Table of Contents
হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো
বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো,
কা'বা তু দেখ ঢুকে কা'বা কা কা'বা দেখো ॥
হাজীপ্রাণ ছুটে এসো হেথা রাজাধিরাজ,
কাবা তো দেখলে, এখন দেখো কাবারই রাজ।
---------------------
রকনে শামী সে মিটী ওয়াহশাতে শামে গুরবাৎ,
আব মদীনা কো চলো সুবহে দিল আরা দেখা
রুকনে শামীতে কাটে, যত আঁধার বিজন-বাটে
মদীনাতে প্রাণ নাথ আছে, সেথা চলো আজ ॥
---------------------
আ'বে যমযম তু পিয়া খোব বুজহায়েঁ পেয়াসেঁ
আও জুদে শাহে কওসর কা ভী দরইয়া দেখো ॥
আবে যমযম্ তো পেলে, পিয়াস তো খুব মেটালে,
কাওসারওয়ালার দয়ার জোয়ার দেখে নাও আজ ।
---------------------
যেরে মীযাব মিলে খোব করম কে ছিঁটে,
আবরে রহমত কা ইয়াহাঁ যোর বরসনা দেখো ॥
মীযাবে রহমত হতে, দয়াসিক্ত হলে মেতে,
মায়ামেঘমালা হতে অঝোরে বরষে নেয়াজ ।
---------------------
ধূম দেখি হ্যায় দরে কা'বা পেহ্ বেতাবোঁ কী
উনকে মুশতাকোঁ যে হাসরত কা তড়পানা দেখো ॥
ধরে কাবারই সে আর্চল, অনুরাগীদের কোলাহল,
নবীজির প্রেমিকের হাহু তাশ! শোন তারই আওয়াজ ॥
---------------------
মিসলে পরওয়ানা ফিরা করতে থে জিস শমআকে গির্দ,
আপনি উস শমআ কো পরওয়ানা ইয়েহাঁ কা দেখো ॥
পতঙ্গসম ত্যাজে প্রাণ, যে প্রদীপে করে সন্ধান,
নিজ সেই প্রদীপের পতঙ্গ পুঁড়ে হেথা আজ ॥
---------------------
খোব আখোঁ সে লাগায়া হ্যায় গিলাফে কা'বা,
ক্বসরে মাহবুব কে পরদে কা ভী জলওয়াহ্ দেখো ॥
কাবার ওই পুত্র গিলাফ, চোখে মুছে জুড়ালে তাপ,
তাঁরই প্রিয় নবীরই পর্দা! দেখ অপূর্ব সাজ ॥
---------------------
ওয়াঁ মুত্বীয়োঁ কা জিগর খওফ সে পানি পায়া,
ইয়াঁ সিয়াহ্ কারোঁ কা দামান পেহ্ মচলনা দেখো ॥
যত নেক বান্দা কাবায়, ভয়ে অন্তরাত্মা শুকায়,
হেথা দামানে মাখামাখি যতো পাপী সমাজ ॥
---------------------
আউয়ালী খানায়ে হক কী তু যিয়ায়েঁ দেখেঁ,
আখেরী বাইতে নবী কা ভী তজল্লা দেখো ॥
প্রথমে দেখলে কাবা'র, জ্যোতি অহরহ আল্লাহর,
শেষে প্রিয় নবীর নিবাসের দেখো সাজ ॥
---------------------
যীনাতে কাবা মে থা লাখ আরুসোঁ কা বনোও,
জলওয়া ফরমা ইয়েহাঁ কওনাইন কা দু-লহা দেখো ॥
লাখো বাসরের সজ্জা, ঝলমলে রূপ কাবার পর্দা,
দোজাহানের দুলহা দেখো শিরে নূরের তাজ ॥
---------------------
আইমনে তুর কা থা রুকনে ইয়ামানী মেঁ ফরোগ,
শো লায়ে তুর, ইয়েহাঁ আনজুমান আরা দেখো ॥
আয়মনে তুর কুরআনে যা রুকনে ইয়ামানীতে আছে তা,
তুৱেৱই দীপ্ত শিখাটা মদীনাতে দেখ আজ ॥
---------------------
মেহরে মাদার কা মযা দেতী হ্যায় আগোশে হাতীম,
জিনপেহ্ মাঁঁ বাপ ফেদা ইয়াঁ করম উনকা দেখো ॥
হাতীমে কাবার ছিল বেষ্টন, মমতা ভরা মায়ের ও বাধঁন,
বাবা-মা যাঁর পায়ে নত করুনা তাঁর নিও আজ ।
---------------------
আরবে হাজাত মেঁ রাহা কা'বা কফীলে আনজাহ
আদাব দান রসীয়ে শাহে তৈয়বা দেখো ॥
হাজত যত সামনে নিয়ে, কা'বা যায় সব মুক্তি দিয়ে
মুক্তিপাগল উম্মত হেখা লুকায় নিজ নিজ লাজ ॥
---------------------
ধো চুকা যুলমাতে দিল বোসায়ে সনগে আসওয়াদ,
থাকে বুসীয়ে মদীনা কা ভী রুতবা দেখো ॥
হাজরে আসওয়াদে যে না চুম্বন, দিলে আঁধার হলোই মোচন
চুমলে মাটি মর্যাদা পাই দেখো মদীনারই মাঝ ॥
---------------------
কর চুকী রিফআতে কা'বা পেহ নযর পরওয়ায়েঁ,
টুপী আর থাম কে থাকে দর ওয়ালা দেখো ॥
কা'বারই উচ্চতা দেখে, দৃষ্টি তোমার শূন্য চাখে,
টুপি মাথে নবীর মাটি বানাও জায়নামায ॥
---------------------
বে নয়াযী সে ওয়াহাঁ কাঁপতী পায়ী ত্বআত
জোশে রহমত পেহ ইয়েহাঁ নায গুনাহ্ কা দেখো ॥
প্রতাপশালী খোদার তাপে, হেথায় নেকী ভয়ে কাঁপে,
দয়ার জোয়ার নবীর দ্বারে, ভিড়ে পাপী সমাজ ॥
---------------------
জুমআয়ে মক্কা থা ঈদ আহলে ইবাদত কেলিয়ে,
মুজরেমোঁ আ-ও ইয়েহাঁ ঈদে দো শোম্বা দেখো ॥
মক্কাতে ঈদ জুমার দিনে, পূণ্যবান তা ঠিকই চিনে,
পাপী দেখো সোমবারে ঈদ মদীনায় সাজ, সাজ!
---------------------
মুলতাযিম সে তু গলে লাগ কে নিকালে আরমাঁ
আদব ও শাওক্ব কা ইয়াঁ বাহাম উলঋনা দেখো ॥
মুলতাযিমকে জড়িয়ে ধরে, মাঙলে অনেক কান্না করে,
আদব আশার এই মিতালী মদীনারই মাঝ ॥
---------------------
খো-ব মাসলা মেঁ বউমীনে বা সফা দোড় লিয়ে,
রেহ জানাঁ কী সফাকা ভী তামাশা দেখো ॥
সাফা ও মারওয়ার বুকে, ছুটলে তো খুব পূন্যসুখে,
থামো, হেথা দিল সাফাইর দেখো এ কারুকাজ ॥
---------------------
রকসে বাসমাপ কী বাহারেঁ তু মিনা মেঁ দে-খেঁ
দিলে ধোন নাবাহ্ ফশাঁ কাজী তড়পনা দেখো ॥
হাদীর প্রাণীর কী আন্দোলন, দেখলে মিনায় সেই আবেদন,
হিয়ার জখম তড়পে কেমন দেখো মদীনাতে আজ ॥
---------------------
গওর সে সুন তু রেখা কা'বা সে আতী হ্যায় সদা,
মেরী আখোঁ সে মেরে পেয়ারে কা রওযা দেখো ॥
মন দিয়ে রেযা শোন, আর্তি করে কারা যেন,,
এ নয়নে দেখো মম, বন্ধু সে মদিনার মাঝ ॥
---------------------