Table of Contents
উঅহ কামালে হুসনে হুযুর হ্যায়
বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
উঅহ কামালে হুসনে হুযুর হ্যায় কেহ্ গুমানে নকসে জাহাঁ নেহী,
ইয়েহী ফুল খার সে দূর হ্যায়, ইয়েহী শমআ হ্যায় কেহ্ ধোঁয়া নেইী॥
কী অনিন্দ্য রূপ মোর নবীজির, ভাবনা ত্রুটির ও নাই যেথায়,
সে যে ফুল এমন, যাতে কাঁটা নেই, সে তো দীপ এমন, নাহি ধোঁয়া তায় ।
---------------------
দোজাহাঁ কী বেহতরীয়াঁ নেহী কেহ আমানীয়ে দিল ও জাঁ নেহি
কহো কিয়া হ্যায় উত্সহ জু ইয়েহাঁ নেহী মগর ইক 'নেহী' কেহ উঅহ্ হাঁ নেহী॥
দু'ভুবনেরই কী না পাবে হিত, আশা না পুরোয় কী, সে বুঝি অতীত
বলো কী আছে যা হেথা নেই। তবে, 'নাই শব্দটি শুধু নাই হেথায়।
---------------------
ম্যায় নেসারে তেরে কালাম পর মিলী ই তুয কিস্ কো বোবা নেহী,
উঅহ সুখন হ্যায় জিস মে সুখন নহো উঅহ্ বয়া হ্যায় জিসকা বায়াঁ নেহী॥
সঁপি নিজেকে কালামে তাঁর, পেইলে কি এমন সে ভাষা তাঁর,
সে বাণীর পরে কোন বাণী নেই, সে বয়ান নাহি আসে বর্ণনায় ।
---------------------
বখোদা, খোলা কা ইয়েহী হ্যায় দর, নেহী আওর কোয়ী মাফার মাকার,
জু ওয়াহাঁ সে হো ইয়েহী আ-কে হো জু ইয়েহাঁ নেহী ভূ ওয়াহাঁ নেহী ॥
কসম খোদার এ যে খোদারই দ্বার, এছাড়া নাহি কোন ঠাঁই বাঁচার,
যা সেথায় হবে, তা হেথা থেকেই, যা হেথা নাহি নাহি তা সেথায় ।
---------------------
করে মোস্তফা কী ইহানতেঁ, খুলে বন্দোঁ ইস পেহ্ ইয়ে জুরআতেঁ
কেহ ম্যায় কিয়া নেহী হোঁ মুহাম্মদী! আরে হাঁ নেহী আরে হাঁ নেহী ॥
করে মোস্তফারই অবমাননা, আরো ধৃষ্টতা; কী নির্লজ্জ না!
বলে, আমি নই কি মুহাম্মদী? বলি, নয় গো নয়; তার চিন কোথায়?
---------------------
তেরে আগে ইউঁ হ্যায়ঁ দবে লচে ফুসাহা আরব কে বড়ে বড়ে
কোঈ জানে মে যোবাঁ নেহী নেহী বলকেহ জিসম্ মে জাঁ নেহী ॥
তব সকাশে আধোবদন, বড় বড় আরবেরই ভাষাবিদগণ,
মুখে কারো নেই কোন ভাষা নেই, কারো ধড়ে বা প্রাণ আসে যায়।
---------------------
উঅহ্ শরফ কে ক্বত্বয়ে হ্যায়ঁ নিসবতেঁ উঅহ্ করম কেহ সব সে কারীর হ্যায়
কোঈ কেহ দো ইয়াস ও উমীদ সে, উহ্ কাহেঁ নেহী উঅহ্ কাহা নেহী॥
হেন মর্যাদা কাটে কুলমান, অতি নিকটে সে বড় দয়াবান,
ডেকো তাঁরে আর রেখো প্রত্যাশা, কবে নেই সখা বলি, নেই কোথায় ?
---------------------
ইয়ে নেহী কেহ খুলন নহো নেকো, উঅহ্ নেকোয়ী কী ভী হ্যায় আ-বরো
মগর আয় মদীনে কী আরযু জিসে চাহে তু উঅহ্ সামা নেহী ॥
চির শান্তি সুখ কে না কয় নেকী, তাঁরে নেকীরই তো আব্রু দেখি,
তবে মদীনামুখী বাসনা যারে পায় তারে রাখে তাড়নায় ।
---------------------
হ্যায় উনহী কে নূর সে সব আয়াঁ, হ্যায় উনহী কে জলওয়া মে সব নেহী
বনে সুবহে তাবশ মেহর সে রহে পেশে মেহর ইয়ে জাঁ নেহী ॥
তাঁরই নূরে সব কিছু আলোময়, তাঁরই উদ্ভাসে সব হাসিমাখা হয়,
তাঁরই চেহারারই নূরে ফোটে ভোর দেখে সূর্যমুখ ম্লান হয়ে যায় ॥
---------------------
উঅহী নূরে হক উঅহী যিল্লে রব, হ্যায় উনহী সে সব,হ্যায় উনহী কা সব
নেহী উনকী মিলক মে আসমাঁ কেহ যমী নেহী কেহ যমাঁ নেহী॥
সে পরম নূর, ছায়া বিধাতার, সেই নূর হতে সব, বলি, সবই তাঁর,
মালিকানাতে সেই আসমান, আছে যমীন ও কাল সব হেথায় ॥
---------------------
ওয়াহী লা মকাঁ কে মকীঁ হুয়ে, সারে আরশে তখতে নশী হুয়ে,
উঅহ্ নবী হ্যায় জিসকে হ্যায় ইয়ে মকাঁ, উঅহ খোদা হ্যায় জিসকা মকাঁ নেহী॥
লা-মকানেতে তাঁরই বিচরণ, হল আরশ তাঁরই সিংহাসন,
তিনি সেই নবী যাঁর এই যে শান, খোদা জায়গাতে নাহি পাওয়া যায়।
---------------------
সারে আরশ পর হ্যায় তেরী গুয়ার, দিলে পরশ ফর হ্যায় তেরী নাযার,
মালাকুত ও মুলক মেঁ কোয়ী শাই, নেহী উঅহ জু তুঝ পেহ্ আয়া নেহী ॥
উঁচু আর্শেও তব বিচরণ, এ ভূবন জুড়েও আছে দু' নয়ন,
মালাকুত মুলকে কিছু নেই এমন, যা তোমারই সেই দৃষ্টি এড়ায়।
---------------------
করোঁ তেরে নাম পেহ্ জাঁ ফেদা, না বস এ্যাক জাঁ দোজাহাঁ ফেদা,
দো জাহাঁ সে ভী নেহী জী ভরা, করোঁ কিয়া কোরোড়োঁ জাহাঁ নেহী ॥
করি নামে প্রাণ নিবেদিত, একই প্রাণ তো নয় দূ’ভূবন নীত,
দোজাহানেও নাহি ভরে প্রাণ কোটি বিশ্ব কই আমি পাব হায়।
---------------------
তেরা ক্বদ তু নাদেরে দাহর হ্যায়, কোঈ মিসল হো তু মেসাল দে,
নেহী গুল কে পোদোঁ মেঁ ডালিয়া কেহ চেমন মে সরো চমাঁ নেহী॥
তব কায়া রূপ সে অভিনব, উপমা নাহি তা কী করে দেবো
ফুল কিশলয়ে কোন শাখা নেই, সে মালঞ্চরূপ তাঁর কোথা কেবা পায়।
---------------------
নেহী জিস কে রঙ্গ কা দোসরা, না তু হো কোঈ না কাভী হুয়া,
কহো উসকো গুল কহে কিয়া বনী কেহ গুলোঁ কা ঢেরা কাহাঁ নেহী॥
যাঁরই বর্ণে নেই কোন উপমা, নাহি নাহি কোথা সে সুষমা,
তাঁরই সাথে ফুলে কী তুলনা! লাখো ফুল আছে বাগ-বাগিচায় ।
---------------------
করোঁ মাদাহে আহলে দোয়াল রেখা, পড়ে উস বালা মে মেরী বুলা,
মাই গদা হোঁ আপনে করীম কা, মেরা দীন পারায়ে নাঁ নেহী ॥
ধনবানে গুন রেখা নাহি গায়, কীবা কাজ জড়াবে সে সেই বালায়,
নিজ মুনিবে আমি ডেকে যাই, মম দ্বীনও তো নয় নানপারায়’।
---------------------
আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now