Table of Contents
السؤال : اكْتُبْ رِسَالَةً إِلى صَدِيقِكَ تَدْعُوهُ لِلْحُضُورِ فِي حَفْلَةٍ زواج اختك -
أو أكتب رِسَالَةَ إِلى صَدِيقِكَ تَدْعُوهُ بِمُنَاسَبَةِ زِوَاج أُخْتِكَ -
الإجابة:
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
مِصْبَاحُ الدِّينِ
مَالِيبَاغ داكا-
التاريخ ................ :
صَدِيقِي الْحَمِيمُ!
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُ
بعْدَ التَّحِيَّةِ الْمُبَارَكَةِ وَالْأَمْنِيَّاتِ الْوَافِرَةِ أَرْجُو أَنَّكُمْ بِالْخَيْرِ وَالسَّلَامَةِ وَأَنَا أَيْضًا الْحَمْدُ لِلَّهِ كَذَلِكَ بِعَوْنِهِ تَعَالَى- مُنْذُ مُدَّةٍ طَوِيلَةٍ قَدِ انْقَطَعَتِ الْمَرَاسَلَاتُ بَيْنَنَا. اَلشَّغَلَاتُ المتنوعة وَالْمُهِمَّةُ قَدْ اثْنَى إِلى حَالَةٍ لا أَسْتَطِيعُ أَنْ اكْتُبَ الرِّسَالَةَ وَجَوَالِى أَيْضًا قَدْ سُرِفَ مَا فِيهِ رَقَمُكَ فَعَلَيْكَ بِالسَّمَاحَةِ-
وَالْخَبَرُ بِأَنَّ زِوَاجَ اخْتِي سَيَنْعَقِدُ إِنْ شَاءَ اللَّهُ فِي الْعَاشِرِ مِنْ شَهْرٍ فبرايرِ الْقَادِمِ- قَدْ عُيْنَ هَذَا التَّارِيحُ فِى الأسبوع الْمَاضِي فَانْتَ مَدْعُو فِي حَفَلَةِ الزواج مَعَ أَسْرَتِكَ اَنْتَ تَعْرِفُ أَنَا وَحِيدُ أَسْرَتِي- مَا اَحَدُ يُسَاعِدُنِي فِى هَذَا الشَّأْنِ، لِهَذَا اعْتَذِرُ إِلَيْكَ لِلدَّعْوَةِ بِوَاسِطَةِ الرِّسَالَةِ- لا بُدَّ مِنْ أَنْ تَحْضُرَ قَبْلَ الزَّوَاجِ بِيَوْمَيْنِ كَيْ تُسَاعِدَنِي فِي تَنْظِيمِ حَفْلَة الزواج-
بلغ السَّلَامَ إِلَى الْكِبَارِ وَالْوَدَّ وَالشَّفْقَة إِلى الصِّفَارِ، خِتَامًا أَرْجُو تَقَدُّمَكَ فِي الْحَيَاةِ الْمُسْتَقْبِلَةِ-
صَدِيقُكَ الْحَمِيمُ
مِصْبَاحُ الدِّينِ
প্রশ্ন : তোমার বোনের বিবাহ অনুষ্ঠানে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখ। অথবা, তোমার বোনের বিবাহ উপলক্ষ্যে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখ।
উত্তর:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
মিসবাহ উদ্দিন
মালিবাগ, ঢাকা।
তারিখ : ................
প্রিয় বন্ধু,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
মোবারক অভিবাদন ও শুভ কামনার পর, আশা করি তোমরা ভালো ও সুস্থ আছ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন হলো আমাদের মাঝে কোনো যোগাযোগ নেই। নানা গুরুত্বপূর্ণ কাজের দরুন আমার এমন অবস্থা হয়েছে যে, আমি চিঠি লিখতে পারছি না। এ দিকে আমার মোবাইলটিও চুরি হয়ে গেছে, যার মধ্যে তোমার নম্বরটি ছিল। তাই তোমার নিকট ক্ষমাপ্রার্থী।
খবর হলো, ইনশাআল্লাহ আমার বোনের বিবাহ আগামী ফেব্রুয়ারি মাসের দশ তারিখ অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে এ তারিখ নির্ধারিত হয়েছে। তুমি সপরিবারে বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত। তুমি জান আমি আমার পরিবারে একা, আর আমাকে এ বিষয়ে সহযোগিতা করার মতো কেউ নেই। সুতরাং তোমাকে পত্রের মাধ্যমে দাওয়াত দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। তুমি অবশ্যই বিয়ের দু'দিন পূর্বে উপস্থিত হবে, যেন বিবাহ অনুষ্ঠান আয়োজনে আমাকে সাহায্য করতে পার।
বড়দের প্রতি সালাম পৌঁছাবে আর ছোটদেরকে স্নেহ মমতা দিবে। পরিশেষে ভবিষ্যৎ জীবনে তোমার অগ্রগতি প্রত্যাশা করছি।
তোমার অন্তরঙ্গ বন্ধু
মিসবাহ উদ্দিন