أكتب رسالةً إِلَى أَخَيْكَ الصَّغِيرِ نَحتُهُ عَلَى المواظبة في الدراسة - নিয়মিত লেখাপড়ার প্রতি প্রেরণা দিয়ে তোমার ছোট ভাইয়ের নিকট একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

أكتب رسالةً إِلَى أَخَيْكَ الصَّغِيرِ نَحتُهُ عَلَى المواظبة في الدراسة - নিয়মিত লেখাপড়ার প্রতি প্রেরণা দিয়ে তোমার ছোট ভাইয়ের নিকট একটি পত্র লেখ |
Admin
Join Telegram for More Books
Table of Contents
أكتب رسالةً إِلَى أَخَيْكَ الصَّغِيرِ نَحتُهُ عَلَى المواظبة في الدراسة - নিয়মিত লেখাপড়ার প্রতি প্রেরণা দিয়ে তোমার ছোট ভাইয়ের নিকট একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

السؤال : أكتب رسالةً إِلَى أَخَيْكَ الصَّغِيرِ نَحتُهُ عَلَى المواظبة في الدراسة - 

الإجابة:
بِسمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 
مُحَمَّدُ سَجَادُ حُسَيْن 
بنغلا بازار داكَا
التاريخ :

اخى الْعَزِيز!
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه

بَعْدَ أَداءِ التَّحِيَّةِ الطَّيِّبَةِ الْمُبَارَكَةِ اَرْجُو أَنَّكَ مَعَ الْأَسْرَةِ بِالْخَيْرِ وَالْعَافِيَةِ بِفَضْلِ اللهِ عَزَّ وَجَلَّ وَبِعَونِهِ، وَأَنَا أَيْضًا الْحَمْدُ لِلَّهِ بِالْخَيْرِ-وَبَعْدُ، فَإِنَّهُ قَدْ مَضَتْ أَيَّامُ وَلَمْ تَصِلُ مِنكُمْ رِسَالَ إِلَيَّ، فَمَاذَا حَدَد؟ ولَا أَدْرِي أَخْبَارَ الْمَنْزِلِ حَتَّى الْآنَ- 
اخي !اعْلَمْ أَنَّكَ الأنْ تُدْرُسُ فِى الصَّفِ الْعَالِمِ وَالصَّقُ الْعَالِمُ اهم الصُّفُوفِ فِي الْحَيَاةِ الْمَدْرَسِيَّةِ لَا تَكْسَل في تلقي العلوم الدينية وواظب على الدرَاسَةِ وتَمَنَّ دَائِمًا بأن تَكُونَ عَالِمًا، وَعَلَيْكَ أَن تبذل أقصى جُهُودَكَ فِى تَحْصِيلِ الْعِلْمِ وَاكْرِمِ الْأَسَائِدَةَ وَاخْيم الْوَالِدَينِ الْمُحْتَرَمَيْنِ خِدمَةٌ كَثِيرَةً وَأَقْرَأُ الْقُرْآنَ الْكَرِيمَ كُل يوم وَلَا تَتَفَكَّرُ عَنِ الْعُلوسِ فَإِنِ انْتَهَدْ فَاتَّصِلُ مَعِى بِسُرْعَةٍ وَأَنَا أَرْسِلُهَا
بِاذْنِ اللهِ عَزَّ وَجَلَّ- 
إِن شَاءَ الله أنا أتى الْبَيْتَ فِى الشَّهْرِ الْقَادِمِ بَلَغَ السَّلَامَ إِلَى الْوَالِدَيْنِ الْمُحْتَرَمَيْنِ وَالشَّفْقَة إِلَى الصَّغَارِ-

أخُوكَ الْكَبِيرُ 
مُحَمَّدُ سَجَادُ حُسَيْن

 

প্রশ্ন : নিয়মিত লেখাপড়ার প্রতি প্রেরণা দিয়ে তোমার ছোট ভাইয়ের নিকট একটি পত্র লেখ।

বিসমিল্লাহির রাহমানির রাহীম
মুহাম্মদ সাজ্জাদ হোসাইন
বাংলাবাজার, ঢাকা।
তারিখ:

প্রিয় ভাই,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

বরকতময় ও পবিত্র অভিবাদন বাদ, আশা করি পরিবারের সকলকে নিয়ে আল্লাহর দয়া ও সাহায্যে ভালো ও সুস্থ আছ। আমিও আলহামদুলিল্লাহ ভালো ও সুস্থ আছি। পরসংবাদ এই যে, অনেক দিন হলো আমার নিকট তোমার কোনো পত্র পৌঁছেনি, কী হয়েছে। এখন পর্যন্ত বাড়ির খবরাখবর জানি না।
ভাই! জেনে রেখ, তুমি এখন আলিম শ্রেণিতে পড়। শিক্ষাজীবনে আলিম শ্রেণি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি দ্বীনি ইলম অর্জনের ক্ষেত্রে অলসতা করবে না। আর নিয়মিত লেখাপড়া করবে। তুমি সর্বদা একজন আলেম হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করবে। তোমার উচিত জ্ঞান অর্জনে চূড়ান্ত চেষ্টা চালিয়ে যাওয়া। সর্বতোভাবে শিক্ষকদের সম্মান এবং শ্রদ্ধের মাতাপিতার সেবা করবে। আর প্রত্যহ কুরআন তেলাওয়াত করবে। টাকা পয়সার জন্য চিন্তা করবে না। শেষ হয়ে গেলে আমার সাথে দ্রুত যোগাযোগ করবে। আল্লাহর তৌফিকে আমি তা পাঠিয়ে দেব। ইনশাআল্লাহ আমি আগামী মাসে বাড়ি আসব। শ্রদ্ধেয় আম্মু আব্বুর প্রতি সালাম আর ছোটদের প্রতি স্নেহ পৌঁছাবে।

তোমার বড় ভাই 
মুহাম্মদ সাজ্জাদ হোসাইন


আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...