আরব বকুল (কবিতা) - মুহাম্মদ আবদুল করিম - Arab Bakul (poetry) - Muhammad Abdul Karim

আরব বকুল (কবিতা) - মুহাম্মদ আবদুল করিম - Arab Bakul (poetry) - Muhammad Abdul Karim
Admin
Join Telegram for More Books
Table of Contents

আরব বকুল
- মুহাম্মদ আবদুল করিম

--------------------------------
ওগো, 
মরুদ্যানের সুবাসি ফুল
ফুটলে হয়ে আরব বকুল;
সুবাসগন্ধে ভাঙল তবে, নয়কি মোদের ভুল?
আল্লাহর হাবিব নুরের প্রদীপ, হে প্রিয় রসুল।

অন্ধকারের এই ধরণি
দূর করেছে পরশমণি;
সৃজনকোলে এলেন নবি, ভেদে জাহেলি সমূল।

হিদায়তের রাজদিবাকর
চুর্ণ করে শিরক-কুফর;
এক আল্লাহতে রব উঠেছে, তাওহিদেরই মূল।

আহ ভাগ্যহারা ধরাবাসী
আমির ফকির প্রান্ত-চাষী;
স্বত্বদান আর এককাতারে, স্বর্গ-হাওয়ার দোল।

বেইনসাফি কালোথাবা
রহিত আজ মূর্তিকাবা;
বিশ্বমুসলিম এই দুনিয়ায়, এক বাগিচার ফুল।

রোজহাশরে ভীতিক্ষণে
ব্যাকুল ধ্বনি জনমনে;
পার কর গো হে মোর স্বামী, ফরিয়াদ আকুল।
আল্লাহর হাবিব নুরের প্রদীপ, হে প্রিয় রসুল।
[সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।]

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...