Table of Contents
মদিনা আমার জান মদিনা আমার প্রান
কথা, সুর: সৈয়দ হাসান মুরাদ কাদেরী
-------------------------------
মদিনা আমার জান মদিনা আমার প্রান
মদিনাতে আছেন আমার জানের জান
ওগো মদিনা আমায় ডাকনা
তোমায় দেখার তরে আমার মন হল আনচান (ঐ)
1️⃣ রাব্বুল আলামীন তোমারি বুকে
পাঠাল আমার প্রিয় নবীকে
সে কারণে তোমার বাগানে
পাওয়া যায় কোরান হাদিস দ্বীন ঈমান (ঐ)
2️⃣ তোমার প্রতিটি ধুলিকণা
আমার কাছে দামী গহনা
বেহেশতি উদ্যান জান্নাতেরবাগান
রিয়াজুল জান্নাহ আমার নবীজির বয়ান (ঐ)
3️⃣ আর কতকাল বসে বসে
কাঁদব আমি বাংলাদেশে
সোনার মদিনা প্রাণতো বাচেঁনা
বিরহের জ্বালা থেকে করগো আহসান (ঐ)