Table of Contents
خَيْرُ الْأمور أوسَطهَا
الْمُقَدِّمَةُ :
مَعْنَى الْوَسَطِ :
لَا تَغِلُّ فِي شَيْءٍ مِنَ الْأَمْرِ وَاقْتَصِدْ . كَلَّا تَرَى فِي قَصْدِ الْأُمُورِ نَعِيمٌ.
الْإِسْلَامُ دِينُ الْوَسَطِ :
نموذج الْوَسَطِ فِى الْإِسْلَامِ :
الْوَسَطِيَّةُ قَاعِدَةُ عَامَّةً :
ذَمُّ الإفراط :
ذَمُّ التَّفْرِيطِ :
الْخَاتِمَةُ :
মধ্যপন্থাই সর্বোত্তম
উপস্থাপনা :
সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি এ জাতিকে মধ্যপন্থি হিসেবে সৃষ্টি করেছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ (স)-এর ওপর এবং তাঁর পরিবার, সাহাবী ও বিচার দিবস পর্যন্ত যারা তাঁর অনুসরণ করবে তাদের ওপর।
وَسَط.... -এর অর্থ :
وَسَط... -এর অর্থ- উত্তম ও সঠিক বিষয়। এ থেকে আলেমগণ বলেন, হক ও ইনসাফ সবসময় মধ্যপন্থার সাথে থাকে। কেননা এটা হ্রাস ও বৃদ্ধির মাঝামাঝি থাকে। কবি বলেন-
তুমি কোনো বিষয়ে বাড়াবাড়ি করো না; বরং মধ্যপন্থা অবলম্বন কর। কেননা মধ্যপন্থা অবলম্বনে কখনো তুমি নিন্দনীয় কিছু দেখতে পাবে না।
ইসলাম মধ্যপন্থি দ্বীন :
ইসলাম তার বিধান ও শরয়ী নীতিতে মধ্যপন্থা গ্রহণ করেছে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থি জাতি করেছি”। ইসলাম ভারসাম্যপূর্ণ আহকামবিশিষ্ট শরীয়ত নিয়ে এসেছে। প্রত্যেক জিনিসকে যথাস্থানে রেখেছে। যার মাঝে নেই কঠোরতা ও শৈথিল্য যেমনটি ইহুদী ও নাসারা তাদের ধর্মে করে থাকে। ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করেছে। যেমন- নারীর জন্য মীরাসের অধিকার বাস্তবায়ন করেছে। অথচ জাহেলী যুগে তাকে মীরাস থেকে বঞ্চিত করা হতো।
ইসলামে মধ্যপন্থার নমুনা :
মুসলমানগণ নবী ও রাসূলদের ক্ষেত্রে মধ্যপন্থায় বিশ্বাস পোষণ করেন। তাই তারা নাসারাদের মতো বাড়াবাড়ি করে না। তারা তাদের যাজক ও পাদ্রীদেরকে এবং ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করেছে। আর তারা ইহুদিদের মতো রূঢ় আচরণ করে না। তারা তাদের নবী ও সৎকাজের আদেশকারীদেরকে অন্যায়ভাবে হত্যা করত।
মধ্যপন্থা সর্বজনীন নীতি :
মধ্যপন্থা ধর্মীয় বিষয়াদি ও বিশ্বাসের মাঝে সীমিত নয়; বরং এটা জীবনের সকল বিষয়কে অন্তর্ভুক্তকারী। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “তুমি মধ্যমভাবে চলাচল করত।
বাড়াবাড়র নিন্দা :
বাড়াবাড়ি ও সীমালঙ্কান ইসলামে নিষিদ্ধ। নবী কারীম (স) ইরশাদ করেন, “তোমরা তোমাদের ওপর কঠোরতা করো না, তাহলে আল্লাহ তোমাদের ওপর কঠোরতা আরোপ করবেন"।
শৈথিল্য প্রদর্শনের নিন্দা :
ইসলাম যেমন বাড়াবাড়ির নিন্দা করেছে, তেমনিভাবে শৈথিল্য ও অবহেলা করারও নিন্দা করেছে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “মানুষের হিসাবের সময় খনিয়ে এসেছে। অথচ তারা তাদের ঔদাসীন্যে উপেক্ষা করে আছে।
উপসংহার:
মধ্যপন্থা সে পদ্ধতি, যার জন্য মহান আল্লাহ উম্মতে মুহাম্মদীর প্রশংসা করেছেন- “তাদের মাঝে কিছু লোক মধ্যপছি, আর তাদের অনেকেই মন্দ কাজ করেন ।