সে আসে সাথে বাতাসে বসন্ত ফিরে, ফাগুনের উদ্ভোদনের দিগন্ত জুড়ে - অনুবাদ: মাহদি গালিব

সে আসে সাথে বাতাসে বসন্ত ফিরে, ফাগুনের উদ্ভোদনের দিগন্ত জুড়ে - ‘উহ সুয়ে লালা যার ফিরতে হ্যায়ঁ’ এর কাব্যানুবাদ, লিখক: ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রযা
Admin
Join Telegram for More Books
Table of Contents

 সে আসে সাথে বাতাসে

‘উহ সুয়ে লালা যার ফিরতে হ্যায়ঁ’ এর কাব্যানুবাদ, 
লিখক: ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রযা رَحۡمَۃُ اللّٰہ ِتَعَالٰی عَلَیہِ 
অনুবাদ: মাহদি গালিব।
-----------------------------------------------------------
সে আসে সাথে বাতাসে বসন্ত ফিরে,
ফাগুনের উদ্ভোদনের দিগন্ত জুড়ে।

আমি দাস ফিরি সে গলির আশপাশ,
রাজ-মহারাজও ঘুরে যে দুয়ারে
সে আসে সাথে বাতাসে বসন্ত ফিরে।

যে তোমার ছেড়েছে দুয়ার একবার,
দ্বারে দ্বারে ঘুরে ঘুরে গুমরে মরে
সে আসে সাথে বাতাসে বসন্ত ফিরে।

মোরা যাই হই যেই হই করো মঞ্জুর,
কত পাপী পায় মাফি এ দরজা ধরে
সে আসে সাথে বাতাসে বসন্ত ফিরে।

কেউ কেন কইবে কথা তোমার হে রেযা,
এ দুয়ারে তোমার মত গুরে হাজারে হাজার
সে আসে সাথে বাতাসে বসন্ত ফিরে।

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...