Table of Contents
নবী ছাড়া নাই ছাহারা
---------------------------------
নবী ছাড়া নাই ছাহারা জানো দুনিয়া ওয়ালা,
নবী মোদের নয়ন মনি নবী গলার মালা।
নবী ছাড়া নাই ছাহারা জানো দুনিয়া ওয়ালা,
নবী মোদের নয়ন মনি নবী গলার মালা।
হেরা গুহায় খোদার হাবিব নবী কামলী ওয়ালা,
উম্মত উম্মত বলে সদা কান্দে মদিনা ওয়ালা \ ঐ
নবীর নূরে কুল কায়েনাত সৃজেন বারী তায়ালা,
আল্লাহর নূরে নবী সৃষ্টি বলে আল্লাহ তায়ালা \ ঐ
নবীর যিকির আল্লাহর যিকির নবী সবছে আলা,
সেই নবীজির দরুদ পড়লে থাকবে না আর জ্বালা \ ঐ
নবীর চরিত্র খুলুকে আজিম বলেন আল্লাহ তায়ালা,
নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জ্বালা \ ঐ
নবী অলি চা’রে উম্মত বলবেন কোথায় রহমত ওয়ালা
শাফায়াত করবেন রোজ হাশরে নবী মদিনা ওয়ালা \ ঐ
মেরাজে যান খোদার হাবিব নবী কামল ওয়ালা,
উদ্নু মিন্নি ইয়া হাবিব এলান রাব্বে আলা,
পিছে পিছে পীর জীলানী আগে নবী কামলী ওয়ালা \ ঐ
আপনার পছন্দের আর দেখুন
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now