Table of Contents
জীবন বিধান আমার অতি অনন্য
সৈয়দ জসিম উদ্দীন
------------------------------------------------------------
হাসলেও পূণ্য কাঁদলেও পূণ্য
জীবন বিধান আমার অতি অনন্য
আমি মুসলিম হয়ে, হয়েছি ধন্য
ইসলাম পেয়ে আমি হয়েছি ধন্য।
হাসলেও পূণ্য কাঁদলেও পূণ্য
জীবন বিধান আমার অতি অনন্য
আমি মুসলিম হয়ে, হয়েছি ধন্য
ইসলাম পেয়ে আমি হয়েছি ধন্য।
কাঁদো যদি অঝোর দ্বারায়
তুলে মুনাজাত আর পড়ে সিজদায়
অন্যের হক ছাড়া সকল পাপে
হলে অনুতপ্ত ক্ষমা পাবে
খুলা তওবার দরজা সবারি জন্য। ঐ
হাসি-মুখে কর কথোপকথন
আঘাত নাপাই যেন অপরের মন
অহিংসা মানবতা পরম ইবাদত
উত্তম আচরণ রাসূলের সুন্নত
মুলাকাতে সালামে করোনা কার্পন্য। ঐ
সত্য-ন্যায়ের পথে কর বিচরণ
হালাল নেয়ামত করো আহরণ
সৎ কাজে ব্যস্থরা কতন মন
অবসরে করো সদা প্রভুর স্মরণ
ঈমান আমলে হও পরিপূর্ণ। ঐ