الانشاء : الْكَمبِيَوْتَرَ | রচনা : কম্পিউটার | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

الانشاء : الْكَمبِيَوْتَرَ | রচনা : কম্পিউটার | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
Join Telegram for More Books
Table of Contents
الانشاء : الْكَمبِيَوْتَرَ  |  রচনা : কম্পিউটার | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
(toc)

 الْكَمبِيَوْتَرَ

الْمُقَدَّمَةُ :

إِنَّ الْكَمبِيَوْتَرَ أَعْجَبُ الْمَسَاهِمَاتِ وَالْمُخْتَرَعَاتِ فِي الْعَالِمِ. إِنَّ اللهَ تَعَالَى أَعْطَى الإِنْسَانَ عُلُومًا، وَبِهِ اِخْتَرَعَ الْإِنْسَانُ الْآتِ عَجِيبَةً. وإِنَّ الْكَمبيوتر واحِدٌ مِنْهَا -

 تعريف ا الْكَمبِيَوْتَرَ :

كَلِمَةً كَمبِيَوْتَرَ " لَفْظُ إِنْكِلِيزِيَّ بِمَعْنَى اله  الْحِسَابِ وَهِيَ الَةٌ تَسْتَعْمَلُ لِلْحِسَابِ وَالْأَعْلَامِ وَمُرَابَطَةُ الْأَخْبَارِ وَالطَّبَاعَةِ وَأَعْمال المكتب وَغَيْرُ ذَلِكَ تَسْمِيلاً وَفَوْراً -

 اخْتِرَاعُ الْكَمبيوتر :

اخْتَرَعَهُ الْحَكِيمُ شَارِلَؤُ بَابِيعَ الْبِرِيطَانِيُّ سَنَةَ ۱۸۳۳ م أولاً، ثُمَّ رَفَعَهُ كَثِيرٌ مِنَ الْحُكَمَاء فِي طَبَقَاتِ مُخْتَلِفَةٍ حَتَّى اخترعوهُ كَامِلًا سَنَة ١٩٤٧م -

مزايا ا الْكَمبِيَوْتَرَ : 

إِنَّ الْكَمبِيَوْتَرَ كالرأْسِ لِلْإِنْسَانِ. وَفِيهِ عَتَادُ الصَّلْبِ يَحْفَظُ فِيهِ جَمِيعُ الأعمال لِلْكَبِيرتر. وَيُقَدِّرُ بِالْكَلْبِيُوتَرِ تَبْدِيلُ المعلومات وتحفيظهَا وَتَصْحِيحُهَا سُرْعَة -

 استعمال الْكَمبِيَوْتَرَ:

 يَسْتَعْمَلُ الكمبيوتر فِي كُلِّ أَعْمَالِ الْمَكَاتِبِ والبنوك ومكتب الْجَرَائِدِ وَمُبَادَلَةِ الأعْلامَاتِ بَيْنَ الْبُلْدَانِ وَالنَّاسِ  حيْثُ جَعَلَ الدُّنْيَا كَفَرْيَةٍ وَاحِدَةٍ -

 فَوَائِدُ الْكَمبِيَوْتَرَ :

إِنَّ الكَمبيوتر رَمْزَ السِّرْعَةِ، وَبِهِ يُرفَعُ النَّاسَ أعْمَالُهُمْ عَلى طَبَقَةِ عَلِيًا. يُقَدِّرُ الْكَمبيوتَر عَلى الأَعْمَال وَالْحِسَابَاتِ الكثيرة بالسّرعَةِ الْبَرْقِيَّةِ. وَبِهِ يُعْلَمُ النَّاسَ أَحْوَالُ الْأَمْراضِ وَالتَّجَارَةِ. وَالْأَخْبَارِ الْمُخْتَلِفَةِ جَالِسًا فِي الْبُيُوتِ -

 الْخَاتِمَةُ : 

إِنَّ الكَمْبِيُوتِرَ يَسْتَعْمَلُهُ النَّاسُ فِي كُلِّ ضَرُورِيَّاتِهِ الْيَوْمِيةِ. فَعَلَيْنَا أَنْ نَتَعَلَّمَ أحكام الكمبيوتر وأنْ نَسْتَعْمَلَهُ لارتفاع مُجْتَمَعَنَا وَاقْتِصَادِنَا -


কম্পিউটার

উপস্থাপনা :

কম্পিউটার পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর অবদান ও আবিষ্কার। আল্লাহ তায়ালা মানুষকে জ্ঞানবিজ্ঞান দান করেছেন, আর মানুষ তা দ্বারা বিস্ময়কর যন্ত্রাদি তৈরি করে। কম্পিউটার তারই মাঝে একটি।

কম্পিউটারের পরিচয় :

কম্পিউটার শব্দটি ইংরেজি। এর অর্থ- হিসাবের যন্ত্র। এটা সহজ ও দ্রুততার সহিত হিসাব, তথ্য, সংবাদ তৈরি করা, কম্পোজ করা ও অফিসের কাজসহ  অন্যান্য কাজে ব্যবহার হয়।

কম্পিউটার আবিষ্কার :

ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে প্রথম কম্পিউটার আবিষ্কার করেন। তারপর বিভিন্ন স্তরে অনেক বিজ্ঞানী এটাকে উন্নত করেন। অবশেষে ১৯৪৭ সালে তারা তা পূর্ণভাবে আবিষ্কার করেন।

কম্পিউটারের বৈশিষ্ট্য :

কম্পিউটার মানুষের মাথার ন্যায়। এর মাঝে একটি হার্ডডিস্ক  রয়েছে, তার মাঝে কম্পিউটারের সকল কাজ সংরক্ষণ করা হয়। কম্পিউটার দ্বারা দ্রুত  তথ্য বিনিময়, সংরক্ষণ ও সংশোধন করা যায়।

কম্পিউটারের ব্যবহার :

অফিস, ব্যাংক, পত্রিকা অফিস এবং বিভিন্ন শহর ও মানুষের মাঝে তথ্য বিনিময়ের যাবতীয় কাজে কম্পিউটার ব্যবহার করা হয়। যা পৃথিবীকে একটি গ্রামে রূপান্তর করেছে।

কম্পিউটারের উপকারিতা :

কম্পিউটার দ্রুততার প্রতীক। এর দ্বারা মানুষ তাদের কাজকর্ম- উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে। কম্পিউটার বিদ্যুৎগতিতে বিভিন্ন কাজ ও অসংখ্য হিসাব করতে সক্ষম। এর দ্বারা মানুষ তাদের রোগ ও ব্যবসায়ের অবস্থা এবং বিভিন্ন সংবাদ ঘরে বসেই জানতে পারে।

 উপসংহার :

মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করে। আমাদের কর্তব্য হলো কম্পিউটার চালানোর পদ্ধতি শেখা এবং আমাদের সমাজ ও অর্থনীতির উন্নয়নে এটিকে ব্যবহার করা।


আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Post a Comment

Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.