اكْتُبْ رِسَالَةً إِلى صَدِيقِكَ لِلْاشْتِرَاكِ مَعَكَ فِي رِحْلَةٍ عِلْمِيَّةِ إِلى كُوكس بازار - কক্সবাজার শিক্ষাসফরে অংশগ্রহণ করার জন্য তোমার বন্ধুকে অনুরোধ জানিয়ে একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

اكْتُبْ رِسَالَةً إِلى صَدِيقِكَ لِلْاشْتِرَاكِ مَعَكَ فِي رِحْلَةٍ عِلْمِيَّةِ إِلى كُوكس بازار - কক্সবাজার শিক্ষাসফরে অংশগ্রহণ করার জন্য তোমার বন্ধু
Admin
Join Telegram for More Books
Table of Contents
اكْتُبْ رِسَالَةً إِلى صَدِيقِكَ لِلْاشْتِرَاكِ مَعَكَ فِي رِحْلَةٍ عِلْمِيَّةِ إِلى كُوكس بازار - কক্সবাজার শিক্ষাসফরে অংশগ্রহণ করার জন্য তোমার বন্ধুকে অনুরোধ জানিয়ে একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

السؤال: اكْتُبْ رِسَالَةً إِلى صَدِيقِكَ لِلْاشْتِرَاكِ مَعَكَ فِي رِحْلَةٍ عِلْمِيَّةِ إِلى كُوكس بازار-

الإجابة:

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ 
عَبْدُ الْعَلِيم 
مَسْكَنُ الطُّلابِ،
اَلْمَدْرَسَةُ  الْجَامِعَةُ الأَحْمَدِيَّةُ السُّنِيَّةُ الْعَالِيَةُ، شيتاغونغ
التاريخ : ............

صَدِيقِي الْعَزِيزُ!
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ 

بَعْد التَّحِيَّةِ الْمَسْنُوْنَةِ اَرْجُو أَنَّكَ بِعَيْنِ اللهِ وَتَوْفِيقِ بِالْخَيْرِ وَالسَّلَامَةِ وَأَنَا أَيْضًا الْحَمْدُ لِلَّهِ بِصِحَةٍ تَامَّةً -
يَسُرُّكَ الْعِلْمُ بِانَّنَا خَمْسِينَ طَالِبًا من مدرستِنَا أَرَدْنَا أَنْ نَذْهَبَ إِلَى كُوكِسْ بَازَارٌ فِى رَحْلَةٍ عِلْمِيةٍ ونَقْضِي فِيهَا لَيْلَتَيْنِ فِي الْفُنْدُقِ لَو تَشْتَرِك مَعَنَا فِي هَذِهِ الرّحْلَةِ لِنَكُونَ مِنَ الْفَارِحِيْنَ نَأْخُذُ مِنْ كُلِّ فَرْدٍ أَلْفَيْنِ تَاكَا وَتَبْدَأُ رِحْلَتُنَا السَّاعَةَ الْعَاشِرَةَ مِنَ الْيَوْمِ الثَّامِنِ لِشَهْرِ يُنَائِرِ الْقَادِمِ لَوْ تَوَافُقُنَا لَا بُدَّ مِنْ أَنْ تُخْبِرَنَا فِي أَقْرَبِ وَقْتٍ مُمْكِن أَنَا فِي انْتِظَارِ رِسَالَيْكَ -
بلغ السَّلَامَ إِلى وَالِدَيْكَ الْمُحْتَرَمَيْنِ وَالْوَدُّ وَالشَّفْقَةَ إِلَى الصَّغَارِ. أَخْتَتِمُ الرَّسَالَةَ مُتَمَنِيًّا لَكَ التَّقَدُّم فِي حَيَاتِكَ الْمُسْتَقْبِلَة -

صَدِيقُكَ الْحَمِيمُ
عَبْدُ الْعَلِيمِ

প্রশ্ন : কক্সবাজার শিক্ষাসফরে অংশগ্রহণ করার জন্য তোমার বন্ধুকে অনুরোধ জানিয়ে একটি পত্র লেখ।

উত্তর : 

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আবদুল আলীম
ছাত্রাবাস,  জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম।
তারিখ: ............

প্রিয় বন্ধু 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

মাসনুন সালাম বাদ, আশা করি তুমি আল্লাহর রহমতে ভালো ও শান্তিতে আছ। আমিও আলহামদুলিল্লাহ পূর্ণ সুস্থ আছি।
তুমি জেনে খুশি হবে যে, আমরা আমাদের মাদরাসার পঞ্চাশ জন ছাত্র মিলে কক্সবাজার শিক্ষাসফরে যাওয়ার ইচ্ছা করেছি। সেখানে হোটেলে দু'রাত থাকব। তুমি এ সফরে আমাদের সঙ্গী হলে আমরা খুবই খুশি হতাম। আমরা প্রত্যেকের কাছ থেকে দু'হাজার টাকা। করে নিচ্ছি। আগামী জানুয়ারি মাসের আট তারিখ দশটায় আমাদের ভ্রমণ শুরু হবে। যদি তুমি আমাদের সাথে অংশগ্রহণ করতে চাও, তাহলে অতিসত্বর জানাবে। আমি তোমার চিঠির অপেক্ষায় থাকলাম।
তোমার বাবা মায়ের নিকট আমার সালাম এবং ছোটদের প্রতি প্রীতি ও স্নেহ পৌঁছাবে। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে চিঠির ইতি টানছি।

তোমার অন্তরঙ্গ বন্ধু 
আবদুল আলীম


আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...