সরওয়ার কহোঁ কেহ মালেক ও মাওলা কহোঁ তুঝে (বাদশাহ বলি, কি মাওলা, মালিক বলি তোমায়) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

সরওয়ার কহোঁ কেহ মালেক ও মাওলা কহোঁ তুঝে (বাদশাহ বলি, কি মাওলা, মালিক বলি তোমায়) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
Admin
Join Telegram for More Books
Table of Contents
সরওয়ার কহোঁ কেহ মালেক ও মাওলা কহোঁ তুঝে (বাদশাহ বলি, কি মাওলা, মালিক বলি তোমায়) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

সরওয়ার কহোঁ কেহ মালেক ও মাওলা কহোঁ তুঝে

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ


সরওয়ার কহোঁ কেহ মালেক ও মাওলা কহোঁ তুঝে,
বাগে খলীল কা গুলে যে-বা কহোঁ তুঝে ॥

বাদশাহ বলি, কি মাওলা, মালিক বলি তোমায়,
বাগে খলীলেরই ফুল ঠিক বলি তোমায় ॥
--------------------

হেরমাঁ নসীব হো তুঝে উম্মীদ গ্যাহ্ কহোঁ,
জানে মুরাদ ও কা'নে তামান্না কহোঁ তুঝে ॥

বঞ্চিত ভাগ্য মোর, তবু আশার নাহিতো ওর,
আশার জীবন রত্ন মানিক বলি তোমায় ॥
--------------------

গুলযারে কুদস কা গুলে রঙ্গী আদা কহোঁ,
দরমানে দরদে বুলবুলে শায়দা কহোঁ তুঝে ॥

কুদসী কাননে ফুল রূপে রংয়ে অতুল,
বুলবুল প্রাণে প্রশান্তি সঠিক বলি তোমায় ॥
--------------------

সুবহে ওয়াতান পেহ্ শামে গরীবাঁ কো দোঁ শরফ,
বে-কস নওয়াযে গেসোঁ ওয়ালা কহোঁ তুঝে ॥

স্বস্তির প্রভাত না চাই, কষ্টে এ রাত কাটাই,
দুঃখীর সারথী, দক্ষ নাবিক বলি তোমায় ॥
--------------------

আল্লাহ্ রে তেরে জিসমে মুনাওয়ার কী তাবিশেঁ
আয় জানে জাঁ হেঁ জানে অজল্লা কহোঁ তুঝে ॥

নূরানী যাতের আলো, কাটে সকল কালো,
জানের ও জান, তজল্পী মৌলিক বলি তোমায় ॥
--------------------

বে দাগ লালা ইয়া কমরে বে কুলফ কহোঁ,
বে খার গুল বনে চমন আ-রা কহোঁ তুঝে ॥

তুমি দাগবিহীন ফুল, যে চাঁদে নেই কলঙ্ক চুল,
কাঁটাহীন ফুলে অলৌকিক বলি তোমায় ॥
--------------------

মুজরিম হোঁ আপনে আফও কা সামাঁ করোঁ শাহা,
ইয়ানি শফী' রোযে জাযা কা কহোঁ তুঝে ॥

মুনিব, আমি গোনাগার, উপায় করি যে ক্ষমার,
হাশরে সে শাফাআত সঠিক বলি তোমায় ॥
--------------------

ইস মুর্দা দিল কো মুঝদাহ্ হায়াতে আবাদ কা দোঁ 
তা-ব ও তাওয়ানে জানে মসীহা কহোঁ তুঝে ॥

মৃত প্রাণে সুসংবাদ, চিরহায়াতে আবাদ,
ঈসার সঞ্জীবনী চৌদিক বলি তোমায়!
--------------------

তেরে তু ওয়াসফে আইব তানাহী সে হ্যায়ঁ বরী,
হায়রাঁ হোঁ মেরে শাহ্ ম্যায়ঁ কিয়া কিয়া কহোঁ তুঝে ॥

কত গুন অফুরন্ত শেষ নেই, তা অনন্ত,
হয়রান এ মন চায় আরো অধিক বলি তোমায়।
--------------------

কেহ লেগী সব কুছ উনকে সনাখাঁ কী খামশী,
চুপ হো রাহা হ্যায় কেহ্ কে ম্যায়ঁ কিয়া কিয়া কহোঁ তুঝে ॥

তারীফ করেছে যাঁরা, নির্বাক, ভাষাহারা,
চুপ হই তো সৃষ্টিতে লা-শরীক বলি তোমায় ॥
--------------------

লে-কীন রেখা নে খতমে সুখন ইস গেহ কর দিয়া,
খালিক্ব কা বান্দা খাল্কা কা আ-কা কহোঁ তুঝে ॥

কিন্তু রেখা কথা তাঁর, বলে শুধু এ সার,
স্রষ্ঠার এ বান্দা, সৃষ্টির মালিক বলি তোমায় ॥
--------------------

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...