل لِلْحَيَاةِ |  ইসলাম পূর্ণাঙ্গ জীবনবিধান | Dakhil Arabic 2nd Paper - Arabic Essay and Composition

 المقالة : الْإِسْلَامُ دِينُ كَامِل لِلْحَيَاةِ


الْمُقَدِّمَةُ : إِن الإِسْلَامَ نِظامٌ شَامِل وَكَامِل لِلْحَيَاةِ، وَهُوَ الدِّينُ الْوَحِيدُ الْمَقْبُولُ عِنْدَ اللهِ تَعَالَى وَهُوَ دِيْنُ الْعَدْلِ وَالْإِنْصَافِ.

مَعْنَى الْإِسْلَامِ : الْإِسْلَامُ مَصْدَرٌ مِنْ بَابِ الْإِفْعَالِ مُسْتَقٌ مِنْ سَلْمٍ مَعْنَاهُ فِي اللُّغَةِ : الاسْتِسْلَامُ وَالانْقِيَادُ الظَّاهِرِيُّ وَالْخُضُوعُ قَالَ تَعَالَى : "وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَوتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا.

وَفِي الْاصْطِلاحِ : الْإِسْلَامُ هُوَ الدِّينُ الْمُسْتَقِيمُ الَّذِي أَرْسَلَ اللَّهُ بِهِ رَسُوْلَهُ مُحَمَّدًا لِهدَايَةِ الْبَشَرِ مِنَ الْغَوَايَةِ إِلَى الْهِدَايَةِ وَمِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ.

الإِسْلَامُ دِيْنٌ مَقْبُول عِنْدَ اللهِ : الإِسْلَامُ هُوَ الدِّينُ الْوَحِيدُ الْمَقْبُولُ عِنْدَ اللَّهِ تَعَالَى وَلَا يَقْبَلُ الله غَيْرَهُ، قَالَ تَعَالَى : "وَمَنْ يُبْتَغِ غَيْرَ الْإِسْلَام دِيْنًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِى الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ". وَهُوَ دِيْنُ شَامِل وَكَامِلٌ وَهُوَ نِظَامُ الْحَيَاةِ لِكُلِّ زَمَانٍ وَمَكَانِ 

حَقِيْقَةُ الْإِسْلَام : إِن الْإِسْلَامَ أَفْضَلُ الْأَدْيَانِ وَهُوَ دِيْنُ الْعَدْلِ وَدِيْنُ الْأَمْنِ وَالسَّلَامِ. لِذَا أَنَّهُ أَقَامَ الْعَدْلَ وَالْأَمْنَ وَالسَّلَامَ فِي الْمُجْتَمَعِ. وَهُوَ دِيْنُ سَوِيٌّ بَيْنَ الْغَنِي وَالْفَقِيْرِ وَالْأَمِيرِ وَالْمَأْمُورِ. وَهُوَ دِيْنٌ يُسْرُ وَلَا عُسْرَ فِيهِ، وَهُوَ دِيْنُ المحبة والألفة.

أهمية الدِّينِ الْإِسلام : إنَّ اللَّهَ سُبْحَانَهُ وَتَعَالَى جَعَلَ الإِسْلَامَ دِيْنًا لَنَا وَنِظَامًا لِحَيَاتِنَا. فَقَالَ : الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا".

وَاجِبُنَا نَحْوَ الْإِسْلامِ : عَلَيْنَا أَنْ نُقِيمَ الدِّينَ الْإِسْلَامَ فِي حَيَاتِنَا وَنَعْمَل بهِ كُلْنَا قَوْلًا وَعَمَلًا وَاعْتِقَادًا.

الْخَاتِمَةُ : الْإِسْلَامُ هُوَ دِيْنٌ مُكَمِّل ومُخْتَارُ عِنْدَ اللهِ فَعَلَيْنَا أَنْ نَعْمَل بِهِ وَنَتَّبِعَ أَوَامِرَهُ وَنَجْتَنِبَ نَوَاهِيَة كَمَا حَقَّهُ.

 আরবি প্রবন্ধ/রচনা: ইসলাম পূর্ণাঙ্গ জীবনবিধান


উপস্থাপনা : ইসলাম একটি সর্বজনীন পূর্ণাঙ্গ জীবনবিধান। এটি আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীন। এটি ন্যায় ও ইনসাফের দ্বীন।

الْإِسْلَامِ -এর অর্থ : الْإِسْلَامِ শব্দটি বাবে الْإِفْعَالِ -এর মাসদার, যা سَلْم থেকে নির্গত। এর আভিধানিক অর্থ- আত্মসমর্পণ, প্রকাশ্য আনুগত্য ও বিনয়। আল্লাহ তায়ালা বলেন, “আসমান ও জমিনে যা কিছু রয়েছে, ইচ্ছায় বা অনিচ্ছায় সেগুলো তাঁর প্রতি আনুগত্য প্রদর্শন করে”।

পরিভাষায় ইসলাম হলো, সে সরল সঠিক জীবনবিধান, যা দিয়ে আল্লাহ মানুষকে ভ্রষ্টতা থেকে হেদায়াত এবং অন্ধকার থেকে আলোর প্রতি পথপ্রদর্শন করতে তাঁর রাসূল মুহাম্মদ (স)-কে প্রেরণ করেন। 

ইসলামই আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন : একমাত্র ইসলামই আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন। আল্লাহ এটি ব্যতীত অন্য কিছু গ্রহণ করবেন না। আল্লাহ তায়ালা বলেন, “যে ইসলাম ব্যতীত অন্য কিছুকে দ্বীন হিসেবে অন্বেষণ করবে তা তার পক্ষ থেকে কিছুতেই গৃহীত হবে না। আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে”। এটি সর্বজনীন ও পূর্ণাঙ্গ দ্বীন। সকল স্থান ও কালের জীবনবিধান।

ইসলামের হাকীকত : ইসলাম সর্বশ্রেষ্ঠ দ্বীন। এটি ন্যায় এবং নিরাপত্তা ও শান্তির দ্বীন। এ কারণে এটি সমাজে শাস্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে। এটি এমন দ্বীন যা ধনী, দরিদ্র এবং রাজা ও প্রজার মাঝে সমতা বিধান করেছে। এটি সহজ দ্বীন, তাতে কোনো কাঠিন্য নেই। এটি ভালোবাসা ও সম্প্রীতির দ্বীন।

দ্বীন ইসলামের গুরুত্ব : আল্লাহ ইসলামকে আমাদের জন্য দ্বীন এবং জীবনবিধান করেছেন। তিনি বলেন “আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণতা দান করেছি, তোমাদের প্রতি আমার নেয়ামত পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে ইসলামকে মনোনীত করেছি”।

ইসলামের প্রতি আমাদের কর্তব্য : আমাদের কর্তব্য ব্যক্তি জীবনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা । আর আমরা প্রত্যেকে কথা, কর্ম ও বিশ্বাসের ক্ষেত্রে তদনুসারে আমল করা। 

উপসংহার : ইসলাম পূর্ণাঙ্গ এবং আল্লাহর নিকট মনোনীত দ্বীন। আমাদের কর্তব্য হলো এটি অনুযায়ী আমল করা, এর আদেশসমূহ অনুসরণ করা এবং যথাযথভাবে এর নিষেধাজ্ঞাসমূহ পরিহার করা।

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...