Table of Contents
উঠা দো পর্দা দেখা দো চেহরা
বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
উঠা দো পর্দা দেখা দো চেহরা কেহ নূরে বারী হেজাব মেঁ হ্যায়,
যমানা তারীক হো রাহা হ্যায়,কেহ মেহরে কবসে নেকাব মেঁ হ্যায় ॥
উঠাও পর্দা, দেখাও সে চেহারা, খোদার জ্যোতি সে রয়েছে পর্দায়,
জগত আধারে ডুবে ডুবে হায়, কতকাল আর চাঁদ চেহারা লুকায় ॥
---------------------
নেহী উঅহ মীঠী নেগাহ ওয়ালা, খোদা কী রহমত হ্যায় জলওয়া ফরমা,
গযব সে উনকে খোদা বাচায়ে জালালে বারী এতাব মেঁ হ্যায় ॥
নহে সে নিছক দয়ারই দৃষ্টি, খোদারই রহমত এ মূর্ত সৃষ্টি,
গজব হতে তাঁর বাঁচাও এ সৃষ্টি, কেননা তায় খোদ খোদা ক্ষেপে যায় ॥
---------------------
জলী জলী বু সে উসকী পয়দা হ্যায় সোযিশে ইশকে চশমে ওয়ালা,
কাবাবে আহু মে ভী না পায়া ময়া দিলকী কাবাব মেঁ হ্যায় ॥
পুড়ে যাওয়া বাস্প হতে পয়দা, সে চোখ ওয়ালার প্রেমের ব্যথা,
কাবাব হরিণের অত না মজা, দিলের কাবাবে যে স্বাদ পাওয়া যায় ॥
---------------------
উনহী কী বু মাইয়ায়ে সমন হ্যায়, উনহী কা জলওয়া চমন চমন হ্যায়,
উনহী সে গুলশান মেহেক রহে হ্যায়ঁ উনহী কী রঙ্গত গুলাব মেঁ হ্যায় ॥
ফুলের পূঁজি কি তাঁরই সে সৌরভ, রূপচ্ছটা তাঁর বসন্তে গৌরব,
তাঁরই করুণা বাগানে বৈভব, তাঁরই রূপে ফুল রাঙ্গা বাগিচায় ॥
---------------------
তেরী জলো মে হ্যায় মাহে তায়বা, হেলাল হার মর্গ ও যিন্দেগী কা,
হায়াত জাঁ কা রেকাব মেঁ হ্যায় মামাত আ`দা কা ডাব মেঁ হ্যায় ॥
মাদিনারই চাঁদ তোমারই কব্জায়, ধরা আছে জান, থাকে কিবা যায়,
তোমারই অশ্বের রেকাবে প্রাণ হায়, মরণ শত্রুর সেও এ কব্জায় ॥
---------------------
সিয়া লিবাসানে দারে দুনিয়া ও সবযে পোশানে আরশে আ'লা,
হার এ্যাক হ্যায় উনকে করম কা পিয়াসা ইয়ে কয়যে উনকী জনাব মেঁ হ্যায় ॥
কালো পোষাকে এ দুনিয়াওয়ালা কী আরশে সবুজ লেবাসওয়ালা,
সবার আছে তাঁর দয়ার পিয়াসা, চরণে যায় যে করুনা সেই পায় ॥
---------------------
উঅহ গুল হ্যায় লবহায়ে নাযুক উনকে, হাযারো ঝড়তে হ্যায় ফুল জিন সে,
গুলাব গুলশান মে দেখে বুলবুল ইয়ে দে খ গুলশান গুলাব মেঁ হ্যায় ॥
সে পুষ্পসম কোমল দু'ঠোঁটে হাজারো পুষ্প ঝরে ও ফোটে,
কাননে ফুল তাই অলিরা জোটে, কত মালঞ্চ এ পুষ্প শোভায় ॥
---------------------
জলী হ্যায় সোযে জিগর সে জাঁ তক, হ্যায় তালেবে জলওয়ায়ে মোবারক,
দেখা দো উঅহ লব কেহ্ আবে হায়ওয়াঁ কা লুৎফ জিনকে খেতাব মেঁ হ্যায় ॥
কী মর্ম জ্বালায় এ দগ্ধ অন্তর, হেরিতে চায় সে শোভা নিরন্তর,
দেখাও দেখাও সে পবিত্র অধর, রয় আবে হায়াত যারি সে ভাষায় ॥
---------------------
খাড়ে হ্যায়ঁ মুনকার নকীর সর পর না কোয়ী হামী না কোয়ী আ-ওয়ার,
বাতাদো আ কর মেরে পয়াম্বর কেহ সখ্ত মুশকিল জওয়াব মেঁ হ্যায় ॥
শিয়রে মুনকার নকীর দাঁড়িয়ে, না আসে বন্ধু কেউ আগ বাড়িয়ে,
এসো সওয়ালের জওয়াব শিখায়ে কী সঙ্কটে দাস আজি অসহায় ॥
---------------------
খোদায়ে কাহহার হ্যায় গযব পর, খুলে হ্যাঁয় বদ কারীয়োঁ কে দফতর,
বাচালো আ কর শফীয়ে মাহশর তুমহারা বান্দা আযাব মে হ্যায় ॥
গজবে আছেন খোদা সে কাহহার, হিসাবে পাপী কঠিন সে দরবার,
বাঁচাও এসে হে শফীয়ে মাহশার, তোমারই বান্দা কী দূর্দশায় ॥
---------------------
করীম এ্যায়সা মিলা কেহ্ জিসকে খুলে হ্যাঁয় হাথ আওর ভরে খাযানে
বাতাও এ্যায় মুফলেসো কেহ্ ফির কিউঁ তুমহারা দিল ইদতিরাব মেঁ হ্যায় ॥
মিলেছে দাতা কী মুক্ত হস্ত, সে রাজকোষও তাঁর কী প্রশস্ত,
বলো হে দুঃস্থ, হে রিক্তহস্ত তবু কেন মন তব আশঙ্কায় ॥
---------------------
গুনাহ কী তারীকিয়াঁ ইয়ে ছুপা'য়ে আমন্ড কে কালী ঘটায়ে আ-য়েঁ
খোদা কে খোরশীদ মেহর ফরমা কেহ যররা বস ইদতিরাব মে হ্যাঁয় ॥
পাপের আঁধারে ছেয়েছে এ মন, গ্লানির কালিমা জমলো যে ক্ষণ,
খোদারই সূর্য করুণা এখন অনুপরিমাণ সার এ দশায় ॥
---------------------
করীম আপনে করম সদকা, লঈম বে কদর কো না শরমা,
তু আউর রেযা সে হেসাব লে'না রেযা ডী কোঈ হেসাব মে হ্যাঁয় ॥
দাতা তোমারই দানের দোহাই এ ক্ষুদ্র অধীনে ফেলোনা লজ্জায়,
অপর কাউকে হিসাবে নেওয়া যায়, রেযা বুঝি সে হিসেবে গোনা যায় ॥
---------------------