লুরি শরিফের কাব্যনুবাদ - মুল: আল্লামা মুফতি শফি উকাড়ভী (রহ.)

লুরি শরিফের কাব্যনুবাদ - মুল: আল্লামা মুফতি শফি উকাড়ভী (রহ.)
Admin
Join Telegram for More Books
Table of Contents
লুরি শরিফের কাব্যনুবাদ - মুল: আল্লামা মুফতি শফি উকাড়ভী (রহ.)

 লুরি শরিফের কাব্যনুবাদ

মুল: আল্লামা মুফতি শফি উকাড়ভী (রহ.)



আমেনা বিবি কে গুলশান মে আয়িহে তাজা বাহার
পড়তেহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ দরূদ দিওয়ার ।
আম্মা আমেনার আলয় যেন হলো নবউদ্যান
পড়ছিলো তখন দরূদ সালাম সমস্ত দালান ।
--------------------

বারাহ রবিউল আওয়াল কোও আয়া দুররে এতিম
মাহে নবুয়ত মোহরে রেসালাত সাহেবে খুলকে আযিম।
বারই রবিউল আউয়াল এলেন মুক্তাঝরা এতিম
নবি বাগিচার চন্দ্র তিনি চরিত্র অতুল ও অসিম ।
--------------------

হামেদও মাহমুদ আওর মুহাম্মদ দোযগকা সরদার
জানসে পিয়ারা রাজ দোলারা রহমাতকা সরকার ।
দু জাহানের বাদশা তিনি নবি মুহাম্মদ (দ.)
প্রাণের চেয়ে প্রিয় অতি দয়ালু প্রেমাস্পদ ।
--------------------

আয়া ওলি দোযগকা আওর আল্লাহ কা মাকবুল
শাফিয়ে মাহশর সাকিয়ে কাওসার পিয়ারা মুহাম্মদ রাসুল ।
আল্লাহর পিয়ারা নিখিল সাহারা এলেন গো! ধরায়
শাফায়াতকারি রাসুল দিবেন শরবত পান করায় ।
--------------------

ইয়াসিনও ত্বোয়াহা কামলিওয়ালা কুরআন কি তাফসির
হাজেরও নাজের শাহেদও কাসেম আয়া সিরাজুম মুনির ।
ইয়াসিনও ত্বোয়াহা কামলি ওয়ালা খোদায়ি শরিফ
হাজেরও নাজের শাহেদও কাসেম জ্যোতির্ময় প্রদিপ ।
--------------------

আওয়ালও আখের সবকুছ জানে দেখে করিবও বয়িদ
গায়িব কি খবর দেনেওয়ালা আল্লাহ কাও হাবিব ।
সুচনা থেকে অবধি জানেন দেখেন তিনি সব
অদৃশ্যের সংবাদদাতা বানিয়ে পাঠালেন মহান রব।
--------------------

দরদ মন্দওকি সুননেওয়ালা বে কিসকা গমখার
দুখিয়া দিলওকা হেও সাহারা হামিয়ে রোজে শুমার ।
অসহায়দের সহায় তিনি দুঃখ শুনেন সবার
নিঃস্বগণের সাহারা নবি নিদানে মদদগার ।
--------------------

হুসনে সারাপাঁ জাতকা মাজহার আল্লাহ কি বোরহান
মোহসেনে আযম রাহমাত আলাম হেও ইমানও কি জান ।
চমকপ্রদ সর্বাঙ্গ তাঁহার আল্লাহর উজ্জল একপ্রমান
অধিক সুন্দর জগত করুণা তিনি ইমানের প্রাণ ।
--------------------

সবছে আকরাম সবছে আশরাফ সবছে হেও আলা
মালেকে জান্নাত কাসেমে নিয়ামাত সবছে হেও বালা।
দয়ালু অসিম অতি উর্ধ্বে অভিজাত তাঁর শান
খোদায়ি দানের নিয়ামত তিনি অনায়সে বিলান ।
--------------------

দুর বলায়েঁ করনেওয়ালা উম্মাতকা গমখার
হাফেজেও হামি শাফেও নাফে রহমাত কি সরকার ।
স্বীয় উম্মতের দুর্দশা কালে পরম সহায়ক
কল্যানদাতা বদন্যতা পূণ্যতার অগ্রনায়ক।
--------------------

সৈয়দ মক্কি শাহে মদানি পিয়ারে নবিজি আয়ে
ছিনলিয়া দিল মনমোহন নে চাঁন্দছা মোকডা দিখায়ে ।
এলেন নবিজি মক্কি মদনি মহান তাজেদার
আলোকঝরা মুখ দেখিয়ে হৃদয় ছোঁয় সবার ।
--------------------

বাহারে সালামি চার ফেরেশতে সাঁতো পলকসে আয়ে
সোবহে বিলাদাত পিয়ারে নবিপর সালাতু সালাম পৌঁছায়ে ।
আসমান হতে সালাম দিতে এলো ফিরিশতা মহান
প্রভাতে নবির আগমনকে সালাম ও শ্রদ্ধা জানান ।
--------------------

পিয়ারি সুরত হাসতা চেহারা মোহসে জেটতে ফুল
নুরকা টুকরা চাঁন্দকা টুকডা হক্বক্বা পিয়ারা রাসুল।
হাস্যউজ্জল পুষ্পিত চেহারা অবয়ব চমৎকার
খোদার অতুল নুরের পুতুল শশি যেন পূর্ণিমার।
--------------------

কুফর শিরক কি খালিগড়ায়ি হুগিয়েঁ সারি দুর
মাশরেকও মাগরেব সারি দুনিয়া হু গেয়ি নুরে নুর ।
কুফর শিরকের আস্তানা সবি ভাঙিয়া চুরমার
পূর্ব পশ্চিম ধরাধামে ইসলামের গুলজার ।
--------------------

জিবরাইল আয়ে ঝুলাঝুলানে লুরিদেজি শান
সুজাসুজা রাহমাত আলাম দোযগকে সুলতান ।
জিবরাইল মুখে কোমল সুরে দোলনাতে দুলায়
রহমতে আলম নিখিল প্রিয় ঘুমান ওগো শয্যায়।
--------------------

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...