পাঠ সমস্যার সৃজনী সমাধান - Creative solutions to lesson problems

পাঠ সমস্যার সৃজনী সমাধান - Creative solutions to lesson problems
Join Telegram for More Books
Table of Contents
পাঠ সমস্যার সৃজনী সমাধান - Creative solutions to lesson problems
 

পাঠ সমস্যার সৃজনী সমাধান

“তুমি যদি প্রতিভাধর নাও হও, তবু তুমি এরিষ্টটল আবা আইনস্টাইনের মতো তোমার মনের সৃজন ক্ষমতার ব্যবহার করতে পারো এবং ভবিষ্যতকে ভালোরকম পরিচালিত করতে পারো”

নিচের কৌশলগুলো তোমার নার্থক ভাবনাগুলোকে দূরে সরিয়ে প্রভাবী চিন্তাতে উৎসাহী করে তুলবে যাতে তুমি সমস্যাগুলোর সমাধানে পৌঁছুতে পারো। “বিজ্ঞান, কলা এবং কারখানা শিল্পের যেকোনো প্রতিভাধর ব্যক্তিদের কাছে সমগ্র ইতিহাস জুড়ে এই কৌশলগুলো এক সাধারণ মনন রীতি হিসেবে কাজ দিয়ে এসেছে।

সমস্যাগুলোর সৃজনী সমাধানের ন'টি পথঃ
১) আবার ভাবো!সমস্যা একটার দিকে নানা দিক থেকে চোখ দাও।
২) দেখো এবং দেখাও ! রেখা এবং রঙের চিত্র দিয়ে তোমার দ্বিধা-দ্বন্দ্বকে বিশেষণ করো
৩) করে দেখাও!প্রতিভাধরেরা করে দেখিয়ে প্রভাবিত করো।
৪) সংযোজন করো।ভিন্ন চিন্তা এবং কাজের মধ্যে সংযোগ ঘটাও।
(৫) গড়ো!সম্পর্ক গড়ে তোল।
৬) বৈপরীত্য।বৈপরীত্যকে নিয়ে ভাবো।
৭) রূপক/ উপমা! উপমার সাহায্য নিয়ে ভাবো।
৮) ব্যর্থতা!
তোমার ব্যর্থতার থেকে শেখাটা হলো ব্যর্থতাকে ব্যবহার করবার একটি নজির।
৯) ধৈর্য ধরো!
অনুপ্রেরণাগুলোকে ধারণা ভেবে নিয়ে বিভ্রান্ত হয়ো না ।
আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

About the author

Mohammed Ahsan
I am a blogger. People receive various services from me online. To me ordinary people benefit by collecting various information. facebookwhatsapp

Post a Comment

Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.