চাটগাঁর পীর (কবিতা) - মুহাম্মদ আবদুল করিম (Pir of Chattogram - Muhammad Abdul Karim)

চাটগাঁর পীর (কবিতা) - মুহাম্মদ আবদুল করিম (Pir of Chattogram - Muhammad Abdul Karim)
Join Telegram for More Books
Table of Contents

 চাটগাঁর পীর
- মুহাম্মদ আবদুল করিম

------------------------------------------------------
চাটগাঁর প্রাচীন বন্দর ‘দেয়াঙ’
এলো এপথে খোদার জোয়ান,
পরশ বিছিয়ে বেঁধেছে হেথা মজিদ আল্লার ঘর
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।

কর্ণফুলি মোহনার দুই তীরে
বারো আউলিয়া-স্মৃতি ঘিরে,
আছে কত লিপি, কত আলোড়ন, শত শ্রুতিধর!
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।

এ বঙ্গে পথদস্যু মগ-পর্তুগীজ
মনেপ্রাণে বুনে তাওহীদ বীজ,
ছিলো উপদ্রুত হিংস্র পশু আর দানব-ভয়ংকর! 
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।

চেরাগি পাহাড়চূড়ায় একচটি
জ্বালিয়ে তাঁরা হাজার-কোটি,
করে মুসলিম, খোদাভীরু-আধ্যাত্মিক শক্তিধর!
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।

চাটগাঁর কাতালগঞ্জ, বদরপাতি
যেথা আরাম আছে দুই-মহতি,
আজো বটতলী আছে সাগর-ভাসা নৌকাপাথর
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।

শঙ্কপাড়ের ঐতিহ্য ঝিওরী গ্রাম
হেথা বাস এক আউলিয়া মহান,
যাঁর আস্তানাতে সন্ধান আসে আল্লাহ-পয়গম্বর!
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।

গহিরার পশ্চিমে মাইল আট
ইছাখালী গ্রামের ‘কড়ির হাট’
যেথা বন্দর শোভিত ছিলো, আজ বঙ্গোপসাগর!
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।

*‘কড়ির হাট’ ছিলো বারো আউলিয়ার বাংলায় আসার সমুদ্র বন্দর; যা বর্তমান আনোয়ারা থানার গহিরার উপকূল থেকে আট মাইল পশ্চিমে, বঙ্গোপসাগরের পেটে।  আর ‘দেয়াঙ’ বলতে এখনকার পুরো আনোয়ারা থানা।
আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Post a Comment

Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.