Table of Contents
জন্ম আমার নবীর যুগে
- ইকবাল হোসাইন
---------------------------------------------------
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
দু-নয়নে রাসুলে পাক, দেখিলে কেমন হতো \
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
দু-নয়নে রাসুলে পাক, দেখিলে কেমন হতো \
আসতো ভেসে হয়রতের বেলালের মধুর আযান
যে আযানে ছিলো এমন মুগ্ধ রহমত,
দয়াল নবীর পিছে নামাজ, পড়লে কেমন হতো \ ঐ
দ্বীনি কতো আলোচনায়, থাকতাম আমি অধম
সামনে রাসূলে পাক (দঃ) হতো, পাশে সাহাবাগণ
আবু বকর-ওমর-ওসমান-আলীর (রাঃ) সঙ্গী কেমন হতো \ ঐ
কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী
খেলছে শিশু হাসান-হোসাইন (রাঃ) সাথে দয়াল নবী
নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো
নবীর কাঁদ মোবারকে নাতি হোসাইন দেখলে কেমন হতো \ ঐ